ETV Bharat / state

Kalpataru Utsav 2022 : কোভিড-বিধি মেনেই ভক্তসমাগম জয়রামবাটিতে - ভক্তসমাগম জয়রামবাটিতে

ওমিক্রন আতঙ্কে বিভিন্ন ক্ষেত্রে রাশ টেনেছেন রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ ৷ তা সত্ত্বেও ইংরেজি বছরের প্রথমদিনেই সকাল থেকে ভিড় বাঁকুড়া জেলার অন্যতম তীর্থক্ষেত্র জয়রামবাটিতে (kalpataru utsav is celebrated in Jayrambati) ৷

Kalpataru Utsav
রামকৃষ্ণ মিশন
author img

By

Published : Jan 1, 2022, 9:04 PM IST

জয়রামবাটি, 1 জানুয়ারি : রীতি মেনেই কল্পতরু উৎসব পালন হল সারদা মায়ের জন্মস্থান জয়রামবাটিতে । যদিও ওমিক্রন আতঙ্কে বিভিন্ন ক্ষেত্রে রাশ টেনেছেন রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ (kalpataru utsav is celebrated in Jayrambati) ৷

করোনার জেরে গত ছ'মাস ধরে দর্শনার্থীদের আগমনে রাশ টেনেছিল কর্তৃপক্ষ ৷ সাধারণের জন্য মন্দির খোলা থাকত সকাল সাড়ে আটটা থেকে সকাল এগারোটা এবং বিকেল সাড়ে তিনটে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত, বন্ধ ছিল ভোগপ্রসাদ গ্রহণও । ওমিক্রন আতঙ্কে এরই মাঝে জয়রামবাটি মাতৃমন্দির কর্তৃপক্ষ অন্য নির্দেশিকা জারি করে জানিয়েছে, দর্শনার্থীদের জন্য মন্দিরের গর্ভগৃহে প্রবেশ নিষিদ্ধ, দূর থেকেই দর্শন করে বেরিয়ে যেতে হবে ।

সকাল থেকে ভিড় বাঁকুড়া জেলার অন্যতম তীর্থক্ষেত্র জয়রামবাটিতে ৷

আরও পড়ুন : রীতি মেনেই কল্পতরু উৎসব পালন কামারপুকুরে

তা সত্ত্বেও ইংরেজি বছরের প্রথমদিনেই সকাল থেকে ভিড় বাঁকুড়া জেলার অন্যতন তীর্থক্ষেত্রে (Kalpataru Utsav 2022) ৷ কোভিড প্রোটোকল মেনেই ভিড় জমালেন দর্শনার্থীরা । স্বাস্থ্যবিধি মেনেই উৎসবে মেতে উঠলেন প্রত্যেকে ৷ জয়রামবাটি আবার কবে স্বমহিমায় ফিরে আসবে তার আশায় দিন গুনছেন দর্শনার্থীরা ।

জয়রামবাটি, 1 জানুয়ারি : রীতি মেনেই কল্পতরু উৎসব পালন হল সারদা মায়ের জন্মস্থান জয়রামবাটিতে । যদিও ওমিক্রন আতঙ্কে বিভিন্ন ক্ষেত্রে রাশ টেনেছেন রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ (kalpataru utsav is celebrated in Jayrambati) ৷

করোনার জেরে গত ছ'মাস ধরে দর্শনার্থীদের আগমনে রাশ টেনেছিল কর্তৃপক্ষ ৷ সাধারণের জন্য মন্দির খোলা থাকত সকাল সাড়ে আটটা থেকে সকাল এগারোটা এবং বিকেল সাড়ে তিনটে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত, বন্ধ ছিল ভোগপ্রসাদ গ্রহণও । ওমিক্রন আতঙ্কে এরই মাঝে জয়রামবাটি মাতৃমন্দির কর্তৃপক্ষ অন্য নির্দেশিকা জারি করে জানিয়েছে, দর্শনার্থীদের জন্য মন্দিরের গর্ভগৃহে প্রবেশ নিষিদ্ধ, দূর থেকেই দর্শন করে বেরিয়ে যেতে হবে ।

সকাল থেকে ভিড় বাঁকুড়া জেলার অন্যতম তীর্থক্ষেত্র জয়রামবাটিতে ৷

আরও পড়ুন : রীতি মেনেই কল্পতরু উৎসব পালন কামারপুকুরে

তা সত্ত্বেও ইংরেজি বছরের প্রথমদিনেই সকাল থেকে ভিড় বাঁকুড়া জেলার অন্যতন তীর্থক্ষেত্রে (Kalpataru Utsav 2022) ৷ কোভিড প্রোটোকল মেনেই ভিড় জমালেন দর্শনার্থীরা । স্বাস্থ্যবিধি মেনেই উৎসবে মেতে উঠলেন প্রত্যেকে ৷ জয়রামবাটি আবার কবে স্বমহিমায় ফিরে আসবে তার আশায় দিন গুনছেন দর্শনার্থীরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.