বাঁকুড়া, 18 জানুয়ারি: গ্রামে ফের বন্য হাতির হানা ৷ প্রাণ গেল এক মহিলার ৷ বাঁকুড়ার বড়জোড়া ব্লকের হরিচরণডাঙ্গা এলাকার ঘটনা ৷ মৃতের নাম মামনি ঘোড়ুই (24)। বুধবার গভীর রাতে ঘুম থেকে উঠে শৌচকর্মের জন্য বাড়ির বাইরে গিয়েছিলেন ৷ সম্ভবত সেই সময়েই দাঁতালের হামলার শিকার হন তিনি ৷
স্থানীয় সূত্রে খবর, কয়েকদিন ধরেই খবর ছিল গ্রামে চারটি দাঁতাল দাপিয়ে বেড়াচ্ছে ৷ এর আগেই বেশ কয়েকবার হামলা চালিয়েছিল ৷ যদিও প্রাণহানির ঘটনা ঘটেনি ৷ মৃত এই মহিলার পরিবার সূত্র খবর, বুধবার রাতে ওই তরুণী বাড়ির বাইরে বেরিয়েছিলেন ৷ সেই সময়েই একটি হাতি আক্রমণ করে ওই তরুণীকে ৷ শুঁড়ে তুলে আছাড় মারে তাঁকে ৷ তারপর ত্রিশ ফুট দূরে টেনে নিয়ে যায় দেহটি ৷ বিকট আওয়াজ শুনে গ্রামবাসীরা বেরিয়ে এসে দেখে মামনির উপর হাতিটি হামলা করেছে ৷ গ্রামবাসীরা তাড়া করলে হাতিগুলি গ্রাম ছেড়ে পালিয়ে যায় ।
গুরুতর আহত অবস্থায় মামনিকে গ্রামবাসীরা উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এদিকে হাতির হানায় একের পর এক মৃত্যুতে স্বাভাবিকভাবেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দ্রুত এলাকা থেকে হাতি সরানোর দাবীতে সরব হয়েছেন এলাকাবাসী। এর আগেও জঙ্গল লাগোয়া এইসব ইতিমধ্যেই অনেক মানুষের প্রাণ বন্য হাতির আক্রমে বেঘরেই চলে গেছে গ্রামে । ফের একই ঘটনার পুনরাবৃত্তিতে হাতির হানায় মৃত্যু হল যুবতিতর, এই মৃত্যুর ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রসঙ্গত, বাঁকুড়ার এই জঙ্গল পার্শ্ববর্তী গ্রামগুলোতে বুনো হাতির আক্রমণে প্রতিবছরই প্রাণ হানির ঘটনা ঘটে ৷ এরপরও কিন্তু যেন হুঁশ ফেরেনি বনদফতরের ৷ এলাকাবাসীর দাবি বনদফতর সচেষ্ট হলেও, কোথাও যেন একটা খামতি থেকে যাচ্ছে ৷ তাতেই বারবার হাতির হানায় প্রাণহানির ঘটনা ঘটছে ৷ এই প্রসঙ্গেই ঋত্বিক দে বড়জোড়া রেঞ্জের বনাধিকারিক ঋত্বিক দে বলেন, "এটি খুবই দুঃখজনক ঘটনা ৷ কয়েকটি হাতি গ্রামে ঢুকে পড়ে এই কান্ড ঘটিয়েছে ৷ রাতের বেলা হাতিগুলিকে ট্র্যাপ করে রাখলেও বিক্ষপ্ত ঘটনা তো ঘটেই যায় ৷"
আরও পড়ুন: