ETV Bharat / state

পিসিমণি চোরের রানি...', ফের কবিতার ছন্দে মমতাকে আক্রমণ রুদ্রনীলের

Rudranil Ghosh: বাঁকুড়ার জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কবিতার ছন্দে আক্রমণ শানালেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ ৷ তাঁর নিশানায় ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে 'কালীঘাটের কাকু'ও ৷

Rudranil Ghosh
রুদ্রনীল ঘোষ
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 11, 2024, 12:13 PM IST

ফের কবিতার ছন্দে মমতাকে আক্রমণ রুদ্রনীলের

বাঁকুড়া, 11 জানুয়ারি: 'পিসিমণি চোরের রানি করো চোরের চাষ, ভুল করে ফুল ফুটলে জোড়া গ্রামের সর্বনাশ...', বাঁকুড়ায় এসে কবিতার ছন্দে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের কটাক্ষ করলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ ৷ লোকসভা ভোট আসন্ন তাই ডান বাম রাম সবপক্ষই কোমর বেঁধে প্রচার চালাতে নেমে পডে়ছে । ভোটের লড়াইয়ে কোন পক্ষই কাউকে এক চুল জায়গা ছাড়তে নারাজ । বুধবার বাঁকুড়ার সোনামুখী ব্লকের রনপুরে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির তরফ থেকে একটি জনসভার আয়োজন করা হয় । সেই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টলি অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ । রনপুরের সভায় খোলা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তীব্র আক্রমণ করেন এই তরুণ তুর্কির বিজেপি নেতা ।

জনসভায় বক্তব্যের শুরুতেই কবিতার সুরে তৃণমূল কংগ্রেসের উদ্দেশে কটাক্ষ করে তিনি বলেন, "যতই ছোড়ো বোম, বন্দুক চালাও, বুকে চাকু, জেলে যাবে এক এক করে ভাইপো পিসি কাকু ।" তাঁর কথায়, যখন তৃণমূলীরা এ রাজ্যে লুঠপাঠ শুরু করেছে তখন নাকি মুখ্যমন্ত্রী নিদান দিয়েছিলেন যে বিজেপি ভোট চাইতে এলে বাড়ির মহিলারা যেন হাতা, খুন্তি দিয়ে প্রতিবাদ করেন ৷ মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে রুদ্রনীল বলেন, "মুখ্যমন্ত্রীর মাতৃত্ববোধের সুযোগ আসেনি ৷ তাই হয়তো তিনি জানেন না বাড়ির মায়েরা হাতা খুন্তি দিয়ে কী কাজ করেন ।"

Rudranil Ghosh
বাঁকুড়ার জনসভায় রুদ্রনীল ঘোষ

এই টলি অভিনেতা বেশ কিছুদিন তৃণমূল শিবিরের সঙ্গে থাকলেও পরে বিজেপিতে যোগ দেন ৷ এরপর একের পর এক কবিতার ছন্দে তিনি বিঁধেছেন রাজ্যের শাসক দল-সহ তৃণমূল নেত্রীকে । এ দিনের সভা মঞ্চে দাঁড়িয়ে সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটালেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ । তাঁকে পালটা কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল শিবিরও । শাসকদলেরনেতা সোমনাথ মুখোপাধ্যায় বলেন, "বিজেপি হতাশাগ্রস্ত একটি দল ৷ মুখ্যমন্ত্রী মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে গিয়েছে । বিধানসভা ভোটের আগে বিজেপি শীর্ষ নেতৃত্ব পশ্চিমবাংলায় এসে যা বলেছিল, কাজের কাজ তার কিছুই হয়নি ৷ এক কথায় বলতে গেলে বিজেপি বলে কোনও কিছুর অস্তিত্বই নেই ।"

বুধবারের বিজেপির জনসভাকে লোকসভা ভোট প্রচারের প্র্যাক্টিস ম্যাচ বলেই মনে করছেন জেলার রাজনৈতিক মহলের একাংশ ৷ এর পাশাপাশি এই ধরনের জনসভা অনেকটাই বাড়তি অক্সিজেন যোগাবে বিজেপির কার্যকর্তাদের বলেও মনে করা হচ্ছে ।

আরও পড়ুন:

  1. তিনি যদি বলে দেন ছোট ঘটনা, মেনে নাও চেপে যাও সব রটনা ! রুদ্র-বাণের নিশানায় মমতা
  2. মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন বলেই চাকরিপ্রার্থীদের তুলে দেওয়া হচ্ছে ! মমতাকে 'রুদ্র-বাণ'
  3. চোর তৃণমূলকে তাড়িয়ে দিতে সবার মন আনচান, কবিতার ছন্দে আক্রমণ রুদ্রনীলের

