বাঁকুড়া, 25 মার্চ : কোরোনা সংক্রমণ প্রতিরোধে বারবার ভিড় এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে । বলা হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখতে । কিন্তু গতকাল থেকে লকডাউন সারা দেশ । এই পরিস্থিতিতে ঘরে নিত্য প্রয়োজনীয় জিনিস মজুত করতে ভিড় জমেছে মানুষজনের । এবার বাজারগুলিতে সামাজিক দূরত্ব বজায় থাকছে কি না, তা খতিয়ে দেখতে নজরদারি শুরু করল বাঁকুড়া পুলিশ ।
গতকাল রাত থেকে দেশজুড়ে লকডাউন ঘোষণা হয়েছে । তারপর থেকে আরও ভিড় বাড়তে শুরু করেছে বাজারগুলিতে । নিত্যপ্রয়োজনীয় জিনিস ও শাক-সবজি কিনতে ভিড় জমিয়েছেন মানুষজন । বাঁকুড়া শহরের লালবাজার, চকবাজার, পাটপুর, মিউনিসিপালিটি বাজার, রামপুর সবজি বাজার এবং কিষাণ মান্ডি এই সমস্ত এলাকায় প্রতিদিন সবজি বাজার করতে ভিড় জমাচ্ছে মানুষজন। বাঁকুড়া পৌরসভার মোট 24 টি ওয়ার্ড রয়েছে। এই সমস্ত বোর্ডের বাসিন্দাদের অধিকাংশই এই বাজার গুলির উপর নির্ভরশীল। তাই সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হলেও নিত্য প্রয়োজনীয় শাক-সবজি কিনতে প্রতিদিন ভিড় জমাচ্ছে শহরবাসী । আজ সকাল থেকেই জেলা পুলিশের তরফে এই বাজারগুলিতে নজরদারি চালানো শুরু হয় ।
পুরো বিষয়টি খতিয়ে দেখতে বাঁকুড়া জেলার পুলিশ সুপার নিজেই পৌঁছে যান শহরের এক কিষান মান্ডিতে। তিনি বলেন, "সমস্ত বাজারগুলিতে নজরদারি আরও বাড়ানো হবে । যাতে সামাজিক দূরত্ব বজায় রাখা যায়, তা নজরদারির জন্য আরও পুলিশ মোতায়েন করা হবে ।"