বাঁকুড়া, 28 নভেম্বর: "বিজেপি যে অঞ্চলে জিতছে সেখানকার তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত সরকারি সুযোগ, সুবিধা থেকে বঞ্চিত করে রাখছেন বাসিন্দাদের । পানীয় জল থেকে আবাস যোজনার ঘর, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা কিছুই মিলছে না ফলে গ্রামে গিয়ে ক্ষোভের মুখে পড়তে হচ্ছে বিজেপি বিধায়কদের ।" এমনই মত বাঁকুড়া বিধানসভার বিজেপি বিধায়ক নিলাদ্রি শেখর দানার । এই বিড়ম্বনা থেকে বাঁচতে এবার রাঢ়বঙ্গ জোনের প্রায় জনা কুড়ি বিধায়ক মিলে এই জোনকে নিয়ে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার জন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠাচ্ছেন বলে তিনি জানালেন ।
রবিবার মন কি বাতের অনুষ্ঠানে জুনবেদিয়া বাগ্দি পাড়ায় গিয়েছিলেন (Niladri Sekhar Dana)। অনুষ্ঠান শোনাকালীন গ্রামের বাসিন্দারা তাঁর কাছে ক্ষোভ উগরে দেন (Niladri Sekhar Dana Slam Bengal Government) । এরপরই তিনি সাংবাদিকদের কাছে রাঢ়বঙ্গ জোনের জেলাগুলিকে নিয়ে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার পক্ষে জোর সওয়াল করেন । বিধায়কের এই মন্তব্যের পর জেলার রাজনৈতিক মহলে তুমুল জল্পনা শুরু হয়েছে।
আরও পড়ুন: 'সিপিএম-বিজেপির তৈরি বোমায় শিশুরা আহত হচ্ছে', দাবি জয়প্রকাশের