ETV Bharat / state

ঊর্ধ্বমুখী বাজার দর ! জামাই ষষ্ঠীর কেনাকাটায় মাথায় হাত বাঁকুড়াবাসীর - kotulpur market in bankura

ঝড়-বৃষ্টির জেরে একাধিক জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে চাষের ৷ অনেক জেলাতেই জেগান কমেছে মাছের। সব মিলিয়ে জামাই ষষ্ঠীর আগে ঊর্ধ্বমুখী বাজার দর!

ঊর্ধ্বমুখী বাজার দর !
ঊর্ধ্বমুখী বাজার দর !
author img

By

Published : Jun 15, 2021, 7:57 PM IST

Updated : Jun 15, 2021, 10:52 PM IST

কোতুলপুর , 15 জুন : বাঙালির বারো মাসে তেরো পার্বণ ৷ ইদানিংকালে বাঙালির জামাই ষষ্ঠীও পার্বণের মধ্যেই পড়ে গিয়েছে ৷ আম-জাম-কাঁঠাল , মাছ-মাংস , রকমারি মিষ্টি , কী থাকে না পাতে ! কিন্তু এবারের জামাই ষষ্ঠীতে ব্যাগ ভরাতে গিয়ে কার্যত হিমসিম খেতে হচ্ছে মধ্যবিত্তদের ৷ বাজার আগুন ৷ মন ভরে জামাইকে খাওয়ানো যেন দূর-অস্ত ৷ সাধ থাকলেও সাধ্যি নেই ৷

বাঁকুড়ার কোতুলপুরের বাজার ৷ লাস্ট মিনিটের কেনাকাটা করতে গিয়ে মাথায় হাত শ্বশুরদের ৷ সবজি থেকে শুরু করে মরশুমি ফল, কাটা পোনা , চিংড়ি , ইলিশ , মাংস সবই ধরাছোঁয়ার বাইরে ৷ কাঁঠাল 200 টাকা পিস ৷ তো চিংড়ি 500 টাকা কেজি ৷ খাসির মাংস তো ধরাছোঁয়ার বাইরে ৷ কারও কাছে 750 টাকা কেজি, তো কারও কাছে আরও বেশি ৷ জামাইদের খাওয়াবেন কী ? আদর যত্নই বা করবেন কীভাবে ? কপালে চিন্তার ভাঁজ পড়েছে শ্বশুরদের ৷

একঝলকে দেখে নিন বাজার দর...
একঝলকে দেখে নিন বাজার দর...

নিমাইচন্দ্র দাস নামে এক ক্রেতা বললেন , "বাজার করব কী ! যাই কিনতে যাচ্ছি , তারই দাম বেশি ৷ মাংস -মাছ সব কিছুর দামই আকাশছোঁয়া ৷ লকডাউনের জেরে একে কাজ নেই ৷ তার উপর জিনিসপত্রের দাম ৷ সব মিলিয়ে মধ্যবিত্তদের জন্য খুবই সমস্যা হয়ে দাঁড়িয়েছে ৷ "

ঊর্ধ্বমুখী বাজার দর ! হিমসিম খাচ্ছেন ক্রেতারা

অন্যদিকে সন্তোষ কুন্ডু নামে এক সবজি বিক্রেতার দাবি , "ঝড়-জলে চাষের ক্ষেত সব নষ্ট হয়ে গিয়েছে ৷ ফলে বাজারে সবজি আমদানিও কম হচ্ছে ৷ যার ফলে সবজির দামও বেশি হচ্ছে ৷ লকডাউনের জেরে কাজ হারিয়েছেন অনেকেই ৷ তাই অন্যান্যবারের তুলনায় এবারে বাজারে ভিড় অনেকটাই কম ৷ "

আরও পড়ুন : সূর্য মোদকের ভিয়েনে এবার 'বৌমা ষষ্ঠী'

কোতুলপুর , 15 জুন : বাঙালির বারো মাসে তেরো পার্বণ ৷ ইদানিংকালে বাঙালির জামাই ষষ্ঠীও পার্বণের মধ্যেই পড়ে গিয়েছে ৷ আম-জাম-কাঁঠাল , মাছ-মাংস , রকমারি মিষ্টি , কী থাকে না পাতে ! কিন্তু এবারের জামাই ষষ্ঠীতে ব্যাগ ভরাতে গিয়ে কার্যত হিমসিম খেতে হচ্ছে মধ্যবিত্তদের ৷ বাজার আগুন ৷ মন ভরে জামাইকে খাওয়ানো যেন দূর-অস্ত ৷ সাধ থাকলেও সাধ্যি নেই ৷

বাঁকুড়ার কোতুলপুরের বাজার ৷ লাস্ট মিনিটের কেনাকাটা করতে গিয়ে মাথায় হাত শ্বশুরদের ৷ সবজি থেকে শুরু করে মরশুমি ফল, কাটা পোনা , চিংড়ি , ইলিশ , মাংস সবই ধরাছোঁয়ার বাইরে ৷ কাঁঠাল 200 টাকা পিস ৷ তো চিংড়ি 500 টাকা কেজি ৷ খাসির মাংস তো ধরাছোঁয়ার বাইরে ৷ কারও কাছে 750 টাকা কেজি, তো কারও কাছে আরও বেশি ৷ জামাইদের খাওয়াবেন কী ? আদর যত্নই বা করবেন কীভাবে ? কপালে চিন্তার ভাঁজ পড়েছে শ্বশুরদের ৷

একঝলকে দেখে নিন বাজার দর...
একঝলকে দেখে নিন বাজার দর...

নিমাইচন্দ্র দাস নামে এক ক্রেতা বললেন , "বাজার করব কী ! যাই কিনতে যাচ্ছি , তারই দাম বেশি ৷ মাংস -মাছ সব কিছুর দামই আকাশছোঁয়া ৷ লকডাউনের জেরে একে কাজ নেই ৷ তার উপর জিনিসপত্রের দাম ৷ সব মিলিয়ে মধ্যবিত্তদের জন্য খুবই সমস্যা হয়ে দাঁড়িয়েছে ৷ "

ঊর্ধ্বমুখী বাজার দর ! হিমসিম খাচ্ছেন ক্রেতারা

অন্যদিকে সন্তোষ কুন্ডু নামে এক সবজি বিক্রেতার দাবি , "ঝড়-জলে চাষের ক্ষেত সব নষ্ট হয়ে গিয়েছে ৷ ফলে বাজারে সবজি আমদানিও কম হচ্ছে ৷ যার ফলে সবজির দামও বেশি হচ্ছে ৷ লকডাউনের জেরে কাজ হারিয়েছেন অনেকেই ৷ তাই অন্যান্যবারের তুলনায় এবারে বাজারে ভিড় অনেকটাই কম ৷ "

আরও পড়ুন : সূর্য মোদকের ভিয়েনে এবার 'বৌমা ষষ্ঠী'

Last Updated : Jun 15, 2021, 10:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.