ETV Bharat / state

Mukutmanipur : করোনা সংক্রমণ কমতেই ছন্দে ফিরছে মুকুটমণিপুর

শহরজুড়ে শীতের আমেজ ৷ আর তাতে বাঙালি ঘুরতে যাবে না, তা ভাবাই যায় না । গত বছর করোনার দাপটে ঘুরতে যাওয়ার প্ল্যান বাতিল হলেও, এবারের ছবিটা একেবারেই আলাদা । ওমিক্রনের আশঙ্কার মাঝেই চেনা ছন্দে মুকুটমণিপুর (Mukutmanipur is returning to its own rhythm) ৷

mukutmanipur
ছন্দে ফিরছে মুকুটমণিপুর
author img

By

Published : Dec 19, 2021, 12:33 PM IST

বাঁকুড়া, 19 ডিসেম্বর : শহরজুড়ে শীতের আমেজ ৷ আর তাতে বাঙালি ঘুরতে যাবে না, তা ভাবাই যায় না । গত বছর করোনার দাপটে ঘুরতে যাওয়ার প্ল্যান বাতিল হলেও, এবারের ছবিটা একেবারেই আলাদা । ওমিক্রনের আশঙ্কার মাঝেই চেনা ছন্দে মুকুটমণিপুর (Mukutmanipur is returning to its own rhythm) ৷

জঙ্গলমহল মানেই সারি সারি গাছ আর পাহাড়ের মেলবন্ধন ৷ সবুজে ঘেরা কালো পিচের রাস্তা জঙ্গলমহলকে আরও যেন সুন্দর করে তুলেছে ৷ আর তা উপভোগ করতেই রাজ্য-সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পর্যটক ছুটে আসেন এখানে । জঙ্গলমহলের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে মুকুটমণিপুর জলাধার, যা ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ ৷ ‘বাঁকুড়ার রানি’ নামে পরিচিত এই অঞ্চলে গত দু'বছর কোভিড আবহে পর্যটকদের আনাগোনাতে ভাটা পড়লেও, সৌন্দর্যে কোনও ভাটা পড়েনি ।

ওমিক্রনের আশঙ্কার মাঝেই চেনা ছন্দে মুকুটমণিপুর

আরও পড়ুন : মুকুটমণিপুর জলাধার থেকে ছাড়া হল 16 হাজার কিউসেক জল

বছর শেষে ওমিক্রন আতঙ্ক থাবা বসালেও, বর্তমানে কিছুটা স্বাভাবিক পরিস্থিতিতে দেখা গেল বাঁকুড়ার রানিকে । পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আগের মতোই প্রচুর পর্যটক ছুটে এসেছেন এই এখানকার সৌন্দর্যকে উপভোগ করতে । তথ্য বলছে, পুজো থেকেই ভিড় বেড়েছে মুকুটমণিপুরে । আর তাতেই আশার আলো দেখছেন এখানকার পর্যটন নির্ভর মানুষরা ৷

বাঁকুড়া, 19 ডিসেম্বর : শহরজুড়ে শীতের আমেজ ৷ আর তাতে বাঙালি ঘুরতে যাবে না, তা ভাবাই যায় না । গত বছর করোনার দাপটে ঘুরতে যাওয়ার প্ল্যান বাতিল হলেও, এবারের ছবিটা একেবারেই আলাদা । ওমিক্রনের আশঙ্কার মাঝেই চেনা ছন্দে মুকুটমণিপুর (Mukutmanipur is returning to its own rhythm) ৷

জঙ্গলমহল মানেই সারি সারি গাছ আর পাহাড়ের মেলবন্ধন ৷ সবুজে ঘেরা কালো পিচের রাস্তা জঙ্গলমহলকে আরও যেন সুন্দর করে তুলেছে ৷ আর তা উপভোগ করতেই রাজ্য-সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পর্যটক ছুটে আসেন এখানে । জঙ্গলমহলের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে মুকুটমণিপুর জলাধার, যা ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ ৷ ‘বাঁকুড়ার রানি’ নামে পরিচিত এই অঞ্চলে গত দু'বছর কোভিড আবহে পর্যটকদের আনাগোনাতে ভাটা পড়লেও, সৌন্দর্যে কোনও ভাটা পড়েনি ।

ওমিক্রনের আশঙ্কার মাঝেই চেনা ছন্দে মুকুটমণিপুর

আরও পড়ুন : মুকুটমণিপুর জলাধার থেকে ছাড়া হল 16 হাজার কিউসেক জল

বছর শেষে ওমিক্রন আতঙ্ক থাবা বসালেও, বর্তমানে কিছুটা স্বাভাবিক পরিস্থিতিতে দেখা গেল বাঁকুড়ার রানিকে । পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আগের মতোই প্রচুর পর্যটক ছুটে এসেছেন এই এখানকার সৌন্দর্যকে উপভোগ করতে । তথ্য বলছে, পুজো থেকেই ভিড় বেড়েছে মুকুটমণিপুরে । আর তাতেই আশার আলো দেখছেন এখানকার পর্যটন নির্ভর মানুষরা ৷

For All Latest Updates

TAGGED:

Mukutmanipur
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.