পাত্রসায়ের, 20 মে : বাড়ির মধ্যে গভীর রাতে এক অজানা বন্য প্রাণীর আক্রমণে জখম এক ব্যক্তি ৷ ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার পাত্রসায়েরের বাজিতপুর গ্রামে ৷ আহত ব্যক্তির নাম শেখ শরিফউদ্দিন ৷ আতঙ্কিত গ্রামবাসীরা ৷
উল্লেখ্য, ইলেকট্রিক না থাকায় বাড়ির দরজা খুলেই শুয়েছিলেন শরিফউদ্দিন ৷ গভীর ঘুমের মধ্যে আচমকা তাঁকে আক্রমণ করে বন্যপ্রাণীটি ৷ ঘটনার আকস্মিকতায় হকচকিত হয়ে পড়েন শরিফউদ্দিন ৷ প্রাণে বাঁচার জন্য প্রাণীটির সঙ্গে অদম্য লড়াই করেন ৷ পরে তাঁর চিৎকার শুনে গ্রামবাসীরা জড়ো হলে শরিফউদ্দিনকে ছেড়ে পালিয়ে যায় প্রাণীটি ৷
আরও পড়ুন : বাড়িতেই করা যাবে কোভিড পরীক্ষা , অনুমোদন দিল আইসিএমআর
গ্রামবাসীরা তাঁকে উদ্ধার করে পাত্রসায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে ৷ অজানা প্রাণীর আক্রমণে গুরুতর জখম হন শরিফউদ্দিন ৷ তাঁর শরীরে 35টি সেলাই পড়ে ৷ শরিফউদ্দিনের কথায়, তাঁকে আক্রমণ করে নেকড়ে বাঘে ৷ তবে পাত্রসায়েরের বনদফতরের আধিকারিক শিবপ্রসাদ সিনহা অবশ্য নেকড়ে বাঘের তত্ব উড়িয়ে দিয়েছেন ৷ তাঁর ধারনা হায়না বা হুরাল জাতীয় কোনও প্রাণী শরিফউদ্দিনকে আক্রমণ করে ৷ ছাগল বা অন্য কোনও গবাদি পশুর সন্ধানে হয়ত প্রাণীটি লোকালয়ে ঢোকে ৷ একই সঙ্গে গ্রামবাসীকে সতর্ক থাকার কথা বলেন শিবপ্রসাদবাবু ৷