কলকাতা, 17 ডিসেম্বর : এবার তৃণমূল ছাড়লেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ৷ প্রাক্তন পৌরপ্রধান ও বাঁকুড়া জেলায় তৃণমূলের সহ সভাপতি ছিলেন তিনি ৷ বৃহস্পতিবার তিনি তাঁর ইস্তফাপত্র জেলা তৃণমূল সভাপতি শ্যামল সাঁতরাকে পাঠিয়ে দেন ৷ একইসঙ্গে তাঁর সরকারি নিরাপত্তা প্রত্যাহারের আবেদনও করেন তিনি ৷
প্রসঙ্গত বেশ কয়েকদিন ধরেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্য়ায়ের সঙ্গে দূরত্ব বাড়ছিল তৃণমূলের ৷ সম্প্রতি বিষ্ণুপুরের পৌরসভার প্রশাসকের পদ থেকেও তাঁকে সরিয়ে দেওয়া হয় ৷
সাংবাদিকদের তিনি বলেন, ‘‘এসডিপিওকে আমাকে দেওয়া সরকারি নিরাপত্তা প্রত্যাহার করার আবেদন করেছি ৷ আমাকে দলে কাজ করতে দেওয়া হয়নি ৷ বিভিন্ন সময়ে বাধা দেওয়া হয়েছে ৷ তাই দল থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি ৷ আমার ইস্তফাপত্র সভাপতিকে পাঠিয়ে দিয়েছি ৷’’
এর আগে আজ সকালে দল ছাড়েন শুভেন্দু অধিকারী ৷ এরপরই আসানসোলের প্রশাসকের পদে ইস্তফা দেন জিতেন্দ্র তিওয়ারি ৷ তারপরই দল ছাড়েন তিনিও ৷