ETV Bharat / state

প্রয়াত বাঁকুড়ার প্রাক্তন বাম বিধায়ক ইন্দ্রজিৎ টাঙ্গি - former mla of bankura Indrajit Tangi

ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন । আজ ভোরে বাঁকুড়ার জয়পুর ব্লকের খাটুল গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাঁকুড়ার প্রাক্তন বাম বিধায়ক ইন্দ্রজিৎ টাঙ্গি ।

ছবি
author img

By

Published : Nov 2, 2019, 1:40 PM IST

Updated : Nov 2, 2019, 1:58 PM IST

বাঁকুড়া, 2 নভেম্বর : মারা গেলেন বাঁকুড়ার প্রাক্তন বাম বিধায়ক ইন্দ্রজিৎ টাঙ্গি । তাঁর বয়স হয়েছিল 75 বছর । আজ ভোরে বাঁকুড়ার জয়পুর ব্লকের খাটুল গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ।

দীর্ঘদিন ধরে বাঁকুড়ায় CPI-র জেলা সম্পাদক ছিলেন । 2006 সালে নির্বাচনে জয়লাভ করে বাঁকুড়ার ইন্দপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হন । ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি । আজ সকালে তাঁকে শ্রদ্ধা জানাতে খাটুলের বাড়িতে উপস্থিত হন জেলা ও রাজ্যের বাম নেতারা ।

দেখুন ভিডিয়ো

31 অক্টোবর মারা যান প্রাক্তন বাম সাংসদ গুরুদাস দাশগুপ্ত ৷ বয়স হয়েছিল 83 বছর ৷ দীর্ঘদিন ধরে হার্ট ও কিডনির সমস্যায় ভুগছিলেন ।

বাঁকুড়া, 2 নভেম্বর : মারা গেলেন বাঁকুড়ার প্রাক্তন বাম বিধায়ক ইন্দ্রজিৎ টাঙ্গি । তাঁর বয়স হয়েছিল 75 বছর । আজ ভোরে বাঁকুড়ার জয়পুর ব্লকের খাটুল গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ।

দীর্ঘদিন ধরে বাঁকুড়ায় CPI-র জেলা সম্পাদক ছিলেন । 2006 সালে নির্বাচনে জয়লাভ করে বাঁকুড়ার ইন্দপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হন । ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি । আজ সকালে তাঁকে শ্রদ্ধা জানাতে খাটুলের বাড়িতে উপস্থিত হন জেলা ও রাজ্যের বাম নেতারা ।

দেখুন ভিডিয়ো

31 অক্টোবর মারা যান প্রাক্তন বাম সাংসদ গুরুদাস দাশগুপ্ত ৷ বয়স হয়েছিল 83 বছর ৷ দীর্ঘদিন ধরে হার্ট ও কিডনির সমস্যায় ভুগছিলেন ।

Intro:চলে গেলেন সিপি আই এর বাঁকুড়া জেলার প্রাক্তন সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক ইন্দ্রজিৎ টাঙ্গি।Body:গুরুদাস দাসগুপ্তর পর মারা গেলেন সিপি আই এর বাঁকুড়া জেলার প্রাক্তন সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক ইন্দ্রজিৎ টাঙ্গি। আজ ভোরে বাঁকুড়ার জয়পুর ব্লকের খাটুল গ্রামে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘ সময় বাঁকুড়ায় সিপি আই এর জেলা সম্পাদক ছিলেন। ২০০৬ সালে নির্বাচনে জয়লাভ করে তিনি বাঁকুড়ার ইন্দপুর বিধান সভা কেন্দ্রের বিধায়ক হন।Conclusion:সম্প্রতি দুরারোগ্য ক্যানসার রোগে আক্রান্ত হয়ে তিনি চিকিৎসাধীন ছিলেন। আজ তাঁর মৃত্যতে জেলার বাম কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এদিন সকালে তাঁর মরদেহে শ্রদ্ধা জানাতে জেলা ও রাজ্যের বহু বাম নেতা তাঁর খাটুলের বাড়িতে হাজির হন।

বাইটঃ- গনেশ মুখার্জী (বাম নেতা)
Last Updated : Nov 2, 2019, 1:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.