ETV Bharat / state

দলত্যাগীদের প্রত্যাবর্তন নিয়ে মমতার সিদ্ধান্তই চূড়ান্ত : সায়ন্তিকা

দলত্য়াগীদের তৃণমূলে প্রত্যাবর্তন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তই চূড়ান্ত ৷ বাঁকুড়ায় এক অনুষ্ঠানে গিয়ে এমনটাই জানালেন তৃণমূলের নবনির্বাচিত রাজ্য সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ৷

mamata-banerjees-decision-is-final-in-tmc-says-sayantika-banerjee
দলত্যাগীদের প্রত্যাবর্তন নিয়ে মমতার সিদ্ধান্তকেই সমর্থন, জানালেন সায়ন্তিকা
author img

By

Published : Jun 13, 2021, 4:35 PM IST

বাঁকুড়া, 13 জুন : তৃণমূল নেত্রী যা ঠিক করবেন, সেটাই হবে ৷ তাঁর সিদ্ধান্তের সঙ্গে সবাই একমত ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে (mamata banerjee) সাহায্য করার জন্য সবাই রয়েছেন ৷ রাজীব বন্দ্যোপাধ্যায় এবং সব্যসাচী দত্তের প্রত্যাাবর্তন প্রসঙ্গে এমনটাই জানালেন তৃণমূলের রাজ্য সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (sayantika banerjee) ৷ আজ তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে বাঁকুড়া খ্রিস্টান কলেজে বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশ নেন তৃণমূলের এই নেত্রী তথা অভিনেত্রী সায়ন্তিকা ৷ সেখানেই ভোটের আগে তৃণমূল ছেড়ে যাওয়া নেতাদের দলে ফেরার প্রসঙ্গে একথা বলেন তিনি ৷

পাশাপাশি মুকুল রায়ের তৃণমূলে প্রত্যাবর্তন এখনও পর্যন্ত ভোট পরবর্তী দলবদলে সবচেয়ে মেগা ইভেন্ট হয়ে রয়েছে ৷ যা নিয়ে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের জবাব, তৃণমূল আগাগোড়াই শক্তিশালী ৷ আর মুকুল রায় (mukul roy) অনেক অভিজ্ঞ এবং বর্ষীয়ান নেতা ৷ ওঁকে তৃণমূল নেত্রী দলে ফিরিয়ে নিয়েছেন ৷ ফলে বাকিরাও মুকুল রায়কে স্বাগত জানাবেন ৷ পাশাপাশি সায়ন্তিকা এও জানিয়েছেন, বাঁকুড়ার জন্য তিনি ভাল কাজ করতে চান ৷ আর তার জন্য তিনি মানুষের হয়ে কাজ করবেন ৷ আর এতে তৃণমূলের সংগঠন আরও শক্তিশালী হবে বলে মনে করেন রাজনীতিতে নবাগতা সায়ন্তিকা ৷

দলত্যাগীদের প্রত্যাবর্তন নিয়ে মমতার সিদ্ধান্তকেই সমর্থন, জানালেন সায়ন্তিকা

আরও পড়ুন : TMC Manipur: মণিপুর দিয়ে অভিযান শুরু, আঞ্চলিক নেতাদের সঙ্গে কথা তৃণমূলের

এ দিনের এই কর্মসূচিতে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন বাঁকুড়া পৌরসভার প্রশাসক, আইএনটিটিইউসি নেত্রী অলকা সেন মজুমদার সহ জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ৷ এর পর আজ বাঁকুড়া ভৈরবস্থান মোড়, সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে দুঃস্থদের খাবার বিতরণ করেন সায়ন্তিকা । তার পর বাঁকুড়ার বেলবনি গ্রামে বজ্রাঘাতে মৃত সুভাষ রায়ের পরিবারের সঙ্গে দেখা করে আর্থিক সাহায্য তুলে দেন তৃণমূলের রাজ্য সম্পাদক ।

বাঁকুড়া, 13 জুন : তৃণমূল নেত্রী যা ঠিক করবেন, সেটাই হবে ৷ তাঁর সিদ্ধান্তের সঙ্গে সবাই একমত ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে (mamata banerjee) সাহায্য করার জন্য সবাই রয়েছেন ৷ রাজীব বন্দ্যোপাধ্যায় এবং সব্যসাচী দত্তের প্রত্যাাবর্তন প্রসঙ্গে এমনটাই জানালেন তৃণমূলের রাজ্য সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (sayantika banerjee) ৷ আজ তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে বাঁকুড়া খ্রিস্টান কলেজে বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশ নেন তৃণমূলের এই নেত্রী তথা অভিনেত্রী সায়ন্তিকা ৷ সেখানেই ভোটের আগে তৃণমূল ছেড়ে যাওয়া নেতাদের দলে ফেরার প্রসঙ্গে একথা বলেন তিনি ৷

পাশাপাশি মুকুল রায়ের তৃণমূলে প্রত্যাবর্তন এখনও পর্যন্ত ভোট পরবর্তী দলবদলে সবচেয়ে মেগা ইভেন্ট হয়ে রয়েছে ৷ যা নিয়ে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের জবাব, তৃণমূল আগাগোড়াই শক্তিশালী ৷ আর মুকুল রায় (mukul roy) অনেক অভিজ্ঞ এবং বর্ষীয়ান নেতা ৷ ওঁকে তৃণমূল নেত্রী দলে ফিরিয়ে নিয়েছেন ৷ ফলে বাকিরাও মুকুল রায়কে স্বাগত জানাবেন ৷ পাশাপাশি সায়ন্তিকা এও জানিয়েছেন, বাঁকুড়ার জন্য তিনি ভাল কাজ করতে চান ৷ আর তার জন্য তিনি মানুষের হয়ে কাজ করবেন ৷ আর এতে তৃণমূলের সংগঠন আরও শক্তিশালী হবে বলে মনে করেন রাজনীতিতে নবাগতা সায়ন্তিকা ৷

দলত্যাগীদের প্রত্যাবর্তন নিয়ে মমতার সিদ্ধান্তকেই সমর্থন, জানালেন সায়ন্তিকা

আরও পড়ুন : TMC Manipur: মণিপুর দিয়ে অভিযান শুরু, আঞ্চলিক নেতাদের সঙ্গে কথা তৃণমূলের

এ দিনের এই কর্মসূচিতে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন বাঁকুড়া পৌরসভার প্রশাসক, আইএনটিটিইউসি নেত্রী অলকা সেন মজুমদার সহ জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ৷ এর পর আজ বাঁকুড়া ভৈরবস্থান মোড়, সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে দুঃস্থদের খাবার বিতরণ করেন সায়ন্তিকা । তার পর বাঁকুড়ার বেলবনি গ্রামে বজ্রাঘাতে মৃত সুভাষ রায়ের পরিবারের সঙ্গে দেখা করে আর্থিক সাহায্য তুলে দেন তৃণমূলের রাজ্য সম্পাদক ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.