বাঁকুড়া, 9 জুন : বাঁকুড়ায় কোভিড গ্রাফ ফের ঊর্ধ্বমুখী । একদিনে নতুন করে 25 জনের সংক্রমণের খবর মিলল জেলায় । বাঁকুড়ায় কোরোনা আক্রান্তের সংখ্যা 115 থেকে পৌঁছাল 140-এ । জেলায় 115 জন আক্রান্ত ছিলেন কোরোনাতে । নতুন কোরোনা আক্রান্তরা ওন্দা কোভিড হাসপাতালে চিকিৎসাধীন ।
অন্যদিকে ইতিপূর্বে 42 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন । নতুন করে আরো 1 জন সুস্থ হলেন বাঁকুড়ায় । বর্তমানে মোট সুস্থ হওয়ার সংখ্যা জেলায় 43 জন । এই মুহূর্তে বাঁকুড়া জেলায় সক্রিয় আক্রান্তের সংখ্যা 97 জন রয়েছেন বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর ।
বাঁকুড়া জেলায় বর্তমানে একমাত্র কোভিড হাসপাতাল রয়েছে ওন্দাতে । যে হারে সংক্রমণের সংখ্যা দিন দিন বাড়ছে তাতে পরিস্থিতি সামাল দিতে প্রয়োজন নতুন করে আরও চিকিৎসা পরিকাঠামো গড়ে তোলার । এ বিষয়ে অবশ্য জেলাশাসক এস অরুণ কুমার বলেন, "কোতুলপুরে একটি পরিকাঠামো প্রস্তুত রয়েছে এবং প্রয়োজনে আমরা আগামী দিনে সেটিকে কোভিড হাসপাতালে পরিবর্তিত করতে পারব ।"
অন্যদিকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ সূত্রে খবর, কলেজের ল্যাবরেটরিটি শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত 4492 জনের সোয়াব পরীক্ষা করা হয়েছে ।