বাঁকুড়া, 18 জুন : দেশ তথা রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে ৷ সেখানে কিছুটা হলেও স্বস্তির খবর বাঁকুড়া জেলায় ৷ গত 24 ঘণ্টায় বাঁকুড়া জেলায় মাত্র একজন কোরোনা আক্রান্তের খবর পাওয়া গেছে ৷ এখনও পর্যন্ত বাঁকুড়ায় মোট আক্রান্তের সংখ্যা 183 জন ৷ তবে স্বস্তির খবর এর মধ্যে 70 শতাংশ লোকই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৷
বুধবার জেলায় একসঙ্গে 32 জন কোরোনা আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৷ ওন্দা COVID হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তাঁরা ৷ জেলায় মোট সুস্থ হয়ে বাড়ি ফিরলেন 120 জন ৷ বর্তমানে বাঁকুড়া জেলায় সক্রিয় কোরোনা আক্রান্তের সংখ্যা 63 জন ৷
গত এক সপ্তাহে এই নিয়ে 77 জন কোরোনা আক্রান্ত সুস্থ হলেন ৷ পরিযায়ী শ্রমিকরা জেলায় ফেরায় রাজ্যের অন্য জেলার মতোই বাঁকুড়াতে কোরোনা আক্রান্তের সংখ্যা হঠাৎ করে বেড়ে যায় । তবে এখন আর ভিন রাজ্য থেকে সেভাবে বিশেষ ট্রেন বা বিশেষ বাসে আসছে না, তাই সংক্রমণের সংখ্যা যথেষ্ট কম হচ্ছে বলে জানান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শ্যামল সোরেন ।
তিনি বলেন জেলায় কনটেনমেন্ট জ়োনের সংখ্যা অনেকটাই কমেছে যা আগামী 21 দিনের মধ্যে আরো অনেকটাই কমবে । পাশাপাশি তিনি বলেন বাঁকুড়া জেলায় আমরা দশটি বিশেষ বিশেষ জায়গা থেকে 400 মানুষের রক্তের নমুনা সংগ্রহ করে ফেরো সারভালান্স করা হয়েছে, যার রিপোর্ট এখনও আসেনি । চেন্নাইয়ের বিশেষ পরীক্ষাগারে এই সমস্ত রক্তের নমুনা পাঠানো হয়েছে । এই নমুনার ফলাফল থেকে বোঝা যাবে বাঁকুড়া জেলার মানুষের রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পেয়েছে কিনা । তবে বুধবার বাঁকুড়া জেলার পরিস্থিতি যথেষ্ট উন্নতির দিকে ।
এদিকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ছয় হাজারের কাছাকাছি নমুনা পরীক্ষা সম্পূর্ণ হয়েছে ৷ যা রাজ্যের মধ্যে উল্লেখযোগ্য বলে জানান, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক।