বাঁকুড়া, 20 মে : বাঁকুড়াতে ভূমিকম্প অনুভূত হল । এক থেকে দুই সেকেন্ডের ভূমিকম্পে কেঁপে ওঠে জেলা । আজ সকাল 11:24 নাগাদ এই কম্পন অনুভূত হয় ।
কলকাতায় IMD-র তরফে এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল 4.1 । ভূপৃ্ষ্ঠ থেকে 15 কিলোমিটার গভীরতায় উত্তর অক্ষাংশের 23.5 ডিগ্রি এবং দ্রাঘিমাংশে 87.1 ডিগ্রি পূর্বে এর উৎপত্তিস্থল । তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি ।
আজ রাজ্যে প্রবেশ করতে চলেছে ঘূর্ণিঝড় আমফান । তার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ । কলকাতা সহ বিভিন্ন জেলাগুলিতে একাধিকবার জনগণকে সচেতন করা হয়েছে অযথা বাড়ির বাইরে না বের হতে । এরই মধ্যে বাঁকুড়ায় আজ অনুভূত হল ভূমিকম্প । যার জেরে কিছুটা হলেও আতঙ্কিত জেলাবাসী ।