ETV Bharat / state

লরির চাকায় পিষ্ট হয়ে কিশোরের মৃত্যু, প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ - ওন্দায় লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু কিশোরের

দ্রুত গতিতে আসা লরির সঙ্গে আটকে গিয়েছিল জামা । তারপর ওই লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল কিশোরের । ঘটনায় ওন্দায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল স্থানীয়রা ।

বিক্ষোভ
author img

By

Published : Nov 21, 2019, 1:13 PM IST

ওন্দা(বাঁকুড়া), 21 নভেম্বর : রাস্তা পার হচ্ছিল কিশোর । তখনই দ্রুত গতিতে আসা একটি লরির সঙ্গে তার জামা আটকে যায় । এরপরই লরির তলায় চলে আসে সে । ঘটনাস্থানেই মৃত্যু হয় তার । ঘটনার প্রতিবাদে ওন্দায় 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল স্থানীয়রা । লরিটিকে আটক করা হয়েছে । চালক ও খালাসি পলাতক ৷

স্থানীয় গগড়া গ্রামের বাসিন্দা গিরিধারী মাল । বয়স 16 । আজ সকালে বাঁকুড়ার ওন্দার 60 নম্বর জাতীয় সড়কে রাস্তা পারাপার করছিল । ঠিক সেই সময় বিষ্ণুপুরের দিক থেকে আসা একটি লরির সঙ্গে গিরিধারীর জামা আটকে যায় । ওই অবস্থাতেই তাকে বেশ খানিকটা টেনে নিয়ে যায় লরিটি । তারপর মাটিতে পড়ে গিয়ে লরির চাকার তলায় চলে আসে সে । ঘটনাস্থানেই মৃত্যু হয় তার ।

কিশোর মৃত্যুর ঘটনায় জাতীয় সড়ক অবরোধ । দেখুন ভিডিয়ো...

স্থানীয়দের অভিযোগ, 60 নম্বর জাতীয় সড়কে প্রায়শই কিছু না কিছু দুর্ঘটনা ঘটে । গাড়ির গতি নিয়ন্ত্রণের কোনও ব্যবস্থাই এখানে নেই । স্থানীয় বাসিন্দা মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, "জাতীয় সড়কের ধারে রয়েছে ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতাল । অথচ কোনও স্পিডব্রেকার নেই । " তাই প্রতিবাদের জাতীয় সড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা । প্রায় ঘণ্টাখানেক পর ওন্দা থানার পুলিশ এসে অবরোধ তোলে ।

ওন্দা(বাঁকুড়া), 21 নভেম্বর : রাস্তা পার হচ্ছিল কিশোর । তখনই দ্রুত গতিতে আসা একটি লরির সঙ্গে তার জামা আটকে যায় । এরপরই লরির তলায় চলে আসে সে । ঘটনাস্থানেই মৃত্যু হয় তার । ঘটনার প্রতিবাদে ওন্দায় 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল স্থানীয়রা । লরিটিকে আটক করা হয়েছে । চালক ও খালাসি পলাতক ৷

স্থানীয় গগড়া গ্রামের বাসিন্দা গিরিধারী মাল । বয়স 16 । আজ সকালে বাঁকুড়ার ওন্দার 60 নম্বর জাতীয় সড়কে রাস্তা পারাপার করছিল । ঠিক সেই সময় বিষ্ণুপুরের দিক থেকে আসা একটি লরির সঙ্গে গিরিধারীর জামা আটকে যায় । ওই অবস্থাতেই তাকে বেশ খানিকটা টেনে নিয়ে যায় লরিটি । তারপর মাটিতে পড়ে গিয়ে লরির চাকার তলায় চলে আসে সে । ঘটনাস্থানেই মৃত্যু হয় তার ।

কিশোর মৃত্যুর ঘটনায় জাতীয় সড়ক অবরোধ । দেখুন ভিডিয়ো...

স্থানীয়দের অভিযোগ, 60 নম্বর জাতীয় সড়কে প্রায়শই কিছু না কিছু দুর্ঘটনা ঘটে । গাড়ির গতি নিয়ন্ত্রণের কোনও ব্যবস্থাই এখানে নেই । স্থানীয় বাসিন্দা মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, "জাতীয় সড়কের ধারে রয়েছে ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতাল । অথচ কোনও স্পিডব্রেকার নেই । " তাই প্রতিবাদের জাতীয় সড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা । প্রায় ঘণ্টাখানেক পর ওন্দা থানার পুলিশ এসে অবরোধ তোলে ।

Intro:সাতসকালে লরির ধাক্কায় মৃত্যু কিশোরের, জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ বাসিন্দাদের।Body:বাঁকুড়ার ওন্দায় 60 নম্বর জাতীয় সড়ক পারাপার করার সময় বিষ্ণুপুর থেকে বাঁকুড়ার দিকে আসা একটি মাল বোঝাই লরি তে পিষ্ট হয়ে মারা গেল একই শহর।
প্রত্যক্ষদর্শীদের সূত্র থেকে জানা যায় যে স্থানীয় গগড়া গ্রামের বাসিন্দা গিরিধারী মাল নামের ওই কিশোর যখন রাস্তা পারাপার করছিল তখন দ্রুতগতিতে বিষ্ণুপুরের দিক থেকে আসছিল এবং কিশোরের পোশাকে পাশে থাকা হুক আটকে যায় এবং তাকে বেশ খানিকটা টেনে নিয়ে যায় ওই অবস্থাতেই লরিটি। এরপর সে মাটিতে পড়ে যায় এবং চাকার নিচে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই কিশোরের। এরপর স্থানীয় বিক্ষুব্ধ মানুষেরা 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখেন। অভিযোগ 60 নম্বর জাতীয় সড়কের ধারে রয়েছে ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতাল অথচ এখানে কোনো স্পিডব্রেকার নেই। পাশাপাশি গাড়ির গতি নিয়ন্ত্রণ এর কোন ব্যবস্থা রাখা নেই ফলে প্রায়ই এই এলাকায় দুর্ঘটনা ঘটছে। প্রায় ঘণ্টাখানেক অবরোধ থাকার পর ওন্দা থানা পুলিশকে অবরোধ তুলে দেয়। ঘাতক লরিটি কে আটক করেছে পুলিশ।Conclusion:বাইট:মৃত্যুঞ্জয় বিশ্বাস, স্হানীয় বাসিন্দা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.