ETV Bharat / state

করোনাবিধি নিয়ে কঠোর বাঁকুড়া পুলিশ, চলছে নৈশ অভিযান - Bankura

করোনার সংক্রমণ কমতে থাকায় মানুষের মধ্যে একটা অসতর্কতার লক্ষণ দেখা যাচ্ছে ৷ গোটা পশ্চিমবঙ্গ জুড়েই কমবেশি একই পরিস্থিতি রয়েছে ৷ বাঁকুড়াও তার ব্যতিক্রম নয় ৷

police-patrolling-at-bankura-during-night-curfew-for-covid-restriction
করোনাবিধি নিয়ে কঠোর বাঁকুড়া পুলিশ, চলছে নৈশ অভিযান
author img

By

Published : Jul 28, 2021, 7:07 PM IST

বাঁকুড়া, 28 জুলাই : করোনা সংক্রান্ত কড়া বিধিনিষেধ চলছে পশ্চিমবঙ্গ জুড়ে ৷ মে মাসের মাঝামাঝি রাজ্য সরকারের নির্দেশে শুরু হয়েছিল এই আত্ম-অনুশাসন ৷ এখন যদিও অনেকটাই শিথিল হয়েছে করোনাবিধি ৷ কিন্তু রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত নাইট কারফিউ বলবৎ রয়েছে ৷ গত কয়েকদিনে তা আরও কড়া হয়েছে ৷

আরও পড়ুন : একদিনের বৃষ্টিতে বন্যা পরিস্থিতি ইন্দাসে, আতঙ্কে গ্রামবাসী

এর কারণ করোনার সংক্রমণ কমতে থাকায় মানুষের মধ্যে একটা অসতর্কতার লক্ষণ দেখা যাচ্ছে ৷ গোটা পশ্চিমবঙ্গ জুড়েই কমবেশি একই পরিস্থিতি রয়েছে ৷ বাঁকুড়াও তার ব্যতিক্রম নয় ৷ বিশেষ করে রাতের দিকে জেলার বিভিন্ন জায়গায় বিধিনিষেধ উড়িয়ে অনেককেই বাইরে বের হতে দেখা যাচ্ছে ৷

তাই বাঁকুড়াতেও কড়া নজরদারি শুরু করেছে পুলিশ ৷ রাত বাড়লেই শুরু হচ্ছে নাকা চেকিং ৷ প্রায় প্রতিটি গাড়ি ধরে ধরে চেকিং করা হচ্ছে ৷ পুলিশ সূত্রে খবর, অনেকেই উপযুক্ত কারণ দর্শাতে পারছেন না ৷ তাঁদের অতিমারী আইনে আটক করা হচ্ছে ৷ রোজই বেশ কয়েকজন আটক করা হচ্ছে ৷ বাজেয়াপ্ত করা হচ্ছে বাইক, চারচাকার গাড়িও ৷

আরও পড়ুন : সংস্কারের অভাবে বাঁকুড়ার হাজার বছরের পুরানো রেখা দেউলের ভগ্নদশা

প্রসঙ্গত, করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে বাংলাকে ৷ বহু মানুষ আক্রান্ত হয়েছেন ৷ অনেকে মারা গিয়েছেন ৷ এর পর তৃতীয় ঢেউ আসছে ৷ সেটাও মারাত্মক ক্ষতিকর বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা ৷ তাই এখন থেকেই তাঁরা সতর্ক করছেন ৷ এই পরিস্থিতিতে রাতে মানুষের বেপরোয়া যাতায়াত দেখে আতঙ্কিত প্রশাসন ৷ সেই কারণে নাইট কারফিউ নিয়ে আরও কড়াকড়ি শুরু হয়েছে রাজ্য জুড়ে ৷

আপাতত 31 জুলাই পর্যন্ত করোনা সংক্রান্ত বিধিনিষেধ বলবৎ রয়েছে রাজ্যে ৷ পরবর্তী নির্দেশ এখনও জারি হয়নি ৷ সেই নির্দেশ জারি হলে সরকারের তরফে নতুন কী কী সিদ্ধান্ত নেওয়া হয়, এখন সেটাই দেখার ৷

