বাঁকুড়া, 12 ফেব্রুয়ারি : সুখের সেদিন আর নেই । গত দু'বছরে একাধিক রাজ্যে ক্ষমতা হারিয়েছে BJP ও তার শরিকরা । কর্নাটক ও হরিয়ানা ছাড়া নতুন করে কোনও রাজ্যে ক্ষমতা দখলও করতে পারেনি তারা । আর দিল্লির ফলাফলের পর সে কথা মনে করিয়ে দিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সঙ্গে জানিয়ে দিলেন, তাদের শেষ কলসটা ডুবিয়ে দেবে 21-এর বাংলা ।
গতকালই দিল্লির বিধানসভা নির্বাচনের ফল বেরিয়েছে । হ্যাটট্রিক করে ফের ক্ষমতায় এসেছে কেজরিওয়ালের আম আদমি পার্টি । লোকসভা নির্বাচনে দিল্লির প্রতিটি আসনে জয় পেলেও এই নির্বাচনে BJP পেয়েছে মাত্র আটটি আসন । এরপরই BJP-কে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বলেন, ভোকাট্টা হয়ে গেছে । সব জায়গায় ভরাডুবি । সঙ্গে জানিয়ে দেন, তাদের শেষ কলসটা ডুবিয়ে দেবে আগামী 21-এর বাংলা । তার জন্য তৈরি থাকতেও বলেন ।
একই ইঙ্গিত দিয়ে টুইট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও । লেখেন, "প্রথমে ঝাড়খণ্ড, এখন দিল্লি, তারপর বিহার, তারপর বাংলা । আপনারাই বুঝে নিন ।"
-
Pehle Jharkhand
— Citizen Abhishek Banerjee (@abhishekaitc) February 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Ab Delhi
Fir Bihar
Fir BENGAL
Aap Chronology Samajh Lijiye!
">Pehle Jharkhand
— Citizen Abhishek Banerjee (@abhishekaitc) February 11, 2020
Ab Delhi
Fir Bihar
Fir BENGAL
Aap Chronology Samajh Lijiye!Pehle Jharkhand
— Citizen Abhishek Banerjee (@abhishekaitc) February 11, 2020
Ab Delhi
Fir Bihar
Fir BENGAL
Aap Chronology Samajh Lijiye!
2017-এর শেষেও ভালো অবস্থাতেই ছিল BJP ও তার শরিকরা । 19টি রাজ্যে ক্ষমতায় ছিল তারা । কিন্তু, 2018 সাল থেকে শুরু হয় খারাপ সময় । মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ে তাদের সরিয়ে ক্ষমতায় আসে কংগ্রেস । সে বছরই অন্ধ্রপ্রদেশে BJP-র সঙ্গে জোট ভেঙে দেয় TDP । কেন্দ্রে ফের ক্ষমতায় এলেও রাজ্যের ক্ষেত্রে 'ব্যাড প্যাচ' চলতে থাকে । তাদের সঙ্গ ছেড়ে মহারাষ্ট্রে NCP ও কংগ্রেসের সঙ্গে সরকার গড়ে শিবসেনা । এরপর ঝাড়খণ্ডেও ক্ষমতা হারায় তারা । একথা মনে করিয়ে দিয়ে BJP সম্পর্কে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আস্তে আস্তে স্টেটলেস হয়ে যাচ্ছে । এই পরিস্থিতিতে ফের কেজরিওয়ালকে ক্ষমতায় এনে তাদের নিরাশ করল দিল্লিও ।