ETV Bharat / state

Mamamta Banerjee in Bankura : ইডি-সিবিআই ঢুকিয়ে কিচ্ছু করতে পারবে না মোদি সরকার, সতীঘাটের কর্মিসভা থেকে বললেন মুখ্যমন্ত্রী - Mamata Banerjee slams Central government from Sati Ghat meeting

বিজেপিকে 'শকুনের দল' কটাক্ষ করে সতীঘাটের কর্মিসভা থেকে রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন, এ রাজ্যে ইডি, সিবিআই ঢুকিয়ে তৃণমুল কংগ্রেসের কিচ্ছু করতে পারবে না মোদি সরকার (Mamata Banerjee slams Central government from Sati Ghat meeting) ।

Mamamta Banerjee in Bankura
সতীঘাটের কর্মিসভায় মুখ্যমন্ত্রী
author img

By

Published : Jun 1, 2022, 4:28 PM IST

বাঁকুড়া, 1 জুন : গতকাল জেলায় প্রশাসনিক বৈঠকের পর বুধবার বাঁকুড়ার সতীঘাটে একটি দলীয় কর্মিসভায় যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দ্বিতীয়দিন সতীঘাটের কর্মিসভা থেকে আক্ষেপের সুরে মুখ্যমন্ত্রী জানান, বাঁকুড়ার মানুষ ভুল বুঝেছিল তাই গত লোকসভা এবং বিধানসভা নির্বাচনে ভাল ফল করতে পারিনি আমরা ৷ আর মানুষ যাদের ভোটে জিতিয়েছে তাদের আর দেখতেই পাওয়া যায় না ৷ বাঁকুড়ার মানুষ এখন নিজেদের ভুলটা বুঝতে পেরেছেন বলে জানান মুখ্যমন্ত্রী ৷

সতীঘাটের কর্মিসভায় এদিন বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম,পশ্চিম মেদিনীপুর অঞ্চলে মাও প্রসঙ্গও উঠে আসে মুখ্যমন্ত্রীর বক্তব্যে ৷ মমতা জানান, মাও দৌরাত্ম্য এই সব অঞ্চলে অনেকটাই শান্ত এখন ৷ কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "উজালা গ্যাস এখন হাওয়া হয়ে ধোকালা হয়ে গেছে ৷" পাশাপাশি বিজেপিকে 'শকুনের দল' কটাক্ষ করে রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন, এ রাজ্যে ইডি, সিবিআই ঢুকিয়ে তৃণমুল কংগ্রেসের কিচ্ছু করতে পারবে না মোদি সরকার (Mamata Banerjee slams Central government from Sati Ghat meeting) । মিনিট কুড়ির মত বক্তব্য রেখে প্রয়াত সঙ্গীতশিল্পী কেকে-র গান স্যালুট অনুষ্ঠানে অংশ নিতে জরুরি ভিত্তিতে কলকাতার উদ্দ্যেশ রওনা দেন তৃণমূল নেত্রী।

আরও পড়ুন : কাজ বাকি রাখায় আধিকারিকদের কানমোলা দেওয়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

যদিও সতীঘাটের কর্মিসভার স্বল্প ভাষণে মুখ্যমন্ত্রীর গৃহীত কড়া পদক্ষেপকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ ৷ সফরের দ্বিতীয় দিন সতীঘাটের সভা থেকে দলীয় কর্মীদের উদ্দেশে বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মানুষের দরজায় দরজায় যান ৷ মানুষের জন্য কাজ করুন । নেত্রীর এই বার্তা আগামিদিনে বাঁকুড়া জেলায় তৃণমূলের দলীয় সংগঠন আরও মজবুত করবে, উজ্জীবিত হবেন কর্মীরা ৷ আশা জেলা নেতৃত্বের ৷

বাঁকুড়া, 1 জুন : গতকাল জেলায় প্রশাসনিক বৈঠকের পর বুধবার বাঁকুড়ার সতীঘাটে একটি দলীয় কর্মিসভায় যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দ্বিতীয়দিন সতীঘাটের কর্মিসভা থেকে আক্ষেপের সুরে মুখ্যমন্ত্রী জানান, বাঁকুড়ার মানুষ ভুল বুঝেছিল তাই গত লোকসভা এবং বিধানসভা নির্বাচনে ভাল ফল করতে পারিনি আমরা ৷ আর মানুষ যাদের ভোটে জিতিয়েছে তাদের আর দেখতেই পাওয়া যায় না ৷ বাঁকুড়ার মানুষ এখন নিজেদের ভুলটা বুঝতে পেরেছেন বলে জানান মুখ্যমন্ত্রী ৷

সতীঘাটের কর্মিসভায় এদিন বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম,পশ্চিম মেদিনীপুর অঞ্চলে মাও প্রসঙ্গও উঠে আসে মুখ্যমন্ত্রীর বক্তব্যে ৷ মমতা জানান, মাও দৌরাত্ম্য এই সব অঞ্চলে অনেকটাই শান্ত এখন ৷ কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "উজালা গ্যাস এখন হাওয়া হয়ে ধোকালা হয়ে গেছে ৷" পাশাপাশি বিজেপিকে 'শকুনের দল' কটাক্ষ করে রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন, এ রাজ্যে ইডি, সিবিআই ঢুকিয়ে তৃণমুল কংগ্রেসের কিচ্ছু করতে পারবে না মোদি সরকার (Mamata Banerjee slams Central government from Sati Ghat meeting) । মিনিট কুড়ির মত বক্তব্য রেখে প্রয়াত সঙ্গীতশিল্পী কেকে-র গান স্যালুট অনুষ্ঠানে অংশ নিতে জরুরি ভিত্তিতে কলকাতার উদ্দ্যেশ রওনা দেন তৃণমূল নেত্রী।

আরও পড়ুন : কাজ বাকি রাখায় আধিকারিকদের কানমোলা দেওয়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

যদিও সতীঘাটের কর্মিসভার স্বল্প ভাষণে মুখ্যমন্ত্রীর গৃহীত কড়া পদক্ষেপকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ ৷ সফরের দ্বিতীয় দিন সতীঘাটের সভা থেকে দলীয় কর্মীদের উদ্দেশে বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মানুষের দরজায় দরজায় যান ৷ মানুষের জন্য কাজ করুন । নেত্রীর এই বার্তা আগামিদিনে বাঁকুড়া জেলায় তৃণমূলের দলীয় সংগঠন আরও মজবুত করবে, উজ্জীবিত হবেন কর্মীরা ৷ আশা জেলা নেতৃত্বের ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.