বাঁকুড়া,২৫ নভেম্বর : বাঁকুড়ায় মাওবাদী নামাঙ্কিত চারটি পোস্টার উদ্ধার হল । এনিয়ে আতঙ্ক ছড়াল এলাকায়। সারেঙ্গা থানার পি মোড়-এর কাছে ছোটো সারেঙ্গা এলাকা থেকে উদ্ধার হয় পোস্টারগুলি ।
পোস্টারে NRC এবং স্থানীয় BJP নেতৃত্বের বিরুদ্ধে লেখা হয়েছে । বাদ যায়নি তৃণমূলও । এছাড়া সংখ্যালঘুদের ওপর অত্যাচার বন্ধ করারও দাবি করা হয়েছে উদ্ধার হওয়া পোস্টারগুলিতে । এমনকি বর্তমান প্রজন্মকে গণ আন্দোলনে যোগ দেওয়ারও আবেদন জানানো হয়েছে ।
![image](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5170834_wb_y.jpg)
স্থানীয়রা পোস্টারগুলি দেখতে পেয়ে খবর দেয় পুলিশকে । সারেঙ্গা থানার পুলিশ পোস্টারগুলি উদ্ধার করে নিয়ে যায় । এ প্রসঙ্গে জেলার পুলিশ সুপার জানান , পোস্টারগুলি আদৌ মাওবাদীদের না কি মাওবাদীদের নাম করে অন্য কেউ এলাকায় আতঙ্ক ছড়াচ্ছে, তা তদন্তের পরই বলা সম্ভব ।