ETV Bharat / state

মিড ডে মিলের ডালে ভাতের ফ্যান - মিড ডে মিল

কোথাও শুধু নুন ভাত ৷ কোথাও ভাতের সঙ্গে নুন-তেল ৷ এবার মিড ডে মিলের ডালে ভাতের ফ্যান ৷

ফাইল ফোটো
author img

By

Published : Aug 23, 2019, 7:22 AM IST

রানিবাঁধ(বাঁকুড়া), 23 অগাস্ট : মিড ডে মিলের ডালে ভাতের ফ্যান ৷ রানিবাঁধ হাইস্কুলের ঘটনা । গতকাল ওই স্কুল পরিদর্শনে যান বাঁকুড়ার BJP সাংসদ সুভাষ সরকার । তখনই বিষয়টি সামনে আসে ।

গতকাল রানিবাঁধে জনতার দরবার কর্মসূচিতে গেছিলেন বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার । সেইসময় রানিবাঁধ হাইস্কুল পরিদর্শনে যান তিনি । স্কুলের রান্না ঘরে গিয়ে মিড ডে মিলের ডালে ভাতের ফ্যান মেশাতে দেখেন রাঁধুনিদের । পরে তাঁদের উপর চাপ সৃষ্টি করলে এক মহিলা রাঁধুনি ডালে ফ্যান মেশানোর কথা স্বীকার করে নেন । ওই মহিলা জানান, স্কুল প্রতিদিন মাত্র 1 কেজি ডাল দেয় । তাই বাধ্য হয়েই ফ্যান মেশাতে হয় । মহিলার এই কথা শুনে তাজ্জব হয়ে যান BJP সাংসদ । পুরো ঘটনাটি মিড ডে মিল প্রকল্প আধিকারিক ও জেলাশাসকের নজরে আনবেন বলে জানান সুভাষ সরকার । এবিষয়ে স্কুল কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি ।

image
স্কুল পরিদর্শনে যান বাঁকুড়ার BJP সাংসদ সুভাষ সরকার

প্রসঙ্গত, কয়েকদিন ধরেই মিড ডে মিল নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি । হুগলির বালিকা বাণীমন্দিরের স্কুলে মিড ডে মিলে নুন-ভাত দেওয়ার ঘটনা সামনে আসতেই উঠে আসছে একের পর এক খবর ।

রানিবাঁধ(বাঁকুড়া), 23 অগাস্ট : মিড ডে মিলের ডালে ভাতের ফ্যান ৷ রানিবাঁধ হাইস্কুলের ঘটনা । গতকাল ওই স্কুল পরিদর্শনে যান বাঁকুড়ার BJP সাংসদ সুভাষ সরকার । তখনই বিষয়টি সামনে আসে ।

গতকাল রানিবাঁধে জনতার দরবার কর্মসূচিতে গেছিলেন বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার । সেইসময় রানিবাঁধ হাইস্কুল পরিদর্শনে যান তিনি । স্কুলের রান্না ঘরে গিয়ে মিড ডে মিলের ডালে ভাতের ফ্যান মেশাতে দেখেন রাঁধুনিদের । পরে তাঁদের উপর চাপ সৃষ্টি করলে এক মহিলা রাঁধুনি ডালে ফ্যান মেশানোর কথা স্বীকার করে নেন । ওই মহিলা জানান, স্কুল প্রতিদিন মাত্র 1 কেজি ডাল দেয় । তাই বাধ্য হয়েই ফ্যান মেশাতে হয় । মহিলার এই কথা শুনে তাজ্জব হয়ে যান BJP সাংসদ । পুরো ঘটনাটি মিড ডে মিল প্রকল্প আধিকারিক ও জেলাশাসকের নজরে আনবেন বলে জানান সুভাষ সরকার । এবিষয়ে স্কুল কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি ।

image
স্কুল পরিদর্শনে যান বাঁকুড়ার BJP সাংসদ সুভাষ সরকার

প্রসঙ্গত, কয়েকদিন ধরেই মিড ডে মিল নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি । হুগলির বালিকা বাণীমন্দিরের স্কুলে মিড ডে মিলে নুন-ভাত দেওয়ার ঘটনা সামনে আসতেই উঠে আসছে একের পর এক খবর ।

Intro:হুগলির পর এবার বাঁকুড়াতে ও মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ উঠল সাংসদ পরিদর্শনের সময় তার সামনেই।Body:হুগলীর স্কুলে মিড ডে মিলে নুন, আর ফ্যান ভাতের বিতর্কে রাজ্য যখন তোলপাড় তখনই বাঁকুড়ার রানীবাঁধ হাই স্কুলে মিড ডে মিলের ডালে ফ্যান মেশানোর ঘটনায় আবার নুতন করে বিতর্ক উঠল। আর বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের নুন ভাতের পর এবার এই ডালে ফ্যান বা মাড় মেশানো কান্ডেরও পর্দা ফাঁস করলেন আর এক বিজেপি সাংসদ সুভাষ সরকার! আজ বাঁকুড়া লোকসভার সাংসদ সুভাষ সরকার রানীবাঁধে জনতার দরবার কর্মসুচীতে এই স্কুলের মিড ডে মিলের রান্না ঘরে হানা দিয়ে হাতে, নাতে এই ডালে ভাতের ফ্যান বা মাড় মেশানোর পর্দা,ফাঁস করেন। তার কাছে রন্ধন কর্মী এক মহিলা সত্যতা স্বীকার করে সাংসদ কে জানান ডালে প্রায় পুরোটাই মাড়! কারণ প্রতিদিন মাত্র এক কেজি ডাল দেয় স্কুল। এই কথা শুনে ও ঘটনা দেখে তাজ্জব হয়ে যান সাংসদও। তিনি পরে জানান এই ঘটনা জেলার মিড ডে মিলের প্রকল্প আধিকারিক ও জেলা শাসকের নজরে আনবেন। এদিকে,এই ঘটনার পর স্কুল কতৃপক্ষের সাথে বার,বার যোগাযোগের চেষ্টা করলেও তা করা না যাওয়ার ফলে স্কুলের কোন বক্তব্য মেলেনি।Conclusion:অভিযোগ কারি ভিজুয়াল এ আছে
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.