ETV Bharat / state

বাঁকুড়ায় ত্রাণ শিবিরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বৃদ্ধের

author img

By

Published : May 26, 2021, 3:53 PM IST

বাঁকুড়ার একটি ত্রাণ শিবিরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক বৃদ্ধের ৷ মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের সঙ্গে ওই বৃদ্ধ স্থানীয় ত্রাণ শিবিরে এসে ওঠেন ৷ বুধবার সকালে তাঁর মৃত্যু হয় ৷ পরিবারের দাবি, এদিন সকালে হঠাৎই বুকে ব্যথা হয় তাঁর ৷ কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয় বৃদ্ধের ৷

বাঁকুড়ায় ত্রাণ শিবিরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বৃদ্ধের
বাঁকুড়ায় ত্রাণ শিবিরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বৃদ্ধের

বাঁকুড়া, 26 মে : বুধবার সকালে ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া এক বৃদ্ধের মৃত্যু হল ৷ পরিবারের দাবি, কাল থেকে ভালই ছিলেন তিনি ৷ এদিন সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন ৷ তারপরই মৃত্যু হয় তাঁর ৷ ঘটনাটি ঘটেছে সিমলাপাল থানার মাচাতোড়া গ্রাম পঞ্চায়েতের তপুবাইদ গ্রামে ৷

যশ ধেয়ে আসার আগেই দুঃস্থদের সরকারি উদ্যোগে আগেভাগে সরিয়ে আনা হয়েছে বিভিন্ন ত্রাণ শিবিরে ৷ সেভাবেই মঙ্গলবার সন্ধ্যায় বছর পঁয়ষট্টির সন্তোষ লোহার পরিবারের সঙ্গে আসেন সিমলাপাল থানার মাচাতোড়া গ্রাম পঞ্চায়েতের ত্রাণ শিবিরে ৷ কাল থেকে তিনি ভালই ছিলেন বলে তাঁর পরিবারের দাবি ৷ এদিন সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন ৷ তারপরই মৃত্যু হয় তাঁর ৷ সন্তোশ লোহারের পরিবারের দাবি, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ৷

বুধবার সকালে বাঁকুড়ার সিমলাপালে একটি ত্রাণ শিবিরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক বৃদ্ধের ৷

খবর পেয়ে গ্রামে পৌঁছয় সিমলাপাল থানার পুলিশ এবং ব্লক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকরা । পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে । একই সঙ্গে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানায় পুলিশ ৷

আরও পড়ুন : ঘূর্ণিঝড় যশ, গঙ্গার জলস্তর বাড়ায় বন্ধ করে দেওয়া হল চাঁদপাল ঘাট লকগেট

বাঁকুড়া, 26 মে : বুধবার সকালে ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া এক বৃদ্ধের মৃত্যু হল ৷ পরিবারের দাবি, কাল থেকে ভালই ছিলেন তিনি ৷ এদিন সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন ৷ তারপরই মৃত্যু হয় তাঁর ৷ ঘটনাটি ঘটেছে সিমলাপাল থানার মাচাতোড়া গ্রাম পঞ্চায়েতের তপুবাইদ গ্রামে ৷

যশ ধেয়ে আসার আগেই দুঃস্থদের সরকারি উদ্যোগে আগেভাগে সরিয়ে আনা হয়েছে বিভিন্ন ত্রাণ শিবিরে ৷ সেভাবেই মঙ্গলবার সন্ধ্যায় বছর পঁয়ষট্টির সন্তোষ লোহার পরিবারের সঙ্গে আসেন সিমলাপাল থানার মাচাতোড়া গ্রাম পঞ্চায়েতের ত্রাণ শিবিরে ৷ কাল থেকে তিনি ভালই ছিলেন বলে তাঁর পরিবারের দাবি ৷ এদিন সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন ৷ তারপরই মৃত্যু হয় তাঁর ৷ সন্তোশ লোহারের পরিবারের দাবি, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ৷

বুধবার সকালে বাঁকুড়ার সিমলাপালে একটি ত্রাণ শিবিরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক বৃদ্ধের ৷

খবর পেয়ে গ্রামে পৌঁছয় সিমলাপাল থানার পুলিশ এবং ব্লক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকরা । পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে । একই সঙ্গে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানায় পুলিশ ৷

আরও পড়ুন : ঘূর্ণিঝড় যশ, গঙ্গার জলস্তর বাড়ায় বন্ধ করে দেওয়া হল চাঁদপাল ঘাট লকগেট

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.