বাঁকুড়া, 1 ডিসেম্বর: কোনও বড় মহানগর বা কোনও বড় পৌরশহরে নয়, বাঁকুড়ার প্রত্যন্ত জঙ্গলমহলে ঠিক আইপিএলের আদলে চলছে এক প্রতিযোগিতা। আইপিএলের আদলে তৈরি হয়েছে কেপিএল অর্থাৎ 'খাতড়া প্রিমিয়ার লিগ' (Like IPL the KPL Started)। বুধবার খাতড়া মহকুমা শহরের সিধু-কানু স্টেডিয়ামে কেপিএল সিজন-2 এর শুভ উদ্বোধন হল।
প্রতিবছর আইপিএলের সময় সোশাল মিডিয়াতে (Social Media) একটা জোকস শোনা যেত, খাতড়াতে যদি আইপিএল খেলা হত তাহলে টিমগুলোর নাম কী হত? মজার ছলে কেউ কেউ নামও দিয়েছিলেন এই টিমগুলির ৷ যেমন খাতড়া নাইট রাইডার্স, রয়াল চ্যালেঞ্জার্স হিড়বাঁধ, কিংস ইলেভেন রানিবাঁধ, মুকুটমণিপুর ইন্ডিয়ানস আরও অনেক। কিন্তু কেউ কী কখনও ভেবেছিল এটা কোনওদিন বাস্তবায়িত হবে? তবে এই জোকসকে সত্যি করার সাহস দেখিয়েছেন খাতড়া এলাকার কিছু উদ্যোগী যুবক।
বর্তমানে জোকস অনুযায়ী টিমগুলির নাম না হলেও আইপিএল এর আদলে নাম 'কেপিএল' দেওয়া হয়েছে। গতবছর থেকেই শুরু হয়েছে বিপিএল, অর্থাৎ বাঁকুড়া প্রিমিয়র লিগ (BPL)। এ বছর তার নাম দেওয়া হয়েছে কেপিএল ৷ সম্পূর্ণভাবে আইপিএলের আদলে সুপরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে কেপিএল -এর গঠন। এদিন ব্যাট হাতে খেলার উদ্বোধন করেন খাতড়ার বিশিষ্ট সমাজকর্মী জয়ন্ত মিত্র ৷ পাশাপাশি উপস্থিত ছিলেন খাতড়ার বিডিও অভীক বিশ্বাস, খাতড়া দমকল বিভাগের আধিকারিক তথা এই প্রতিযোগিতার অন্যতম খেলোয়াড় অঞ্জন বন্দ্যোপাধ্যায়, সমাজকর্মী সুব্রত দে, সুখেন দাস-সহ কেপিএল কমিটির সদস্যরা।
আরও পড়ুন: ওজন দরে বিকোচ্ছে ব্ল্যাঙ্কেট, রায়গঞ্জের বাজারে ভিড় ক্রেতাদের
মোট 12টি ফ্র্যানচাইজি এই টুর্নামেন্টে অংশ গ্রহণ করেছে। কেবলমাত্র খাতড়া বিভিন্ন ব্লক থেকে বিপিএলে 255 জন খেলোয়াড় রেজিষ্ট্রেশন করেন ৷ তাঁদের প্রত্যেককে গত 18 অক্টোবর ওপেন নিলাম পদ্ধতিতে বেছে নেওয়া হয় শহরের একটি বেসরকারি লজ থেকে। আগামী 5 দিন ধরে চলবে এই টুর্নামেন্ট। এখানে সমস্ত খেলা গুলো উন্নত প্রযুক্তির মাধ্যমে লাইভ সম্প্রচার, রিভিউ স্টিটেম-সহ একাধিক পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। বেশকিছু ক্ষেত্রে খেলোয়াড় ও দর্শকদের জন্য রয়েছে আর্কষণীয় পুরস্কার। এই খেলাকে কেন্দ্র করে জেলার ক্রিকেট প্রেমীদের উচ্ছ্বাস উন্মাদনা রয়েছে চোখে পড়ার মতো। এককথায় আইপিএলের ছোট সংস্করণ হল কেপিএল এমনটাই মনে করছেন খাতড়াবাসী ৷