বাঁকুড়া, 22 মে : রক্ত এমন জিনিস যা কোনও মেশিন দিয়ে তৈরি করা যায় না, একজনের প্রয়োজনে অপর ব্যক্তিকে এগিয়ে আসতে হয় রক্তদানের মতো মহৎ উদ্দেশ্যে ।
বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বাঁকুড়া জেলার সব ব্লাড ব্যাংকগুলি কার্যত শূন্য । ইতিমধ্যেই জেলাজুড়ে ঘটে গেছে একের পর এক পথদুর্ঘটনা, রক্তের অভাবে প্রাণ গেছে অনেক মানুষের । এই ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না হয়, তাই এবার সচেষ্ট হয়েছে জেলা পুলিশ । আজ বাঁকুড়া সদর থানায় বিনামূল্যে চক্ষুপরীক্ষা শিবির এবং রক্তদান শিবিরের আয়োজন করা হয় । এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বিবেক ভার্মা, ডিএসপিডিএন্ডটি সুপ্রকাশ দাস, বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার, ভাইস চেয়ারম্যান হীরন চট্টরাজ, সদর আইসি দেবাশিস পাণ্ডা-সহ আরও অনেকে (Police organised Blood Donation Camp in Bankura)।
![Police organised Blood Donation Camp in Bankura](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-bnk-01-utswarga-initiative-visu-byte-wb10034_22052022145234_2205f_1653211354_311.jpg)
আরও পড়ুন : Strawberry Cultivation at Mejia : মেজিয়া শিল্পাঞ্চলে কৃষকদের দিশা দেখাচ্ছে স্ট্রবেরি চাষ
শুধু বাঁকুড়া সদর থানায় নয়, পাশাপাশি মেজিয়া, বেলিয়াতোড়, ইন্দপুরেরও এরকম শিবিরের আয়োজন করা হয় । জেলা পুলিশের সিভিক এবং অন্যান্য পুলিশ কর্মীরা এই শিবিরে রক্তদান করেন । সারা জেলা জুড়ে কয়েকশো রক্তের ইউনিটের লক্ষমাত্রা রাখা হয়েছে পুলিশের তরফ থেকে । বাঁকুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বিবেক ভার্মা বলেন, "পুলিশের 'উৎসর্গ' প্রকল্পের মাধ্যমে আমরা রক্তের চাহিদা মেটানোর চেষ্টা চালাচ্ছি ৷ ভবিষ্যতে আরও এরকম উদ্যোগ নেওয়া হবে ।" জেলা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের সকল স্তরের মানুষজন (Blood Donation Camp from police)।