বাঁকুড়া, 15 মার্চ: শিক্ষকদের নিয়ে নানা অভিযোগের মাঝেই এক অন্যরকম দৃশ্যের সাক্ষী থাকল বাঁকুড়ার জঙ্গলমহল (Bankura News)। গ্রামের স্কুলের শিক্ষকদের পায়ে ধরে ক্ষমা চাইলেন অভিভাবকরা (Parents Apologise)৷
কিন্ত এই ঘটনার পিছনের গল্পটা কী ? জানতে হলে পিছিয়ে যেতে হবে মাত্র কয়েকটা দিন । গত 10 মার্চ, শুক্রবার বকেয়া ডিএর দাবিতে যৌথ মঞ্চের ডাকে ধর্মঘটে (DA strike) সামিল হয়েছিলেন সারেঙ্গার নেতুরপুর গ্রাম পঞ্চায়েতের বামুনডিহা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরাও । পরের দিন শনিবার শিক্ষকরা স্কুলে গিয়ে দেখেন, মূল ফটকে চাবি দেওয়া । আগের দিন যৌথ মঞ্চের ডাকা ধর্মঘটে সামিল হওয়ায় কেউ বা কারা স্কুলের মূল ফটকে চাবি লাগিয়ে দেন বলে জানা যায় । পরে সারেঙ্গা থানার পুলিশ গিয়ে ওই চাবি খুলে দিলে শিক্ষকরা স্কুলের ভেতরে প্রবেশ করতে পারেন এবং স্কুলের স্বাভাবিক পঠন পাঠন শুরু হয় ।
এই ঘটনার পর 'লজ্জিত' ওই স্কুলের অভিভাবক ও গ্রামবাসীদের একাংশ । মঙ্গলবার স্কুলে গিয়ে ওই কৃতকর্মের জন্য শিক্ষক শিক্ষিকাদের পায়ে ধরে ক্ষমা চাওয়ার পাশাপাশি তাঁদের পুস্পস্তবক দিয়ে সংবর্ধিতও করেন অভিভাবকরা । এ বিষয়ে প্রধান শিক্ষক অজয় রাউৎ বলেন, তাঁরা নিজেদের ভুল বুঝতে পেরেছেন, এটাই বেশি ভালো লাগছে । কর্মজীবনের বাকি দিনগুলো সকলকে নিয়েই তাঁরা চলতে যান বলে জানান শিক্ষকরা ।
গ্রামবাসী মিতুন দাস, শ্রীকান্ত দুলেরা বলেন, কয়েক জন দূবৃত্ত, অভিভাবক ও গ্রামবাসীদের অনুমতি ছাড়াই স্কুলে তালা ঝুলিয়ে দিয়েছিল । বিষয়টি যথেষ্ট নিন্দাজনক । এখানে শিক্ষক মহাশয়দের ব্যবহার ও পড়াশোনার পরিবেশ যথেষ্ট ভালো । তাই সেই ভুল বোঝাবুঝি দূর করতে গ্রামবাসী-অভিভাবক সকলের পক্ষ থেকে শিক্ষক-শিক্ষিকাদের কাছে তাঁরা ক্ষমা চেয়েছেন বলে জানান ।
আরও পড়ুন: ডিএ পেলেই আসবেন স্কুলে! হুমকি দিয়ে শিক্ষকদের ঢুকতে বাধা দিলেন অভিভাবকরা
নিয়োগ দুর্নীতির কারণে শিক্ষকদের সম্মান অনেকটাই ক্ষুণ্ণ হয়েছে বিভিন্ন মহলে ৷ দিকে দিকে শিক্ষক নিগ্রহের ঘটনাও হামেশাই দেখতে পাওয়া যায় ৷ ডিএ আন্দোলনে শিক্ষকরা অংশগ্রহণ করায় পরদিন স্কুলে গিয়ে অনেককে হেনস্থার শিকার হতে হয়েছে ৷ কিন্তু এই ক্ষেত্রে উলট পূরাণ দেখা গেল বাঁকুড়ার জঙ্গলমহলে ৷ প্রান্তিক এলাকার মানুষগুলির ব্যবহারে স্বাভাবিকভাবেই আপ্লুত শিক্ষকরা ।