ETV Bharat / state

বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে কোরোনায় আক্রান্ত নার্স ও রোগী - Nurse with a patient tested covid positive

বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের আরও এক নার্স কোরোনায় আক্রান্ত । কোরোনায় আক্রান্ত এক রোগীও ।

A nurse with a patient tested covid positive in Bankura Sammilani Medical College And Hospital
A nurse with a patient tested covid positive in Bankura Sammilani Medical College And Hospital
author img

By

Published : Aug 5, 2020, 7:10 PM IST

বাঁকুড়া, 5 অগাস্ট : বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ফের কোরোনা সংক্রমণ । এবার আক্রান্ত হল এক নার্স ও এক রোগী । আজ 75 জনের সোয়াবের নমুনা সংগ্রহের পাশাপাশি দু'টি বিভাগে রোগী ভরতি বন্ধ করা হয়েছে ।

গত মাসে দু'জন চিকিৎসক, একজন নার্স কোরোনায় আক্রান্ত হন । এবার নতুন করে ENT বিভাগের এক নার্স কোরোনায় আক্রান্ত হয়েছেন । আজ তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে ।এছাড়াও মেল সার্জিক্যাল বিভাগের এক রোগীর সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্টও পজ়িটিভ এসেছে ।

বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডঃ পার্থপ্রতিম প্রধান বলেন, “দুটি বিভাগের 75 জন রোগীর সোয়াবের নমুনা সংগ্রহ করা হয়েছে । এর পাশাপাশি যে সব চিকিৎসক-নার্স ওই দুটি ওয়ার্ডে ডিউটি করেছিলেন তাঁদের সকলের সোয়াবের নমুনা সংগ্রহ করা হয়েছে ।”

তিনি আরও বলেন, “আপাতত ওয়ার্ড দু'টিতে নতুন করে কোনও রোগী ভরতি নেওয়া হবে না । যাদের অবস্থা গুরুতর নয় তাদের ছুটি দিয়ে দেওয়া হবে যাতে নতুন করে সংক্রমণ ছড়িয়ে না পড়ে ।”

বাঁকুড়া, 5 অগাস্ট : বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ফের কোরোনা সংক্রমণ । এবার আক্রান্ত হল এক নার্স ও এক রোগী । আজ 75 জনের সোয়াবের নমুনা সংগ্রহের পাশাপাশি দু'টি বিভাগে রোগী ভরতি বন্ধ করা হয়েছে ।

গত মাসে দু'জন চিকিৎসক, একজন নার্স কোরোনায় আক্রান্ত হন । এবার নতুন করে ENT বিভাগের এক নার্স কোরোনায় আক্রান্ত হয়েছেন । আজ তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে ।এছাড়াও মেল সার্জিক্যাল বিভাগের এক রোগীর সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্টও পজ়িটিভ এসেছে ।

বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডঃ পার্থপ্রতিম প্রধান বলেন, “দুটি বিভাগের 75 জন রোগীর সোয়াবের নমুনা সংগ্রহ করা হয়েছে । এর পাশাপাশি যে সব চিকিৎসক-নার্স ওই দুটি ওয়ার্ডে ডিউটি করেছিলেন তাঁদের সকলের সোয়াবের নমুনা সংগ্রহ করা হয়েছে ।”

তিনি আরও বলেন, “আপাতত ওয়ার্ড দু'টিতে নতুন করে কোনও রোগী ভরতি নেওয়া হবে না । যাদের অবস্থা গুরুতর নয় তাদের ছুটি দিয়ে দেওয়া হবে যাতে নতুন করে সংক্রমণ ছড়িয়ে না পড়ে ।”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.