বাঁকুড়া, 5 ডিসেম্বর: শান্তাশ্রম এলাকায় গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের দেহ উদ্ধার করল ইন্দাস থানার পুলিশ (Hanging body of Youth recovered from tree) । এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে এলাকায় সাধারণ মানুষদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে । মৃত ওই যুবকের নাম রাজদুর্লভ পাঁজা । বয়স আনুমানিক 27 বছর । বাড়ি মদনবাটি এলাকায় ।
জানা গিয়েছে, ওই যুবক আরামবাগের একটি রাইস মিলে কাজ করতেন ৷ রবিবার তিনি গ্রামে এলেও নিজের বাড়ি যাননি ৷ সোমবার সকালে শান্তাশ্রম এলাকায় দেখতে পাওয়া যায় একটি গাছে গলায় দড়ি দেওয়া অবস্থায় তাঁর ঝুলন্ত দেহ । খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় ইন্দাস থানার পুলিশ ৷
আরও পড়ুন: শিলিগুড়িতে দম্পতির রহস্যমৃত্যু, বেডরুম থেকে উদ্ধার হল দেহ
দেহ উদ্ধার করে পুলিশ বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । তবে ঠিক কী কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে, আজানা সকলের ৷ তবে এর পেছনে অন্য কোন রহস্য রয়েছে, না এটা আত্মহত্যার ঘটনা, তদন্ত শুরু করেছে ইন্দাস থানার পুলিশ ।