ETV Bharat / state

BJP MLA Faces Agitation: বিজেপি বিধায়ককে দেখে কোতুলপুরে চোর স্লোগান, অভিযোগ অস্বীকার তৃণমূলের - বাঁকুড়া

বিডিও-তে মনোনয়নপত্র তোলার কাজে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বাঁকুড়ার কোতুলপুরের বিধায়ক বিজেপির হরকালী প্রতিহার ৷ তাঁর দাবি, তৃণমূল বিক্ষোভ দেখিয়েছে ৷ তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে ৷

BJP MLA Faces Agitation
BJP MLA Faces Agitation
author img

By

Published : Jun 9, 2023, 6:50 PM IST

বিজেপি বিধায়ককে দেখে কোতুলপুরে চোর স্লোগান, অভিযোগ অস্বীকার তৃণমূলের

কোতুলপুর (বাঁকুড়া), 9 জুন: মনোনয়নপত্র তুলতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হল বিজেপি বিধায়ককে ৷ তাঁকে ঘিরে উঠল চোর চোর স্লোগান ৷ শুক্রবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কোতুলপুরে ৷ বিজেপির হরকালী প্রতিহার ওই কেন্দ্রেরই বিধায়ক ৷ তাঁর দাবি, এই ঘটনার নেপথ্যে রয়েছে তৃণমূল কংগ্রেস ৷ তবে শাসক দলের পক্ষ থেকে বিজেপি বিধায়কের অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ তাদের দাবি, সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েছে ৷

প্রসঙ্গত, বৃহস্পতিবার ঘোষণা হয়েছে পঞ্চায়েত নির্বাচনের ৷ শুক্রবার সকালে ভোটের বিজ্ঞপ্তি জারি করা হয় ৷ তার পর শুরু হয় মনোনয়ন প্রক্রিয়া ৷ সেই কারণে কোতুলপুর বিডিও-তে অনুগামীদের নিয়ে হাজির হয়েছিলেন বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার ৷ তিনি জানিয়েছেন, মনোনয়নের ফর্ম নেওয়ার জন্য তিনি অনুগামীদের নিয়ে বিডিও অফিসে যান ৷ কিন্তু সেখানে জানানো হয় যে ফর্ম এখনও আসেনি ৷ ব্লকস্তরে ডাকা সর্বদলীয় বৈঠকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে ৷

সেখান থেকে বেরিয়ে আসার সময় তিনি বিক্ষোভের মুখে পড়েন ৷ তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ হয় ৷ তাঁর গাড়ির পিছনে অনেককে ছুটতে দেখা যায় ৷ চোর চোর স্লোগান দিতে দেখা যায় অনেককে ৷ এই নিয়ে বিজেপি বিধায়কের বক্তব্য, ‘‘যখন আমরা বিডিও অফিস থেকে বের হচ্ছি, দেখলাম তৃণমূলের সমস্ত লোকজন জড়ো হয়েছে ৷ অকথ্য ভাষায় বলছে যে মনোনয়ন করতে দেওয়া হবে না ৷’’

তাঁর আরও অভিযোগ, ‘‘আমার গাড়িতেও হামলা করা হয়েছে ৷ পুলিশের সামনেই হয়েছে ৷ কোনও ব্যবস্থা নেয়নি ৷ নির্বাচন কমিশনকে জানাব ৷’’ এই নিয়ে পুলিশকেও হুঁশিয়ারি দিয়েছেন হরকালী প্রতিহার ৷ তাঁর বক্তব্য, পুলিশ এই নিয়ে ব্যবস্থা না নিলে মানুষ এর প্রতিরোধ করবে ৷

তৃণমূল বিধায়কের অভিযোগ মানতে নারাজ৷ দলের নেতা সুরজিৎ রায় বলেন, ‘‘আমাদের কোনও নেতা-কর্মী বিক্ষোভ দেখাননি ৷ সাধারণ মানুষ তাঁর দিকে ছুটে গিয়েছেন ৷ কেন ছুটে যাবে না ? জেতার পর কী কাজ করেছেন ?’’ তাঁর আরও দাবি, বিজেপি এসব নিয়ে জলঘোলা করবেই ৷ এটাই তাদের কাজ৷ আগামী একমাস এই ধরনের অভিযোগ তাদের কাছ থেকে বারবার শোনা যাবে ৷

এদিন স্বপন নামে এক ব্যক্তি বিক্ষোভের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ৷ তিনিও ছিলেন বিক্ষোভকারীদের দলে ৷ তাঁর বক্তব্য, তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই ৷ সাধারণ মানুষ ৷ বিধায়কের থেকে পরিষেবা পাচ্ছেন না বলে বিক্ষোভ দেখিয়েছেন ৷

