ETV Bharat / state

বাঁকুড়ায় লরির ধাক্কায় মৃত মহিলা, বিক্ষোভ স্থানীয়দের

author img

By

Published : Aug 31, 2020, 10:58 PM IST

বাঁকুড়ার রানিগঞ্জে লরির ধাক্কায় মৃত এক মহিলা ৷ আহত ব্যক্তি ৷ মৃতদেহ রাস্তায় ফেলে রেখে বিক্ষোভ দেখায় স্থানীয়রা ৷ পুলিশি আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় ৷ ঘাতক লরিটি আটক করেছে পুলিশ ৷

road accident on 60 no national high way at bankura
বাঁকুড়ায় লরির ধাক্কায় মৃত মহিলা

বাঁকুড়া, 31 অগাস্ট : লরির ধাক্কায় মৃত্যু হল এক মহিলার ৷ গতকাল রানিগঞ্জের 60 নম্বর জাতীয় সড়কে নন্দনপুর এলাকার ঘটনা ৷ দিন দিন পথদুর্ঘটনা বেড়ে চলায় পুলিশের নজরদারিতে গাফিলতির অভিযোগে রাস্তায় মৃতদেহ রেখে বিক্ষোভ দেখাল স্থানীয়রা ৷ মহিলার স্বামী জনার্দন ভট্টাচার্য গুরুতর আহত হন ৷ ঘাতক লরিটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷

মৃতের নাম রেখা ভট্টাচার্য (50) ৷ মেজিয়া থানার বেনাগাড়ি গ্রামের বাসিন্দা, পেশায় অঙ্গনওয়াড়ি শিক্ষাকেন্দ্রের শিক্ষিকা ছিলেন ৷ স্বামী জনার্দন ভট্টাচার্যের সঙ্গে গতকাল রাত সাড়ে নটা নাগাদ বাইকে চেপে গোস্বামী গ্রাম থেকে ফিরছিলেন ৷ নন্দনপুরের কাছে 60 নম্বর জাতীয় সড়কে বাঁকুড়ামুখি একটি লরি বাইকের পিছনে ধাক্কা মারে ৷

স্থানীয়দের বিক্ষোভ ৷ দেখুন ভিডিয়ো...

স্থানীয়রা জানায়, নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি বাইকের পিছনে ধাক্কা মারে ৷ ঘটনাস্থানে মৃত্যু হয় মহিলার ৷ খবর পেয়ে ঘটনাস্থানে মেজিয়া থানার পুলিশ আসে ৷ আহত ব্যক্তিকে উদ্ধার করে মেজিয়া ব্লক প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে ভরতি করা হয় ৷ মৃতদেহ উদ্ধার করতে গেলে বাঁধা দেয় স্থানীয়রা ৷ ঘাতক লরিটিকে আটক করে ক্ষতিপূরণের দাবি জানিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে ৷ রাস্তা অবরোধ করে চলে প্রায় তিন ঘণ্টা ৷

পুলিশ লরিটিকে আটক করতে সমর্থ হলে বিক্ষোভ তুলে নেয় ৷ আজ সকালে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় ৷ যদিও চালক ও খালাসী পলাতক বলে জানা গেছে ৷ স্থানীয়দের অভিযোগ, রাত্রি হলেই এই রাস্তায় বেপরোয়াভাবে এবং অতিরিক্ত গতিতে লরি চলাচল করে ৷ দিনের পর দিন দুর্ঘটনা বাড়ছে ৷ এই রাস্তায় বেশ কিছু বাঁক রয়েছে যেখানে গতি নিয়ন্ত্রণের প্রয়োজন ৷ অথচ রাতে পুলিশের এ বিষয়ে কোনরকম নজরদারি চলে না ৷

বাঁকুড়া, 31 অগাস্ট : লরির ধাক্কায় মৃত্যু হল এক মহিলার ৷ গতকাল রানিগঞ্জের 60 নম্বর জাতীয় সড়কে নন্দনপুর এলাকার ঘটনা ৷ দিন দিন পথদুর্ঘটনা বেড়ে চলায় পুলিশের নজরদারিতে গাফিলতির অভিযোগে রাস্তায় মৃতদেহ রেখে বিক্ষোভ দেখাল স্থানীয়রা ৷ মহিলার স্বামী জনার্দন ভট্টাচার্য গুরুতর আহত হন ৷ ঘাতক লরিটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷

মৃতের নাম রেখা ভট্টাচার্য (50) ৷ মেজিয়া থানার বেনাগাড়ি গ্রামের বাসিন্দা, পেশায় অঙ্গনওয়াড়ি শিক্ষাকেন্দ্রের শিক্ষিকা ছিলেন ৷ স্বামী জনার্দন ভট্টাচার্যের সঙ্গে গতকাল রাত সাড়ে নটা নাগাদ বাইকে চেপে গোস্বামী গ্রাম থেকে ফিরছিলেন ৷ নন্দনপুরের কাছে 60 নম্বর জাতীয় সড়কে বাঁকুড়ামুখি একটি লরি বাইকের পিছনে ধাক্কা মারে ৷

স্থানীয়দের বিক্ষোভ ৷ দেখুন ভিডিয়ো...

স্থানীয়রা জানায়, নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি বাইকের পিছনে ধাক্কা মারে ৷ ঘটনাস্থানে মৃত্যু হয় মহিলার ৷ খবর পেয়ে ঘটনাস্থানে মেজিয়া থানার পুলিশ আসে ৷ আহত ব্যক্তিকে উদ্ধার করে মেজিয়া ব্লক প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে ভরতি করা হয় ৷ মৃতদেহ উদ্ধার করতে গেলে বাঁধা দেয় স্থানীয়রা ৷ ঘাতক লরিটিকে আটক করে ক্ষতিপূরণের দাবি জানিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে ৷ রাস্তা অবরোধ করে চলে প্রায় তিন ঘণ্টা ৷

পুলিশ লরিটিকে আটক করতে সমর্থ হলে বিক্ষোভ তুলে নেয় ৷ আজ সকালে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় ৷ যদিও চালক ও খালাসী পলাতক বলে জানা গেছে ৷ স্থানীয়দের অভিযোগ, রাত্রি হলেই এই রাস্তায় বেপরোয়াভাবে এবং অতিরিক্ত গতিতে লরি চলাচল করে ৷ দিনের পর দিন দুর্ঘটনা বাড়ছে ৷ এই রাস্তায় বেশ কিছু বাঁক রয়েছে যেখানে গতি নিয়ন্ত্রণের প্রয়োজন ৷ অথচ রাতে পুলিশের এ বিষয়ে কোনরকম নজরদারি চলে না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.