বাঁকুড়া, 21 এপ্রিল : বাঁকুড়ায় প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল (Bankura BJP Inner Clash) ৷ বুধবার রাতে জেলা বিজেপির তরফে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মণ্ডল সভাপতিদের নাম ঘোষণা করেছে । আর নাম ঘোষণা হতেই ক্ষোভে ফেটে পড়েছেন বিজেপি নেতা ও কর্মীদের একাংশ ৷ পাত্রসায়ের মণ্ডল 2 এর বিজেপি সভাপতি তমালকান্তি গুইকে সরিয়ে নতুন সভাপতি করা হয়েছে অনুপ ঘোষকে । আর এই রদবদলের জন্য প্রাক্তন মণ্ডল সভাপতি তমালকান্তি গুই দলের তিন বিধায়ক ও এক সাংসদকে কাঠগড়ায় তুলেছেন ৷ প্রতিবাদে তিনি দলীয় সমস্ত গ্রুপ থেকে বেরিয়ে গিয়েছেন ৷
এই রদবদলকে ঘিরে বিজেপি কর্মীদের একাংশের মধ্যেও ক্ষোভ ছড়িয়েছে ৷ সোনামুখী পৌর শহরের পুরনো এক বিজেপি কর্মী বাসুদেব লোহার বলেন , "সোনামুখী নগর মণ্ডলে যাঁকে বিজেপি সভাপতি করা হয়েছে তাতে আমরাও খুশি নই । যাঁরা দীর্ঘদিন লড়াই করল তাঁরা পদ পেল না অথচ যাঁরা কয়েক দিন আগে এসেছে তাদেরকে পদ দেওয়া হয়েছে ।" এ বিষয়ে সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামীকে ফোন করা হলে তিনি বলেন , "এটা দলের অভ্যন্তরীণ ব্যাপার, এ বিষয়ে আমি কিছু বলব না ।"
আরও পড়ুন : বিডিও-কে হুমকির অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা
তবে বিজেপির এই অন্তর্দ্বন্দ্ব নিয়ে গেরুয়া শিবিরকে খোঁচা মারতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস নেতৃত্ব । সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ মুখোপাধ্যায় বলেন , "বিজেপির কে মণ্ডল সভাপতি হল তাই নিয়ে আমাদের কোনও কৌতুহল নেই । আর তাছাড়া এটা বিজেপির চরিত্র ।"