আরও পড়ুন: বালিখাদানে অস্ত্র নিয়ে দাদাগিরির অভিযোগে ইন্দাসে ধৃত বিজেপির যুবনেতা

বিজেপি বিধায়ককে দেখে কোতুলপুরে চোর স্লোগান, অভিযোগ অস্বীকার তৃণমূলের

কোতুলপুর (বাঁকুড়া), 9 জুন: মনোনয়নপত্র তুলতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হল বিজেপি বিধায়ককে ৷ তাঁকে ঘিরে উঠল চোর চোর স্লোগান ৷ শুক্রবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কোতুলপুরে ৷ বিজেপির হরকালী প্রতিহার ওই কেন্দ্রেরই বিধায়ক ৷ তাঁর দাবি, এই ঘটনার নেপথ্যে রয়েছে তৃণমূল কংগ্রেস ৷ তবে শাসক দলের পক্ষ থেকে বিজেপি বিধায়কের অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ তাদের দাবি, সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েছে ৷

প্রসঙ্গত, বৃহস্পতিবার ঘোষণা হয়েছে পঞ্চায়েত নির্বাচনের ৷ শুক্রবার সকালে ভোটের বিজ্ঞপ্তি জারি করা হয় ৷ তার পর শুরু হয় মনোনয়ন প্রক্রিয়া ৷ সেই কারণে কোতুলপুর বিডিও-তে অনুগামীদের নিয়ে হাজির হয়েছিলেন বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার ৷ তিনি জানিয়েছেন, মনোনয়নের ফর্ম নেওয়ার জন্য তিনি অনুগামীদের নিয়ে বিডিও অফিসে যান ৷ কিন্তু সেখানে জানানো হয় যে ফর্ম এখনও আসেনি ৷ ব্লকস্তরে ডাকা সর্বদলীয় বৈঠকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে ৷

সেখান থেকে বেরিয়ে আসার সময় তিনি বিক্ষোভের মুখে পড়েন ৷ তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ হয় ৷ তাঁর গাড়ির পিছনে অনেককে ছুটতে দেখা যায় ৷ চোর চোর স্লোগান দিতে দেখা যায় অনেককে ৷ এই নিয়ে বিজেপি বিধায়কের বক্তব্য, ‘‘যখন আমরা বিডিও অফিস থেকে বের হচ্ছি, দেখলাম তৃণমূলের সমস্ত লোকজন জড়ো হয়েছে ৷ অকথ্য ভাষায় বলছে যে মনোনয়ন করতে দেওয়া হবে না ৷’’

তাঁর আরও অভিযোগ, ‘‘আমার গাড়িতেও হামলা করা হয়েছে ৷ পুলিশের সামনেই হয়েছে ৷ কোনও ব্যবস্থা নেয়নি ৷ নির্বাচন কমিশনকে জানাব ৷’’ এই নিয়ে পুলিশকেও হুঁশিয়ারি দিয়েছেন হরকালী প্রতিহার ৷ তাঁর বক্তব্য, পুলিশ এই নিয়ে ব্যবস্থা না নিলে মানুষ এর প্রতিরোধ করবে ৷

তৃণমূল বিধায়কের অভিযোগ মানতে নারাজ৷ দলের নেতা সুরজিৎ রায় বলেন, ‘‘আমাদের কোনও নেতা-কর্মী বিক্ষোভ দেখাননি ৷ সাধারণ মানুষ তাঁর দিকে ছুটে গিয়েছেন ৷ কেন ছুটে যাবে না ? জেতার পর কী কাজ করেছেন ?’’ তাঁর আরও দাবি, বিজেপি এসব নিয়ে জলঘোলা করবেই ৷ এটাই তাদের কাজ৷ আগামী একমাস এই ধরনের অভিযোগ তাদের কাছ থেকে বারবার শোনা যাবে ৷

এদিন স্বপন নামে এক ব্যক্তি বিক্ষোভের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ৷ তিনিও ছিলেন বিক্ষোভকারীদের দলে ৷ তাঁর বক্তব্য, তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই ৷ সাধারণ মানুষ ৷ বিধায়কের থেকে পরিষেবা পাচ্ছেন না বলে বিক্ষোভ দেখিয়েছেন ৷

আরও পড়ুন: বালিখাদানে অস্ত্র নিয়ে দাদাগিরির অভিযোগে ইন্দাসে ধৃত বিজেপির যুবনেতা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.