ETV Bharat / state

Bengal Civic Poll 2022 : সবুজ না গেরুয়া কার দখলে যাবে বিষ্ণুপুর, মন্দির শহরে চড়ছে ভোটের পারদ - সবুজ না গেরুয়া কার দখলে যাবে বিষ্ণুপুর, মন্দির শহরে চড়ছে ভোটের পারদ

আগামী 27 ফেব্রয়ারি পৌরভোট বিষ্ণুপুরে (Bishnupur Municipality Election 2022)

bishnupur municipality election
সবুজ না গেরুয়া কার দখলে যাবে বিষ্ণুপুর
author img

By

Published : Feb 8, 2022, 8:29 PM IST

বিষ্ণুপুর, 8 ফেব্রুয়ারি : রাজ্যের অন্য 107টি পৌরসভার পাশাপাশি আগামী 27 ফেব্রুয়ারি পৌরভোট অনুষ্ঠিত হতে চলেছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর পৌরসভাতেও (Bishnupur Municipality Election 2022) ৷ নির্বাচন যত এগিয়ে আসছে রাজনৈতিক পারদ ততই চড়ছে এই মন্দির শহরে ৷ মূল প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস ও বিজেপি ৷ বিষ্ণুপুরের পৌরবোর্ড দখল করতে মরিয়া দুই পক্ষই ৷ একসময় মল্ল রাজাদের গড় এখন পৌরভোট নিয়ে সরগরম ৷

বিষ্ণুপুর পৌরসভার মোট আসন 19 ৷ 2021 বিধানসভা নির্বাচনের নিরিখে এর মধ্যে 16টি আসনেই এগিয়ে রয়েছে বিজেপি ৷ 3টিতে এগিয়ে তৃণমূল ৷ বিজেপির আশা এবার এই পৌরসভা তাদের দখলে যাবে, বিধানসভা ও লোকসভা ভোটের ফলাফলের পুনরাবৃত্তি হবে ৷ বিজেপির বিষ্ণুপুর নগর মন্ডলের সভাপতি উত্তম সরকার এপ্রসঙ্গে বলেন, "আমরা প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে সার্ভে করেছি, মানুষ এখনও পর্যন্ত আমাদের পক্ষেই আছে ৷ বিষ্ণুপুরের নিকাশি ব্যবস্থা রাস্তাঘাট কোনও কিছুই শাসক তৃণমূল ঠিক করতে রাখতে পারেনি ৷ মানুষ বিরক্ত হয়ে গিয়েছেন ৷ তাই আমরা আশা করছি বিষ্ণুপুর পৌরসভা আমাদের দখলেই থাকবে । "তবে বাঁকুড়া জেলাতে বিজেপির অন্দরে বর্তমানে যে কলহ চলছে সে প্রসঙ্গে তিনি বলেন, "জেলার অন্যান্য জায়গার সঙ্গে বিষ্ণুপুরকে গোলানো ঠিক নয়,আমাদের আভ্যন্তরীণ বিষয় সব ঠিকই আছে ।"

বিষ্ণুপুরে চড়ছে ভোট উত্তেজনার পারদ

আরও পড়ুন : রাজ্য চাইলেও শিলিগুড়ির উন্নয়ন করতে দেয়নি আগের পৌরবোর্ড, তোপ ফিরহাদের

অপরদিকে, শাসকদল তৃণমূলের পক্ষ থেকে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি এবং বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায় বলেন,"বিধানসভা ভোটে বিজেপি তো ভেবেছিল, তারা ক্ষমতায় আসছে কিন্তু মানুষ তো দেখিয়ে দিল তাঁরা কী চায়, মানুষ নিজের ভুল বুঝতে পেরেছে, তাই মমতাতেই ভরসা রাখবেন ৷" পোড়ামাটির কাজ ও মল্ল রাজাদের আমলের স্থাপত্য-ভাস্কর্যের জন্য বিখ্যাত বিষ্ণুপুর ৷ এখানে রয়েছে বহু ঐতিহাসিক নিদর্শন ৷ ভোট উত্তাপ বাড়ছে বিষ্ণপুরে, সবুজ না গেরুয়া কোন পক্ষ শেষ হাসি হাসবে তার রায় দেবে এখানকার জনতা ৷

