ETV Bharat / state

রাজ্যে পৌঁছাল NFSA- এর অতিরিক্ত বরাদ্দ তিন লক্ষ মেট্রিক টন চাল - ডিজিটাল রেশন কার্ড

দেশের 80 কোটি মানুষের জন্য জাতীয় খাদ্য নিরাপত্তা আইনে অতিরিক্ত চাল বরাদ্দ করা হয়েছে ।তার মধ্যে তিন লক্ষ মেট্রিক টন এসে পৌছালো পশ্চিমবঙ্গে।তিন মাসের জন্য গোটা দেশে 80 কোটি ডিজিটাল রেশন কার্ড ধারকদের মাথাপিছু 5 কেজি করে রেশনে চাল দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার ।একেবারে বিনামূল্যে। বাঁকুড়া জেলার জন্য বরাদ্দ 1910 মেট্রিক টনের মতো চাল। তিন দফায় এই চাল এসে পৌঁছেছে জেলায়।

NFSA
চাল
author img

By

Published : Apr 27, 2020, 5:33 PM IST

বাঁকুড়া,27 এপ্রিল : কোরোনা পরিস্থিতি মোকাবিলায় দেশের 80 কোটি মানুষের জন্য জাতীয় খাদ্য নিরাপত্তা আইনে অতিরিক্ত চাল বরাদ্দ করা হয়েছে ।তার মধ্যে তিন লক্ষ মেট্রিক টন এসে পৌঁছাল পশ্চিমবঙ্গে। তিন মাসের জন্য গোটা দেশে 80 কোটি ডিজিটাল রেশন কার্ড ধারকদের মাথাপিছু 5 কেজি করে রেশনে চাল দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার । একেবারে বিনামূল্যে। লকডাউনের ফলে মানুষ যাতে খাদ্যসংকটে না পড়ে সরকারের তরফে তাই এই পদক্ষেপ।

ইতিমধ্যেই এপ্রিল মে এবং জুন মাসের জন্য পশ্চিমবঙ্গের বরাদ্দ প্রায় তিন লাখ মেট্রিক টন চাল এসে পৌঁছেছে। বিভিন্ন জেলার ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার গুদামে সেই সমস্ত সেই সমস্ত চাল এসে পৌঁছেছে।

বাঁকুড়া জেলার জন্য বরাদ্দ 1910 মেট্রিক টন চাল। তিন দফায় এই চাল এসে পৌঁছেছে জেলায়। গত 15 এপ্রিল ছত্তিশগড় থেকে 42 ওয়াগন ভর্তি একটি মাল গাড়িতে করে বাঁকুড়া স্টেশনে এসে পৌঁছায় 2623 মেট্রিক টন চাল। পরবর্তী দফায় 25 এপ্রিল 5862 মেট্রিক টন চাল আসে ।

অন্ধ্রপ্রদেশের করিমনগর থেকে বাঁকুড়ায় এসে পৌঁছেছে 3498 মেট্রিক টন চাল। এই চাল বাঁকুড়ার বিকনাতে অবস্থিত FCI গুদামে পৌঁছানো সম্পূর্ণ হয়েছে। শেষ পর্যায়ে 2621 মেট্রিকটন চাল 42 টি ওয়াগনবোঝাই করে মাল গাড়িতে করে এসে পৌঁছায় আদ্রার FCI গুদামে।

এই চাল যাতে সঠিকভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছায় তার জন্য রাজ্য সরকারের কাছে দাবি করেছেন বাঁকুড়ার সাংসদ ডঃ সুভাষ সরকার। পাশাপাশি তিনি জানান, চাল ছাড়াও এই সমস্ত মানুষকে যাতে ডাল দেওয়া হয় তার আবেদন করা হয়েছিল এবং তা হয়তো কিছুদিনের মধ্যে এসে পৌঁছাবে যা আগামী দিনে রেশন দোকানের মাধ্যমে দেওয়া হবে।

বাঁকুড়া,27 এপ্রিল : কোরোনা পরিস্থিতি মোকাবিলায় দেশের 80 কোটি মানুষের জন্য জাতীয় খাদ্য নিরাপত্তা আইনে অতিরিক্ত চাল বরাদ্দ করা হয়েছে ।তার মধ্যে তিন লক্ষ মেট্রিক টন এসে পৌঁছাল পশ্চিমবঙ্গে। তিন মাসের জন্য গোটা দেশে 80 কোটি ডিজিটাল রেশন কার্ড ধারকদের মাথাপিছু 5 কেজি করে রেশনে চাল দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার । একেবারে বিনামূল্যে। লকডাউনের ফলে মানুষ যাতে খাদ্যসংকটে না পড়ে সরকারের তরফে তাই এই পদক্ষেপ।

ইতিমধ্যেই এপ্রিল মে এবং জুন মাসের জন্য পশ্চিমবঙ্গের বরাদ্দ প্রায় তিন লাখ মেট্রিক টন চাল এসে পৌঁছেছে। বিভিন্ন জেলার ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার গুদামে সেই সমস্ত সেই সমস্ত চাল এসে পৌঁছেছে।

বাঁকুড়া জেলার জন্য বরাদ্দ 1910 মেট্রিক টন চাল। তিন দফায় এই চাল এসে পৌঁছেছে জেলায়। গত 15 এপ্রিল ছত্তিশগড় থেকে 42 ওয়াগন ভর্তি একটি মাল গাড়িতে করে বাঁকুড়া স্টেশনে এসে পৌঁছায় 2623 মেট্রিক টন চাল। পরবর্তী দফায় 25 এপ্রিল 5862 মেট্রিক টন চাল আসে ।

অন্ধ্রপ্রদেশের করিমনগর থেকে বাঁকুড়ায় এসে পৌঁছেছে 3498 মেট্রিক টন চাল। এই চাল বাঁকুড়ার বিকনাতে অবস্থিত FCI গুদামে পৌঁছানো সম্পূর্ণ হয়েছে। শেষ পর্যায়ে 2621 মেট্রিকটন চাল 42 টি ওয়াগনবোঝাই করে মাল গাড়িতে করে এসে পৌঁছায় আদ্রার FCI গুদামে।

এই চাল যাতে সঠিকভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছায় তার জন্য রাজ্য সরকারের কাছে দাবি করেছেন বাঁকুড়ার সাংসদ ডঃ সুভাষ সরকার। পাশাপাশি তিনি জানান, চাল ছাড়াও এই সমস্ত মানুষকে যাতে ডাল দেওয়া হয় তার আবেদন করা হয়েছিল এবং তা হয়তো কিছুদিনের মধ্যে এসে পৌঁছাবে যা আগামী দিনে রেশন দোকানের মাধ্যমে দেওয়া হবে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.