ETV Bharat / state

অব্যবহৃত কিষাণ বাজার, প্রতি মাসে সরকারের খরচ 2 লাখ

তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর কৃষক বাজার প্রকল্পে কিষাণমান্ডি তৈরি হয় রাজ্যের বিভিন্ন জেলার ব্লকে ব্লকে । গোটা রাজ্যে 148 টি কৃষক বাজার তৈরি করা হয়েছে । প্রতিটি কৃষক বাজারে কমবেশি 20 থেকে 22 টি করে স্টল তৈরি করা হয়েছে ।

Bankura Kisan Mandi , Failed project of tmc Government
কোটি টাকা খরচে তৈরি কিষাণ বাজার
author img

By

Published : Dec 17, 2019, 9:55 PM IST

Updated : Dec 17, 2019, 10:11 PM IST

বাঁকুড়া, 17 ডিসেম্বর : কোটি কোটি টাকা খরচে তৈরি জেলার অধিকাংশ কৃষক বাজার পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে । অথচ প্রতি মাসে এক একটি কৃষক বাজার রক্ষণাবেক্ষণ এবং বিদ্যুৎ বিল মিলিয়ে প্রায় দু'লাখ টাকা করে খরচ হচ্ছে সরকারি তহবিল থেকে ।

তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর কৃষক বাজার প্রকল্পে কিষাণমান্ডি তৈরি হয় রাজ্যের বিভিন্ন জেলায় ব্লকে ব্লকে । গোটা রাজ্যে 148টি কৃষক বাজার তৈরি করা হয়েছে । প্রতিটি কৃষক বাজারে কমবেশি 20 থেকে 22 টি করে স্টল তৈরি করা হয়েছে । এছাড়াও বড় শেড তৈরি করা হয়েছে খোলা বাজারের জন্য । রয়েছে বড় বড় গুদাম । প্রায় 15 বিঘা করে জায়গা নিয়ে এক একটি কৃষক বাজার বা কিষাণমান্ডি তৈরি হয়েছে প্রায় 6 কোটি টাকা ব্যয়ে । বাঁকুড়া জেলায় তৈরি হয়েছে মোট 9 টি কৃষক বাজার । বাঁকুড়া সদর ব্লক কৃষক বাজার, ছাতনা, শালতোড়া, বিষ্ণুপুর, জয়পুর, ওন্দা, ইন্দাস, পাত্রসায়ের ও কোতুলপুর কৃষক বাজার ।

দেখুন ভিডিয়ো

রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এই বাজারগুলি তৈরি করা হয়েছে 4 বছর আগে । অথচ এই বাজারগুলি আজও পরিত্যক্ত অবস্থায় রয়েছে । প্রশাসনিকভাবে বেশকিছু বাজারের স্টল বণ্টন করা হলেও তা চালু হয়নি আজও । বাঁকুড়া জেলার বাঁকুড়া সদর কৃষক বাজার চালু হলেও অন্য বাজারগুলি বন্ধ রয়েছে । বিষ্ণুপুর কৃষক বাজারটি আর্টিসান হক তৈরি করার কথা ভাবছে জেলা প্রশাসন । একদিকে বাজার প্রতি তৈরি করতে ছয় কোটি টাকা খরচ অন্যদিকে প্রতি মাসে এক একটি কৃষক বাজার রক্ষণাবেক্ষণ এবং বিদ্যুৎ বিল মিলিয়ে প্রায় দু'লাখ টাকা করে খরচ হচ্ছে সরকারি তহবিল থেকে । রক্ষণাবেক্ষণের অর্থের ব্যয়ভার বহন করছে রেগুলেটেড মার্কেট কমিটি । এই অবস্থায় রাজ্য সরকারের স্বপ্নের এই প্রকল্প এক কথায় বোঝা হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের মাথার উপরেই ৷

বাঁকুড়া, 17 ডিসেম্বর : কোটি কোটি টাকা খরচে তৈরি জেলার অধিকাংশ কৃষক বাজার পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে । অথচ প্রতি মাসে এক একটি কৃষক বাজার রক্ষণাবেক্ষণ এবং বিদ্যুৎ বিল মিলিয়ে প্রায় দু'লাখ টাকা করে খরচ হচ্ছে সরকারি তহবিল থেকে ।

তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর কৃষক বাজার প্রকল্পে কিষাণমান্ডি তৈরি হয় রাজ্যের বিভিন্ন জেলায় ব্লকে ব্লকে । গোটা রাজ্যে 148টি কৃষক বাজার তৈরি করা হয়েছে । প্রতিটি কৃষক বাজারে কমবেশি 20 থেকে 22 টি করে স্টল তৈরি করা হয়েছে । এছাড়াও বড় শেড তৈরি করা হয়েছে খোলা বাজারের জন্য । রয়েছে বড় বড় গুদাম । প্রায় 15 বিঘা করে জায়গা নিয়ে এক একটি কৃষক বাজার বা কিষাণমান্ডি তৈরি হয়েছে প্রায় 6 কোটি টাকা ব্যয়ে । বাঁকুড়া জেলায় তৈরি হয়েছে মোট 9 টি কৃষক বাজার । বাঁকুড়া সদর ব্লক কৃষক বাজার, ছাতনা, শালতোড়া, বিষ্ণুপুর, জয়পুর, ওন্দা, ইন্দাস, পাত্রসায়ের ও কোতুলপুর কৃষক বাজার ।

