বাঁকুড়া, 1 মে : করোনা মোকাবিলায় শুক্রবারই (30 এপ্রিল, 2021) আংশিক লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার ৷ জারি হয়েছে, নয়া নির্দেশিকা ৷ তাতে সকাল সাতটা থেকে সকাল দশটা এবং দুপুর তিনটে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দোকান-বাজার খুলে রাখার অনুমতি দেওয়া হয়েছে ৷ অথচ শনিবার নির্দিষ্ট সময়ের পরও বাঁকুড়া শহরের বহু বাজারই ছিল খোলা ৷ বিক্রিবাট্টাও চলছিল আর পাঁচটা দিনের মতো ৷ শেষমেশ পুলিশের হস্তক্ষেপে দোকান বন্ধ করতে বাধ্য হন ব্যবসায়ীরা ৷
শনিবার সকাল দশটার পরই বাঁকুড়া শহরের রাস্তায় নামে পুলিশ ৷ শুক্রবার জারি হওয়া রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী, ততক্ষণে শহরের সমস্ত দোকান, বাজার বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল ৷ কিন্তু তা না হওয়ায় সরাসরি দোকানিদের সঙ্গে কথা বলেন পুলিশ কর্মীরা ৷ পুলিশের নির্দেশে কিছুটা বাধ্য হয়েই দোকান বন্ধ করেন ব্য়বসায়ীরা ৷
পুলিশের টহলদারির সময় ব্য়বসায়ীদের অধিকাংশই দোকান খোলার রাখার জন্য নানা অজুহাত খাড়া করেন ৷ অনেকেই দাবি করেন, আংশিক লকডাউনের কথা শুনলেও তাঁরা কোনও নির্দেশিকা হাতে পাননি ৷ সেই কারণেই দশটার পরও দোকান খুলে রেখেছেন ৷
আরও পড়ুন : বারাসতে আংশিক লকডাউনে নিয়ম ভেঙে খোলা বাজার, অভিযানে নামল পুলিশ
এমন যুক্তি শুনে রীতিমতো রেগে যান পুলিশ আধিকারিকরা ৷ ধমক দিয়ে সঙ্গে দোকান বন্ধ করতে বলেন তাঁরা ৷ ক্রেতাদের বলেন বাড়ি ফিরে যেতে ৷ তারপরই দোকানের পসরা গুটোতে তৎপর হন ফল ও সবজি বিক্রেতারা ৷