বিষ্ণুপুর, 8 ফেব্রুয়ারি : রাজ্যের অন্য 107টি পৌরসভার পাশাপাশি আগামী 27 ফেব্রুয়ারি পৌরভোট অনুষ্ঠিত হতে চলেছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর পৌরসভাতেও (Bishnupur Municipality Election 2022) ৷ নির্বাচন যত এগিয়ে আসছে রাজনৈতিক পারদ ততই চড়ছে এই মন্দির শহরে ৷ মূল প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস ও বিজেপি ৷ বিষ্ণুপুরের পৌরবোর্ড দখল করতে মরিয়া দুই পক্ষই ৷ একসময় মল্ল রাজাদের গড় এখন পৌরভোট নিয়ে সরগরম ৷

বিষ্ণুপুর পৌরসভার মোট আসন 19 ৷ 2021 বিধানসভা নির্বাচনের নিরিখে এর মধ্যে 16টি আসনেই এগিয়ে রয়েছে বিজেপি ৷ 3টিতে এগিয়ে তৃণমূল ৷ বিজেপির আশা এবার এই পৌরসভা তাদের দখলে যাবে, বিধানসভা ও লোকসভা ভোটের ফলাফলের পুনরাবৃত্তি হবে ৷ বিজেপির বিষ্ণুপুর নগর মন্ডলের সভাপতি উত্তম সরকার এপ্রসঙ্গে বলেন, "আমরা প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে সার্ভে করেছি, মানুষ এখনও পর্যন্ত আমাদের পক্ষেই আছে ৷ বিষ্ণুপুরের নিকাশি ব্যবস্থা রাস্তাঘাট কোনও কিছুই শাসক তৃণমূল ঠিক করতে রাখতে পারেনি ৷ মানুষ বিরক্ত হয়ে গিয়েছেন ৷ তাই আমরা আশা করছি বিষ্ণুপুর পৌরসভা আমাদের দখলেই থাকবে । "তবে বাঁকুড়া জেলাতে বিজেপির অন্দরে বর্তমানে যে কলহ চলছে সে প্রসঙ্গে তিনি বলেন, "জেলার অন্যান্য জায়গার সঙ্গে বিষ্ণুপুরকে গোলানো ঠিক নয়,আমাদের আভ্যন্তরীণ বিষয় সব ঠিকই আছে ।"

বিষ্ণুপুরে চড়ছে ভোট উত্তেজনার পারদ

আরও পড়ুন : রাজ্য চাইলেও শিলিগুড়ির উন্নয়ন করতে দেয়নি আগের পৌরবোর্ড, তোপ ফিরহাদের

অপরদিকে, শাসকদল তৃণমূলের পক্ষ থেকে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি এবং বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায় বলেন,"বিধানসভা ভোটে বিজেপি তো ভেবেছিল, তারা ক্ষমতায় আসছে কিন্তু মানুষ তো দেখিয়ে দিল তাঁরা কী চায়, মানুষ নিজের ভুল বুঝতে পেরেছে, তাই মমতাতেই ভরসা রাখবেন ৷" পোড়ামাটির কাজ ও মল্ল রাজাদের আমলের স্থাপত্য-ভাস্কর্যের জন্য বিখ্যাত বিষ্ণুপুর ৷ এখানে রয়েছে বহু ঐতিহাসিক নিদর্শন ৷ ভোট উত্তাপ বাড়ছে বিষ্ণপুরে, সবুজ না গেরুয়া কোন পক্ষ শেষ হাসি হাসবে তার রায় দেবে এখানকার জনতা ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.