মেজিয়া, 31 জুলাই: বাঁকুড়া- রানীগঞ্জ 60 নম্বর জাতীয় সড়ক আজ সকালে প্রায় ঘন্টাদুয়েক অবরোধ করেন মেজিয়ার বাসিন্দারা । এই বিক্ষোভের কারণ গতরাতে মেজিয়ার দুই বাসিন্দা অমিত দাস ও সুমন ভট্টাচার্য বাইকে করে দুর্লভপুর থেকে মেজিয়া যাচ্ছিলেন। সেই সময় বাঁকুড়া-রানীগঞ্জ 60 নম্বর জাতীয় সড়কের মেজিয়ার তারাপুরের কাছে উলটো দিক থেকে আসা এক গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুই বাইক আরোহীর। বিক্ষোভকারীদের দাবি, প্রশাসনকে এই দুই মৃতের পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ দিতে হবে । এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন বিক্ষোভকারীরা । সকাল দশটার পর স্বাভাবিক হয় বাঁকুড়া- রানীগঞ্জ 60 নম্বর জাতীয় সড়কের যান চলাচল ।
বাঁকুড়া-রাণীগঞ্জ 60 নং জাতীয় সড়ক একটি গুরুত্বপূর্ণ রাস্তা । যদিও এখানকার স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, এখানে বেশকিছু জায়গায় রাস্তা অত্যন্ত সংকীর্ণ। এছাড়াও সন্ধের পর এইসব এলাকায় কোনও রকম পুলিশের নজরদারি না থাকায় দুর্ঘটনা বেড়ে চলেছে । গতকালের দুর্ঘটনাও এর অন্যথা নয়।
স্থানীয় মানুষেরা দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে মেজিয়া থানায় খবর দেন। রাতেই মৃতদেহ দুটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে মেজিয়া থানার পুলিশ। পরে দেহ দুটিকে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ । এই ঘটনার পরিপেক্ষিতে আজ সকাল থেকে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন। প্রায় দুঘন্টা অবরুদ্ধ হয়ে পড়ে 60 নং জাতীয় সড়ক।