ওন্দা(বাঁকুড়া), 21 নভেম্বর : রাস্তা পার হচ্ছিল কিশোর । তখনই দ্রুত গতিতে আসা একটি লরির সঙ্গে তার জামা আটকে যায় । এরপরই লরির তলায় চলে আসে সে । ঘটনাস্থানেই মৃত্যু হয় তার । ঘটনার প্রতিবাদে ওন্দায় 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল স্থানীয়রা । লরিটিকে আটক করা হয়েছে । চালক ও খালাসি পলাতক ৷
স্থানীয় গগড়া গ্রামের বাসিন্দা গিরিধারী মাল । বয়স 16 । আজ সকালে বাঁকুড়ার ওন্দার 60 নম্বর জাতীয় সড়কে রাস্তা পারাপার করছিল । ঠিক সেই সময় বিষ্ণুপুরের দিক থেকে আসা একটি লরির সঙ্গে গিরিধারীর জামা আটকে যায় । ওই অবস্থাতেই তাকে বেশ খানিকটা টেনে নিয়ে যায় লরিটি । তারপর মাটিতে পড়ে গিয়ে লরির চাকার তলায় চলে আসে সে । ঘটনাস্থানেই মৃত্যু হয় তার ।
স্থানীয়দের অভিযোগ, 60 নম্বর জাতীয় সড়কে প্রায়শই কিছু না কিছু দুর্ঘটনা ঘটে । গাড়ির গতি নিয়ন্ত্রণের কোনও ব্যবস্থাই এখানে নেই । স্থানীয় বাসিন্দা মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, "জাতীয় সড়কের ধারে রয়েছে ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতাল । অথচ কোনও স্পিডব্রেকার নেই । " তাই প্রতিবাদের জাতীয় সড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা । প্রায় ঘণ্টাখানেক পর ওন্দা থানার পুলিশ এসে অবরোধ তোলে ।