ফের কবিতার ছন্দে মমতাকে আক্রমণ রুদ্রনীলের

বাঁকুড়া, 11 জানুয়ারি: 'পিসিমণি চোরের রানি করো চোরের চাষ, ভুল করে ফুল ফুটলে জোড়া গ্রামের সর্বনাশ...', বাঁকুড়ায় এসে কবিতার ছন্দে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের কটাক্ষ করলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ ৷ লোকসভা ভোট আসন্ন তাই ডান বাম রাম সবপক্ষই কোমর বেঁধে প্রচার চালাতে নেমে পডে়ছে । ভোটের লড়াইয়ে কোন পক্ষই কাউকে এক চুল জায়গা ছাড়তে নারাজ । বুধবার বাঁকুড়ার সোনামুখী ব্লকের রনপুরে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির তরফ থেকে একটি জনসভার আয়োজন করা হয় । সেই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টলি অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ । রনপুরের সভায় খোলা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তীব্র আক্রমণ করেন এই তরুণ তুর্কির বিজেপি নেতা ।

জনসভায় বক্তব্যের শুরুতেই কবিতার সুরে তৃণমূল কংগ্রেসের উদ্দেশে কটাক্ষ করে তিনি বলেন, "যতই ছোড়ো বোম, বন্দুক চালাও, বুকে চাকু, জেলে যাবে এক এক করে ভাইপো পিসি কাকু ।" তাঁর কথায়, যখন তৃণমূলীরা এ রাজ্যে লুঠপাঠ শুরু করেছে তখন নাকি মুখ্যমন্ত্রী নিদান দিয়েছিলেন যে বিজেপি ভোট চাইতে এলে বাড়ির মহিলারা যেন হাতা, খুন্তি দিয়ে প্রতিবাদ করেন ৷ মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে রুদ্রনীল বলেন, "মুখ্যমন্ত্রীর মাতৃত্ববোধের সুযোগ আসেনি ৷ তাই হয়তো তিনি জানেন না বাড়ির মায়েরা হাতা খুন্তি দিয়ে কী কাজ করেন ।"

Rudranil Ghosh
বাঁকুড়ার জনসভায় রুদ্রনীল ঘোষ

এই টলি অভিনেতা বেশ কিছুদিন তৃণমূল শিবিরের সঙ্গে থাকলেও পরে বিজেপিতে যোগ দেন ৷ এরপর একের পর এক কবিতার ছন্দে তিনি বিঁধেছেন রাজ্যের শাসক দল-সহ তৃণমূল নেত্রীকে । এ দিনের সভা মঞ্চে দাঁড়িয়ে সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটালেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ । তাঁকে পালটা কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল শিবিরও । শাসকদলেরনেতা সোমনাথ মুখোপাধ্যায় বলেন, "বিজেপি হতাশাগ্রস্ত একটি দল ৷ মুখ্যমন্ত্রী মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে গিয়েছে । বিধানসভা ভোটের আগে বিজেপি শীর্ষ নেতৃত্ব পশ্চিমবাংলায় এসে যা বলেছিল, কাজের কাজ তার কিছুই হয়নি ৷ এক কথায় বলতে গেলে বিজেপি বলে কোনও কিছুর অস্তিত্বই নেই ।"

বুধবারের বিজেপির জনসভাকে লোকসভা ভোট প্রচারের প্র্যাক্টিস ম্যাচ বলেই মনে করছেন জেলার রাজনৈতিক মহলের একাংশ ৷ এর পাশাপাশি এই ধরনের জনসভা অনেকটাই বাড়তি অক্সিজেন যোগাবে বিজেপির কার্যকর্তাদের বলেও মনে করা হচ্ছে ।

আরও পড়ুন:

  1. তিনি যদি বলে দেন ছোট ঘটনা, মেনে নাও চেপে যাও সব রটনা ! রুদ্র-বাণের নিশানায় মমতা
  2. মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন বলেই চাকরিপ্রার্থীদের তুলে দেওয়া হচ্ছে ! মমতাকে 'রুদ্র-বাণ'
  3. চোর তৃণমূলকে তাড়িয়ে দিতে সবার মন আনচান, কবিতার ছন্দে আক্রমণ রুদ্রনীলের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.