বাঁকুড়া, 25 নভেম্বর: রাস্তার বেহাল দশার জন্য পৌঁছতে পারেনি অ্যাম্বুল্যান্স ৷ ফলে খাটিয়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় রোগীকে ৷ কিন্তু হাসপাতালে দেরিতে পৌঁছনোয় বাঁচানো যায়নি রোগীকে ৷ মালদার মর্মান্তিক সেই ঘটনার এক সপ্তাহ কাটতে না-কাটতেই এবার বাঁকুড়ায় ঘটল একই ঘটনার পুনরাবৃত্তি ৷ পঞ্চায়েত সমিতির উদ্যোগে রাস্তার উপর তৈরি হচ্ছে পাকা তোরণ। আর তার জন্য রাস্তা কাটা রয়েছে বেশ কয়েকদিন আগে থেকে। এই অবস্থায় এক প্রসূতিকে শনিবার ঘুর রাস্তা দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হল তাঁর, এমনটাই অভিযোগ পরিবারের লোকজন। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে বাঁকুড়ার জয়পুরে। মৃতার নাম তাপসী মণ্ডল (34) ৷
স্থানীয় সূত্রে খবর, জয়পুর হাসপাতালে ঢোকার মুহূর্তে রাস্তা কাটা অবস্থায় পড়ে রয়েছে কয়েকদিন ধরে। আপদকালীন পরিস্থিতিতে রোগী অ্যাম্বুলেন্সে করে হাসপাতালের গেটের কাছে এসেও ঢুকতে পারছে না ৷ ঘুরপথে রোগীদের নিয়ে আসতে হচ্ছে হাসপাতালে ৷ একই ঘটনার শিকার হয়েই প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলছেন পরিবারের লোকজন। জরুরি পরিষেবা প্রদানের জন্য হাসপাতাল থাকলেও সেখানে এমার্জেন্সি রোগীদের নিয়ে প্রবেশ করতে পারছেন না বাড়ির লোকেরা। প্রায় কয়েক কিলোমিটার রাস্তা ঘুরে আসতে হচ্ছে ৷ আর এই ঘুরপথের গেরোয় পড়ে মাঝ রাস্তায় প্রাণ গেল ওই প্রসূতি মায়ের।
পরিবার সূত্রে খবর, বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের ডান্ডি গ্রামে বাপের বাড়ি মৃত প্রসূতি তাপসী মণ্ডলের ৷ বাপের বাড়িতেই সাধভক্ষণের অনুষ্ঠান ছিল শুক্রবার। আর শনিবার ওই প্রসূতির হঠাৎই পেটের যন্ত্রণা শুরু হয় বলে জানিয়েছে পরিবার ৷ আর যন্ত্রণা শুরু হতেই তড়িঘড়ি প্রসূতিকে নিয়ে যাওয়া হয় জয়পুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ৷ কিন্তু হাসপাতালে কাছে পৌঁছেও রাস্তার এই অবস্থার জন্য প্রসূতিকে নিয়ে হাসপাতালে ঢুকতে পারে না পরিজনেরা ৷ ঘুরপথে নিয়ে আসতে গিয়ে তাঁদের মেয়ের প্রাণ গেল বলে, পরিবারের দাবি। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ৷ ক্ষোভে ফুঁসছেন মৃতের পরিবারের লোকজনরা।
আরও পড়ুন: