ETV Bharat / state

Body Recovered: বাঁকুড়ায় পুকুর থেকে উদ্ধার ব্যক্তির দেহ, চাঞ্চল্য এলাকায় - Man Body Recovered from pond water in Bankura

বিষ্ণুপুরে পুকুরের জল থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়াল ব্যাপক চাঞ্চল্য ।

Body Recovered
পোকা বাঁধের উত্তর পাড়ের জলে ব্যক্তির দেহ
author img

By

Published : Apr 8, 2023, 7:49 PM IST

পুকুর থেকে উদ্ধার ব্যক্তির দেহ

বাঁকুড়া, 8 এপ্রিল: শনিবার পোকা বাঁধের উত্তর পাড়ের জলে এক ব্যক্তির দেহ ভাসতে দেখা যায় ৷ পরে বিষ্ণুপুর থানার পুলিশ এসে ওই দেহটি উদ্ধার করে । ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর শহরের 5 নম্বর ওয়ার্ডে ৷ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চলও ছড়ায় এলাকায় । স্থানীয় সূত্রে খবর, বিষ্ণুপুর শহরের 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দা 61 বছরের অশোক হাজরা ৷ 4 এপ্রিল থেকে তিনি নিখোঁজ ছিলেন ৷ পরিবারের লোকজন বহু খোঁজাখুঁজি করেন তাঁকে ৷ শেষে না-পেয়ে তারা দারস্থ হয় বিষ্ণুপুর থানায় বলে জানা গিয়েছে ।

পরিবারের তরফ থেকে দায়ের করা হয় নিখোঁজ ডায়েরি । এরপর আজ সকালে স্থানীয় বাসিন্দারা পোকা বাঁধের জলে এক ব্যক্তির দেহ ভাসতে দেখে । স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে তড়িঘড়ি খবর দেওয়া হয় বিষ্ণুপুর থানায় । ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছয় বিষ্ণুপুর থানার পুলিশ ৷ তারপর পুলিশ আধিকারিকরা ওই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় বিষ্ণুপুর জেলা হাসপাতালে । মন্দির নগরী বিষ্ণুপুরে সাত সকালে এই ধরনের দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এবং আতঙ্কের একটা বাতাবরণও সৃষ্টি হয়েছে ।

কীভাবে বা কোথা থেকে এই ব্যক্তির দেহ এখানে এল, তা সকলের কাছে অজানা । অশোকের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি । পুরো ঘটনার তদন্ত শুরু করছে বিষ্ণুপুর থানার পুলিশ । মৃত ওই ব্যক্তির স্ত্রী বাসন্তি হাজরা জানান, গত 4 এপ্রিল থেকে তাঁর স্বামী নিঁখোজ ছিলেন ৷ তার জন্য বিষ্ণুপুর থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল । তিনি বলেন, "কারও সঙ্গে কোনওরকম ঝগড়া ঝামেলা সেরকমভাবে তাঁর হয়নি । কিন্তু তিনি নেশা করতেন বলে অশোকের স্ত্রী জানিয়েছেন ৷ তবে পুলিশি তদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ উঠে আসবে।"

আরও পড়ুন: দু’বছরেও মেলেনি পানীয় জল, অবশেষে জাতীয় সড়ক অবরোধ এলাকাবাসীর

পুকুর থেকে উদ্ধার ব্যক্তির দেহ

বাঁকুড়া, 8 এপ্রিল: শনিবার পোকা বাঁধের উত্তর পাড়ের জলে এক ব্যক্তির দেহ ভাসতে দেখা যায় ৷ পরে বিষ্ণুপুর থানার পুলিশ এসে ওই দেহটি উদ্ধার করে । ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর শহরের 5 নম্বর ওয়ার্ডে ৷ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চলও ছড়ায় এলাকায় । স্থানীয় সূত্রে খবর, বিষ্ণুপুর শহরের 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দা 61 বছরের অশোক হাজরা ৷ 4 এপ্রিল থেকে তিনি নিখোঁজ ছিলেন ৷ পরিবারের লোকজন বহু খোঁজাখুঁজি করেন তাঁকে ৷ শেষে না-পেয়ে তারা দারস্থ হয় বিষ্ণুপুর থানায় বলে জানা গিয়েছে ।

পরিবারের তরফ থেকে দায়ের করা হয় নিখোঁজ ডায়েরি । এরপর আজ সকালে স্থানীয় বাসিন্দারা পোকা বাঁধের জলে এক ব্যক্তির দেহ ভাসতে দেখে । স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে তড়িঘড়ি খবর দেওয়া হয় বিষ্ণুপুর থানায় । ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছয় বিষ্ণুপুর থানার পুলিশ ৷ তারপর পুলিশ আধিকারিকরা ওই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় বিষ্ণুপুর জেলা হাসপাতালে । মন্দির নগরী বিষ্ণুপুরে সাত সকালে এই ধরনের দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এবং আতঙ্কের একটা বাতাবরণও সৃষ্টি হয়েছে ।

কীভাবে বা কোথা থেকে এই ব্যক্তির দেহ এখানে এল, তা সকলের কাছে অজানা । অশোকের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি । পুরো ঘটনার তদন্ত শুরু করছে বিষ্ণুপুর থানার পুলিশ । মৃত ওই ব্যক্তির স্ত্রী বাসন্তি হাজরা জানান, গত 4 এপ্রিল থেকে তাঁর স্বামী নিঁখোজ ছিলেন ৷ তার জন্য বিষ্ণুপুর থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল । তিনি বলেন, "কারও সঙ্গে কোনওরকম ঝগড়া ঝামেলা সেরকমভাবে তাঁর হয়নি । কিন্তু তিনি নেশা করতেন বলে অশোকের স্ত্রী জানিয়েছেন ৷ তবে পুলিশি তদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ উঠে আসবে।"

আরও পড়ুন: দু’বছরেও মেলেনি পানীয় জল, অবশেষে জাতীয় সড়ক অবরোধ এলাকাবাসীর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.