আরও পড়ুন : Barjora Industries : বন্ধ বড়জোড়ার শিল্পতালুক, হাতেগোনা কিছু কর্মী থাকলেও বন্ধ উৎপাদন

বাঁকুড়া, 28 জুলাই : করোনা সংক্রান্ত কড়া বিধিনিষেধ চলছে পশ্চিমবঙ্গ জুড়ে ৷ মে মাসের মাঝামাঝি রাজ্য সরকারের নির্দেশে শুরু হয়েছিল এই আত্ম-অনুশাসন ৷ এখন যদিও অনেকটাই শিথিল হয়েছে করোনাবিধি ৷ কিন্তু রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত নাইট কারফিউ বলবৎ রয়েছে ৷ গত কয়েকদিনে তা আরও কড়া হয়েছে ৷

আরও পড়ুন : একদিনের বৃষ্টিতে বন্যা পরিস্থিতি ইন্দাসে, আতঙ্কে গ্রামবাসী

এর কারণ করোনার সংক্রমণ কমতে থাকায় মানুষের মধ্যে একটা অসতর্কতার লক্ষণ দেখা যাচ্ছে ৷ গোটা পশ্চিমবঙ্গ জুড়েই কমবেশি একই পরিস্থিতি রয়েছে ৷ বাঁকুড়াও তার ব্যতিক্রম নয় ৷ বিশেষ করে রাতের দিকে জেলার বিভিন্ন জায়গায় বিধিনিষেধ উড়িয়ে অনেককেই বাইরে বের হতে দেখা যাচ্ছে ৷

তাই বাঁকুড়াতেও কড়া নজরদারি শুরু করেছে পুলিশ ৷ রাত বাড়লেই শুরু হচ্ছে নাকা চেকিং ৷ প্রায় প্রতিটি গাড়ি ধরে ধরে চেকিং করা হচ্ছে ৷ পুলিশ সূত্রে খবর, অনেকেই উপযুক্ত কারণ দর্শাতে পারছেন না ৷ তাঁদের অতিমারী আইনে আটক করা হচ্ছে ৷ রোজই বেশ কয়েকজন আটক করা হচ্ছে ৷ বাজেয়াপ্ত করা হচ্ছে বাইক, চারচাকার গাড়িও ৷

আরও পড়ুন : সংস্কারের অভাবে বাঁকুড়ার হাজার বছরের পুরানো রেখা দেউলের ভগ্নদশা

প্রসঙ্গত, করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে বাংলাকে ৷ বহু মানুষ আক্রান্ত হয়েছেন ৷ অনেকে মারা গিয়েছেন ৷ এর পর তৃতীয় ঢেউ আসছে ৷ সেটাও মারাত্মক ক্ষতিকর বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা ৷ তাই এখন থেকেই তাঁরা সতর্ক করছেন ৷ এই পরিস্থিতিতে রাতে মানুষের বেপরোয়া যাতায়াত দেখে আতঙ্কিত প্রশাসন ৷ সেই কারণে নাইট কারফিউ নিয়ে আরও কড়াকড়ি শুরু হয়েছে রাজ্য জুড়ে ৷

আপাতত 31 জুলাই পর্যন্ত করোনা সংক্রান্ত বিধিনিষেধ বলবৎ রয়েছে রাজ্যে ৷ পরবর্তী নির্দেশ এখনও জারি হয়নি ৷ সেই নির্দেশ জারি হলে সরকারের তরফে নতুন কী কী সিদ্ধান্ত নেওয়া হয়, এখন সেটাই দেখার ৷

আরও পড়ুন : Barjora Industries : বন্ধ বড়জোড়ার শিল্পতালুক, হাতেগোনা কিছু কর্মী থাকলেও বন্ধ উৎপাদন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.