দেখুন ভিডিয়ো

রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এই বাজারগুলি তৈরি করা হয়েছে 4 বছর আগে । অথচ এই বাজারগুলি আজও পরিত্যক্ত অবস্থায় রয়েছে । প্রশাসনিকভাবে বেশকিছু বাজারের স্টল বণ্টন করা হলেও তা চালু হয়নি আজও । বাঁকুড়া জেলার বাঁকুড়া সদর কৃষক বাজার চালু হলেও অন্য বাজারগুলি বন্ধ রয়েছে । বিষ্ণুপুর কৃষক বাজারটি আর্টিসান হক তৈরি করার কথা ভাবছে জেলা প্রশাসন । একদিকে বাজার প্রতি তৈরি করতে ছয় কোটি টাকা খরচ অন্যদিকে প্রতি মাসে এক একটি কৃষক বাজার রক্ষণাবেক্ষণ এবং বিদ্যুৎ বিল মিলিয়ে প্রায় দু'লাখ টাকা করে খরচ হচ্ছে সরকারি তহবিল থেকে । রক্ষণাবেক্ষণের অর্থের ব্যয়ভার বহন করছে রেগুলেটেড মার্কেট কমিটি । এই অবস্থায় রাজ্য সরকারের স্বপ্নের এই প্রকল্প এক কথায় বোঝা হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের মাথার উপরেই ৷

Intro:কোটি কোটি টাকা খরচে তৈরি জেলার অধিকাংশ কৃষক বাজার পরিত্যক্ত অবস্থায় নষ্ট হচ্ছে বছরের পর বছর ধরে। বাজার গুলি চালু করতে ব্যর্থ প্রশাসন।


Body:রাজ্যে পরিবর্তনের পর নতুন সরকারের প্রকল্প কৃষক বাজার তৈরি হয় রাজ্যের বিভিন্ন জেলায় ব্লকে ব্লকে। গোটা রাজ্যে 148 টি কৃষক বাজার তৈরি করা হয়েছে। প্রতিটি কৃষক বাজারে কমবেশি কুড়ি থেকে 22 টি করে স্টল তৈরি করা হয়েছে। এছাড়াও বড় শেড তৈরি করা হয়েছে খোলা বাজারের জন্য। রয়েছে বড় বড় গুদাম। প্রায় 15 বিঘা করে জায়গা নিয়ে একেকটি কৃষক বাজার বা কিষাণ মান্ডি তৈরি হয়েছে প্রায় 6 কোটি টাকা ব্যয় করে। বাঁকুড়া জেলায় তৈরি হয়েছে নটি কৃষক বাজার। বাঁকুড়া সদর ব্লক কৃষক বাজার, ছাতনা, শালতোড়া, বিষ্ণুপুর, জয়পুর,ওন্দা, ইন্দাস, পাত্রসায়ের ও কোতুলপুর কৃষক বাজার। রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এই বাজার গুলি তৈরি করা হয়েছে বছর চারেক আগে। অথচ এই বাজার গুলি আজও পরিত্যক্ত অবস্থায় রয়েছে। প্রশাসনিকভাবে বেশকিছু বাজারের স্টল বন্টন করা হলেও চালু হয়নি আজও। বাঁকুড়া জেলার বাঁকুড়া সদর কৃষক বাজার চালু হলেও অন্যান্য বাজার গুলি বন্ধ রয়েছে। ইদানিং বিষ্ণুপুর কৃষক বাজারটি আর্টিসান হক তৈরি করার কথা ভাবছে জেলা প্রশাসন। একদিকে বাজার প্রতি তৈরি করতে ছয় কোটি টাকা খরচ অন্যদিকে প্রতি মাসে এক একটি কৃষক বাজার রক্ষণাবেক্ষণ এবং বিদ্যুৎ বিল মিলিয়ে প্রায় দু'লাখ টাকা করে খরচ হচ্ছে সরকারি তহবিল থেকে। রক্ষনাবেক্ষনের অর্থের ব্যয় ভার বহন করছে রেগুলেটেড মার্কেট কমিটি। এই অবস্থায় রাজ্য সরকারের স্বপ্নের এই প্রকল্প এক কথায় বোঝা হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের মাথার উপর।


Conclusion:বাইট: মোহাম্মদ আকবর আলী, সহ অধিকর্তা কৃষি বিপনন দপ্তর বাঁকুড়া বাইট: ডক্টর উমাশঙ্কর এস, জেলাশাসক বাঁকুড়া
Last Updated : Dec 17, 2019, 10:11 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.