ETV Bharat / state

গুজরাত থেকে বাঁকুড়ায় ফিরলেন ১২৪ জন শ্রমিক

আজ গুজরাত থেকে দু'টি শ্রমিক স্পেশাল ট্রেন বাঁকুড়ায় এসে পৌঁছায় । মোট ১২৪জন শ্রমিক ফিরেছেন বাঁকুড়ায় । তাঁদের মধ্যে ১১৯জন বাঁকুড়ার বাসিন্দা । বাকি পাঁচজন পার্শবর্তী জেলার । প্রত্যেককে কোয়ারানটিন সেন্টারে পাঠানো হবে বলে জানা গেছে ।

aa
শ্রমিক
author img

By

Published : Jun 1, 2020, 8:53 PM IST

Updated : Jun 1, 2020, 10:04 PM IST

বাঁকুড়া, ১ জুন: ভিন রাজ্যে আটকে থাকা দুই শ্রমিকের দল ফিরলেন বাঁকুড়ায় । গুজরাতে আটকে থাকা ওই শ্রমিকরা আজ দু'টি স্পেশাল ট্রেনে করে বাঁকুড়ায় এসে পৌঁছান । প্রথম ট্রেনটি আসে গুজরাতের আহমেদাবাদে থেকে। দ্বিতীয় ট্রেনটি আসে গুজরাতের ভুজ থেকে ।

প্রথম ট্রেনটি থেকে মোট ৫৪জন শ্রমিক বাঁকুড়া স্টেশনে নামেন । ট্রেনটি এসে পৌঁছায় সকাল ৭টা নাগাদ । শ্রমিকদের মধ্যে একজন পশ্চিম বর্ধমান এবং বাকিরা বাঁকুড়া জেলার বাসিন্দা । দ্বিতীয় ট্রেনটি বাঁকুড়া স্টেশনে এসে পৌঁছায় সকাল ১১টা নাগাদ । সেই ট্রেনটি থেকে নামেন ৭০জন শ্রমিক । তাঁদের মধ্যে 65জন বাঁকুড়ার এবং বাকি পাঁচজন পার্শবর্তী জেলাগুলির বাসিন্দা । বাঁকুড়া স্টেশনে সমস্ত যাত্রীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করেন স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা । এরপর তাঁদের নিজ নিজ গন্তব্যস্থানের থানায় পাঠানো হয় । সেখান থেকে তাঁদের কোয়ারানটিন সেন্টারে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানা গেছে ।

কিছু দিন আগে মহারাষ্ট্র থেকে শতাধিক শ্রমিক বাঁকুড়ায় ফেরেন । তাঁদের মধ্যে ১২জনের সোয়াব পরীক্ষার রিপোর্ট কোরোনা পজ়িটিভ এসেছিল । দুর্গাপুরে একটি হাসপাতালে ভরতি করা হয় তাঁদের। ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তাঁরা । বাঁকুড়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ শ্যামল সোরেন জানিয়েছেন, "সরকারি নির্দেশ মতো আমরা দিল্লি, গুজরাত, মহারাষ্ট্রের মতো জায়গা থেকে আসা শ্রমিকদের প্রাতিষ্ঠানিক কোয়ারানটিনে পাঠাচ্ছি ।"

বাঁকুড়া, ১ জুন: ভিন রাজ্যে আটকে থাকা দুই শ্রমিকের দল ফিরলেন বাঁকুড়ায় । গুজরাতে আটকে থাকা ওই শ্রমিকরা আজ দু'টি স্পেশাল ট্রেনে করে বাঁকুড়ায় এসে পৌঁছান । প্রথম ট্রেনটি আসে গুজরাতের আহমেদাবাদে থেকে। দ্বিতীয় ট্রেনটি আসে গুজরাতের ভুজ থেকে ।

প্রথম ট্রেনটি থেকে মোট ৫৪জন শ্রমিক বাঁকুড়া স্টেশনে নামেন । ট্রেনটি এসে পৌঁছায় সকাল ৭টা নাগাদ । শ্রমিকদের মধ্যে একজন পশ্চিম বর্ধমান এবং বাকিরা বাঁকুড়া জেলার বাসিন্দা । দ্বিতীয় ট্রেনটি বাঁকুড়া স্টেশনে এসে পৌঁছায় সকাল ১১টা নাগাদ । সেই ট্রেনটি থেকে নামেন ৭০জন শ্রমিক । তাঁদের মধ্যে 65জন বাঁকুড়ার এবং বাকি পাঁচজন পার্শবর্তী জেলাগুলির বাসিন্দা । বাঁকুড়া স্টেশনে সমস্ত যাত্রীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করেন স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা । এরপর তাঁদের নিজ নিজ গন্তব্যস্থানের থানায় পাঠানো হয় । সেখান থেকে তাঁদের কোয়ারানটিন সেন্টারে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানা গেছে ।

কিছু দিন আগে মহারাষ্ট্র থেকে শতাধিক শ্রমিক বাঁকুড়ায় ফেরেন । তাঁদের মধ্যে ১২জনের সোয়াব পরীক্ষার রিপোর্ট কোরোনা পজ়িটিভ এসেছিল । দুর্গাপুরে একটি হাসপাতালে ভরতি করা হয় তাঁদের। ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তাঁরা । বাঁকুড়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ শ্যামল সোরেন জানিয়েছেন, "সরকারি নির্দেশ মতো আমরা দিল্লি, গুজরাত, মহারাষ্ট্রের মতো জায়গা থেকে আসা শ্রমিকদের প্রাতিষ্ঠানিক কোয়ারানটিনে পাঠাচ্ছি ।"

Last Updated : Jun 1, 2020, 10:04 PM IST

For All Latest Updates

TAGGED:

bankra
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.