বাঁকুড়া, 17 ডিসেম্বর : কোটি কোটি টাকা খরচে তৈরি জেলার অধিকাংশ কৃষক বাজার পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে । অথচ প্রতি মাসে এক একটি কৃষক বাজার রক্ষণাবেক্ষণ এবং বিদ্যুৎ বিল মিলিয়ে প্রায় দু'লাখ টাকা করে খরচ হচ্ছে সরকারি তহবিল থেকে ।
তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর কৃষক বাজার প্রকল্পে কিষাণমান্ডি তৈরি হয় রাজ্যের বিভিন্ন জেলায় ব্লকে ব্লকে । গোটা রাজ্যে 148টি কৃষক বাজার তৈরি করা হয়েছে । প্রতিটি কৃষক বাজারে কমবেশি 20 থেকে 22 টি করে স্টল তৈরি করা হয়েছে । এছাড়াও বড় শেড তৈরি করা হয়েছে খোলা বাজারের জন্য । রয়েছে বড় বড় গুদাম । প্রায় 15 বিঘা করে জায়গা নিয়ে এক একটি কৃষক বাজার বা কিষাণমান্ডি তৈরি হয়েছে প্রায় 6 কোটি টাকা ব্যয়ে । বাঁকুড়া জেলায় তৈরি হয়েছে মোট 9 টি কৃষক বাজার । বাঁকুড়া সদর ব্লক কৃষক বাজার, ছাতনা, শালতোড়া, বিষ্ণুপুর, জয়পুর, ওন্দা, ইন্দাস, পাত্রসায়ের ও কোতুলপুর কৃষক বাজার ।
রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এই বাজারগুলি তৈরি করা হয়েছে 4 বছর আগে । অথচ এই বাজারগুলি আজও পরিত্যক্ত অবস্থায় রয়েছে । প্রশাসনিকভাবে বেশকিছু বাজারের স্টল বণ্টন করা হলেও তা চালু হয়নি আজও । বাঁকুড়া জেলার বাঁকুড়া সদর কৃষক বাজার চালু হলেও অন্য বাজারগুলি বন্ধ রয়েছে । বিষ্ণুপুর কৃষক বাজারটি আর্টিসান হক তৈরি করার কথা ভাবছে জেলা প্রশাসন । একদিকে বাজার প্রতি তৈরি করতে ছয় কোটি টাকা খরচ অন্যদিকে প্রতি মাসে এক একটি কৃষক বাজার রক্ষণাবেক্ষণ এবং বিদ্যুৎ বিল মিলিয়ে প্রায় দু'লাখ টাকা করে খরচ হচ্ছে সরকারি তহবিল থেকে । রক্ষণাবেক্ষণের অর্থের ব্যয়ভার বহন করছে রেগুলেটেড মার্কেট কমিটি । এই অবস্থায় রাজ্য সরকারের স্বপ্নের এই প্রকল্প এক কথায় বোঝা হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের মাথার উপরেই ৷