বাঁকুড়া, 17 মে : মর্মান্তিক পথ দর্ঘটনায় মৃত্যু হল মা ও শিশু ৷ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বাবা ৷ সোমবার বাঁকুড়ার দুর্লভপুর বড়জোড়া রাজ্য সড়কের শ্রীচন্দনপুর পেট্রলপাম্পের কাছে ঘটনাটি ঘটেছে (Bankura Road Accident) ৷
স্থানীয় সূত্রে খবর, সোমবার একটি বাঙ্কারের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইকে থাকা মা ও শিশুপুত্রের ৷ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি বাইক চালক বাবা ৷ দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় গঙ্গাজলঘাটি থানার পুলিশ ৷ মৃতদেহগুলি উদ্ধার করে অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ আহতকে ব্যক্তিকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ আহতরা একই পরিবারের গঙ্গাজলঘাটি ব্লকের ডুমুড়িয়া গ্রামের বাসিন্দা ৷
আরও পড়ুন: Jamuria Accident : জামুড়িয়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু মহিলার, জাতীয় সড়ক অবরোধ স্থানীয়দের
এই ঘটনার পরেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ৷ রাজ্য জুড়ে প্রতিটি জেলায় পালিত হয় সেভ ড্রাইভ ও সেফ লাইফ কর্মসূচি ৷ তারপরেও কমছে না দুর্ঘটনার সংখ্যা ৷ পথ দুর্ঘটনা কমাতে আরও সচেতনতার প্রয়োজন বলেই মনে করছেন এলাকাবাসী ৷