ETV Bharat / state

গুলি চালানোর ঘটনায় জেলাজুড়ে BJP-র পথ অবরোধ, বিক্ষাভ - Bankura

আজ বাঁকুড়ার মেজিয়া ব্লকের BJP কর্মী-সমর্থকরা মেজিয়া স্কুল মোড়ে বাঁকুড়া ও রানিগঞ্জের মধ্যে 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান । পাত্রসায়রের কাঁকরডাঙা মোড়েও পথ অবরোধ করে BJP ।

BJP-র পথ অবরোধ
author img

By

Published : Jun 23, 2019, 10:06 PM IST

Updated : Jun 23, 2019, 10:57 PM IST


পাত্রসায়র, 23 জুন: এক কিশোর সহ তিন জনের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বাঁকুড়া জেলাজুড়ে এক ঘণ্টার পথ অবরোধ করল BJP-র । কোতুলপুর, তালডাংরা, মেজিয়া, বাঁকুড়া, সোনামুখী, পাত্রসায়রসহ জেলার বিভিন্ন এলাকায় পথ অবরোধ করেন BJP-র কর্মী-সমর্থকরা।

আজ বাঁকুড়ার মেজিয়া ব্লকের BJP কর্মী-সমর্থকরা মেজিয়া স্কুল মোড়ে বাঁকুড়া ও রানিগঞ্জের মধ্যে 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান । পাত্রসায়রে কাঁকরডাঙা মোড়ে পথ অবরোধ করে BJP । গতকাল 'জয় শ্রীরাম' ধ্বনিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় পাত্রসায়রে । BJP-র অভিযোগ, জয় শ্রীরাম ধ্বনি দেওয়ার জন্যই পুলিশ গুলি চালায় । পুলিশের গুলিতে এক কিশোর সহ দুই ব্যক্তি জখম হন । এই ঘটনায় BJP-র স্থানীয় মণ্ডল সভাপতি তমালকান্তি গুঁইকে পুলিশ গ্রেপ্তার করে । আজ তাঁকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন।

দেখুন ভিডিয়ো

এরই প্রতিবাদে আজ জেলার বিভিন্ন জায়গায় অবরোধ করে BJP । দলীয় কর্মীদের দাবি, তমালকান্তি গুঁইকে নিঃশর্ত মুক্তি দেওয়ার পাশাপাশি গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত পুলিশকর্মী ও আধিকারিকদের শাস্তি দিতে হবে ।

আরও পড়ুন : বাঁকুড়ায় জয়শ্রীরাম ধ্বনি দেওয়ায় BJP-তৃণমূল সংঘর্ষ; পুলিশের গুলিতে জখম 3 ?

আরও পড়ুন : বাঁকুড়ায় "জনসংযোগ যাত্রা" তৃণমূলের

BJP-র পথ অবরোধ ও বিক্ষোভের জেরে যানজট হয় । পরে অবরোধ তুলে নেন BJP- কর্মী-সমর্থকরা । অন্যদিকে, গতকালের ঘটনার পর পাত্রসায়রের কাঁকরডাঙায় উত্তেজনা ছড়ায় । পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন রয়েছে RAF ও পুলিশ বাহিনী ।


পাত্রসায়র, 23 জুন: এক কিশোর সহ তিন জনের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বাঁকুড়া জেলাজুড়ে এক ঘণ্টার পথ অবরোধ করল BJP-র । কোতুলপুর, তালডাংরা, মেজিয়া, বাঁকুড়া, সোনামুখী, পাত্রসায়রসহ জেলার বিভিন্ন এলাকায় পথ অবরোধ করেন BJP-র কর্মী-সমর্থকরা।

আজ বাঁকুড়ার মেজিয়া ব্লকের BJP কর্মী-সমর্থকরা মেজিয়া স্কুল মোড়ে বাঁকুড়া ও রানিগঞ্জের মধ্যে 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান । পাত্রসায়রে কাঁকরডাঙা মোড়ে পথ অবরোধ করে BJP । গতকাল 'জয় শ্রীরাম' ধ্বনিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় পাত্রসায়রে । BJP-র অভিযোগ, জয় শ্রীরাম ধ্বনি দেওয়ার জন্যই পুলিশ গুলি চালায় । পুলিশের গুলিতে এক কিশোর সহ দুই ব্যক্তি জখম হন । এই ঘটনায় BJP-র স্থানীয় মণ্ডল সভাপতি তমালকান্তি গুঁইকে পুলিশ গ্রেপ্তার করে । আজ তাঁকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন।

দেখুন ভিডিয়ো

এরই প্রতিবাদে আজ জেলার বিভিন্ন জায়গায় অবরোধ করে BJP । দলীয় কর্মীদের দাবি, তমালকান্তি গুঁইকে নিঃশর্ত মুক্তি দেওয়ার পাশাপাশি গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত পুলিশকর্মী ও আধিকারিকদের শাস্তি দিতে হবে ।

আরও পড়ুন : বাঁকুড়ায় জয়শ্রীরাম ধ্বনি দেওয়ায় BJP-তৃণমূল সংঘর্ষ; পুলিশের গুলিতে জখম 3 ?

আরও পড়ুন : বাঁকুড়ায় "জনসংযোগ যাত্রা" তৃণমূলের

BJP-র পথ অবরোধ ও বিক্ষোভের জেরে যানজট হয় । পরে অবরোধ তুলে নেন BJP- কর্মী-সমর্থকরা । অন্যদিকে, গতকালের ঘটনার পর পাত্রসায়রের কাঁকরডাঙায় উত্তেজনা ছড়ায় । পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন রয়েছে RAF ও পুলিশ বাহিনী ।

Intro:পাত্রসায়েরের ঘটনার প্রতিবাদে বাঁকুড়ার মেজিয়ায় জাতীয় সড়ক অবরোধ বিজেপির।
Body:ভাটপাড়ার পর গতকাল দুপুর থেকে উত্তপ্ত হয় বাঁকুড়ার পাত্রসায়ের। জয় শ্রীরাম ধ্বনি কে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হয় পাত্রসায়ের এলাকায়। বেঁধে যায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ।
পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। বিজেপি তরফে অভিযোগ করা হয় এলাকাকে শান্ত করার নাম করে বিজেপি কর্মীদের উপর পুলিশ নির্বিচারে গুলি চালায়। তাতে তিনজন তাদের সমর্থক আহত হন বলে দাবি বিজেপির । এই ঘটনার প্রেক্ষিতে জেলা জুড়ে বিক্ষোভে নামে বিজেপি। জেলার বিভিন্ন প্রান্তে পথ অবরোধ ও বিক্ষোভ শুরু করেন বিজেপির কর্মী ও সমর্থকরা। জেলার মেজিয়া ব্লকের বিজেপির কর্মী-সমর্থকেরা মেজিয়া স্কুল মোড়ে পাত্রসায়েরের ঘটনার প্রতিবাদ জানিয়ে বাঁকুড়া রানীগঞ্জ 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান।Conclusion:এই অবরোধের ফলে জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে পড়ে একাধিক গাড়ি। যদিও মিনিট দশেকের অবরোধের পর অবরোধ তুলে নেন বিজেপির কর্মী-সমর্থকেরা। স্বাভাবিক হয়ে যান চলাচল।
বাইট - মিঠুন পান্ডে (বিজেপির মন্ডল সভাপতি,মেজিয়া)
Last Updated : Jun 23, 2019, 10:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.