ETV Bharat / state

মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার সারেঙ্গায় - বাঁকুড়া চারটি পোস্টার

বাঁকুড়ায় মাওবাদী নামাঙ্কিত চারটি পোস্টার উদ্ধার হল । এনিয়ে আতঙ্ক ছড়াল এলাকায়। সারেঙ্গা থানার পি মোড়-এর কাছে ছোটো সারেঙ্গা এলাকা থেকে উদ্ধার হয় পোস্টারগুলি ।

উদ্ধার হওয়া পোস্টার
author img

By

Published : Nov 25, 2019, 7:06 PM IST

বাঁকুড়া,২৫ নভেম্বর : বাঁকুড়ায় মাওবাদী নামাঙ্কিত চারটি পোস্টার উদ্ধার হল । এনিয়ে আতঙ্ক ছড়াল এলাকায়। সারেঙ্গা থানার পি মোড়-এর কাছে ছোটো সারেঙ্গা এলাকা থেকে উদ্ধার হয় পোস্টারগুলি ।

পোস্টারে NRC এবং স্থানীয় BJP নেতৃত্বের বিরুদ্ধে লেখা হয়েছে । বাদ যায়নি তৃণমূলও । এছাড়া সংখ্যালঘুদের ওপর অত্যাচার বন্ধ করারও দাবি করা হয়েছে উদ্ধার হওয়া পোস্টারগুলিতে । এমনকি বর্তমান প্রজন্মকে গণ আন্দোলনে যোগ দেওয়ারও আবেদন জানানো হয়েছে ।

image
উদ্ধার হওয়া পোস্টার

স্থানীয়রা পোস্টারগুলি দেখতে পেয়ে খবর দেয় পুলিশকে । সারেঙ্গা থানার পুলিশ পোস্টারগুলি উদ্ধার করে নিয়ে যায় । এ প্রসঙ্গে জেলার পুলিশ সুপার জানান , পোস্টারগুলি আদৌ মাওবাদীদের না কি মাওবাদীদের নাম করে অন্য কেউ এলাকায় আতঙ্ক ছড়াচ্ছে, তা তদন্তের পরই বলা সম্ভব ।

বাঁকুড়া,২৫ নভেম্বর : বাঁকুড়ায় মাওবাদী নামাঙ্কিত চারটি পোস্টার উদ্ধার হল । এনিয়ে আতঙ্ক ছড়াল এলাকায়। সারেঙ্গা থানার পি মোড়-এর কাছে ছোটো সারেঙ্গা এলাকা থেকে উদ্ধার হয় পোস্টারগুলি ।

পোস্টারে NRC এবং স্থানীয় BJP নেতৃত্বের বিরুদ্ধে লেখা হয়েছে । বাদ যায়নি তৃণমূলও । এছাড়া সংখ্যালঘুদের ওপর অত্যাচার বন্ধ করারও দাবি করা হয়েছে উদ্ধার হওয়া পোস্টারগুলিতে । এমনকি বর্তমান প্রজন্মকে গণ আন্দোলনে যোগ দেওয়ারও আবেদন জানানো হয়েছে ।

image
উদ্ধার হওয়া পোস্টার

স্থানীয়রা পোস্টারগুলি দেখতে পেয়ে খবর দেয় পুলিশকে । সারেঙ্গা থানার পুলিশ পোস্টারগুলি উদ্ধার করে নিয়ে যায় । এ প্রসঙ্গে জেলার পুলিশ সুপার জানান , পোস্টারগুলি আদৌ মাওবাদীদের না কি মাওবাদীদের নাম করে অন্য কেউ এলাকায় আতঙ্ক ছড়াচ্ছে, তা তদন্তের পরই বলা সম্ভব ।

Intro:বাঁকুড়ার সারেঙ্গা থেকে উদ্ধার হল মাওবাদী পোস্টার।Body:বাঁকুড়া সারেঙ্গা থানার পি মোড় এর কাছে ছোট সারেঙ্গা এলাকায় চারটি মাওবাদী নামাঙ্কিত পোস্টার মেলায় আতঙ্ক এলাকায়। স্থানীয়রা পোস্টার গুলি দেখতে পেয়ে সারেঙ্গা থানায় খবর দেয়। সারেঙ্গা থানার পুলিশ পোস্টার গুলি উদ্ধার করে নিয়ে যায়। কে বা কারা এই প্রস্তাব দিয়েছে তা তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে পোস্টার মেলার কথা স্বীকার করেছেন জেলা পুলিশ সুপার। তবে তিনি জানান এই প্রস্তাবগুলো আদৌ মাওবাদীদের নাকি অন্য কেউ এলাকায় আতঙ্ক ছড়ানোর জন্য দিয়েছে তা তদন্তের পরই বলা সম্ভব।
পোস্টারে এনআরসির বিরুদ্ধে এবং স্থানীয় বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে লেখা হয়েছে লাল কালিতে। সংখ্যালঘুদের ওপর অত্যাচার বন্ধ করার দাবি করা হয়েছে উদ্ধার হওয়া পোস্টার গুলোতে।Conclusion:No byte
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.