ETV Bharat / state

বাইক মিছিল নিয়ে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, জখম 5 - khasmat ali

বাঁকুড়ার জয়পুরে তৃণমূলের দু'পক্ষের দফায় দফায় সংঘর্ষে জখম হয়েছে পাঁচজন ।

জখম
author img

By

Published : Apr 28, 2019, 6:09 PM IST

Updated : Apr 28, 2019, 7:18 PM IST

বাঁকুড়া, 28 এপ্রিল : তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হল বাঁকুড়ার জয়পুরের উত্তরবাড় অঞ্চলের শালতোড়া গ্রাম । গতকাল থেকে দু'পক্ষের দফায় দফায় সংঘর্ষে এখনও পর্যন্ত জখম হয়েছে পাঁচজন । আহতরা বিষ্ণুপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন । লোকসভা নির্বাচনের আগে শাসক দলের দুই গোষ্ঠীর সংঘর্ষে আতঙ্কে স্থানীয়রা ।

গতকাল জয়পুর ব্লক তৃণমূল যুব সভাপতি বাবর আলি কোটালের নেতৃত্বে এলাকায় বাইক মিছিল হয় । অভিযোগ, মিছিলে বাবর আলির অনুগামীদের মারধর করে বিরোধী গোষ্ঠী জাকির আলির লোকজন । ঘটনায় দু'পক্ষের লোকেরাই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে।

ঘটনায় জখম হয়ে হাসপাতালে ভরতি জাকির গোষ্ঠীর লোক হিসেবে পরিচিত খাসমত আলি বায়েনের অভিযোগ, "বাবর আলি কোটালের গোষ্ঠীর লোকজন আমাদের মারধর করেছে ।"

অন্যদিকে জখম হয়ে হাসপাতালে ভরতি বাবর আলির অনুগামী মুজিবর মণ্ডল জাকির গোষ্ঠীর বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলছেন ।

বাঁকুড়া, 28 এপ্রিল : তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হল বাঁকুড়ার জয়পুরের উত্তরবাড় অঞ্চলের শালতোড়া গ্রাম । গতকাল থেকে দু'পক্ষের দফায় দফায় সংঘর্ষে এখনও পর্যন্ত জখম হয়েছে পাঁচজন । আহতরা বিষ্ণুপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন । লোকসভা নির্বাচনের আগে শাসক দলের দুই গোষ্ঠীর সংঘর্ষে আতঙ্কে স্থানীয়রা ।

গতকাল জয়পুর ব্লক তৃণমূল যুব সভাপতি বাবর আলি কোটালের নেতৃত্বে এলাকায় বাইক মিছিল হয় । অভিযোগ, মিছিলে বাবর আলির অনুগামীদের মারধর করে বিরোধী গোষ্ঠী জাকির আলির লোকজন । ঘটনায় দু'পক্ষের লোকেরাই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে।

ঘটনায় জখম হয়ে হাসপাতালে ভরতি জাকির গোষ্ঠীর লোক হিসেবে পরিচিত খাসমত আলি বায়েনের অভিযোগ, "বাবর আলি কোটালের গোষ্ঠীর লোকজন আমাদের মারধর করেছে ।"

অন্যদিকে জখম হয়ে হাসপাতালে ভরতি বাবর আলির অনুগামী মুজিবর মণ্ডল জাকির গোষ্ঠীর বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলছেন ।

Intro:'পুলিশ ও তৃণমূলের গুণ্ডারা আপনাদের ঠিকানা বদলে ফেলুন'। শুক্রবার বাঁকুড়ার কোতুলপুরে এসে এই ভাষাতেই শাসক ও পুলিশকে হুঁশিয়ারী দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। 'Body:'জেনে গেছে জনতা বিদায় নেবে মমতা' আওয়াজ তুলে তিনি আরো বলেন, যারা একটু 'তেরিমেরি' করছেন তারা ঠিক করুন ২৩ তারিখের পর কোথায় যাবেন। সারা দেশে বিজেপির প্রাধান্য থাকলেও পশ্চিমবঙ্গে এতো দিন তারা কমজোরি ছিল, এবারের লোকসভা নির্বাচনে ২৩ থেকে ৩৩ টি আসন বিজেপি জিতবে বলে আত্মবিশ্বাসী বিজেপির রাজ্য সভাপতি। 'আক্রান্ত' দলীয় কর্মীদের আশ্বস্ত করে তিনি বলেন, যারা এখন আমাদের কর্মীদের চমকাচ্ছে, ধমকাচ্ছে তাদের সব নাম লিখে রেখেছি। ২৩ তারিখের পর সেই সব লোকেদের বাড়ির ভাত খেতে দেওয়া হবেনা বলে দিলীপ ঘোষ হুঁশিয়ারী দেন। কেউ যদি মনে করে পশ্চিম বঙ্গটা ভারতবর্ষের বাইরে সে ভুল করছে বলেও এদিন তিনি হুঁশিয়ারী দেন।Conclusion:বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এদিন দলের বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌমিত্র খাঁ এর সমর্থণে প্রচারে কোতুলপুরে আসেন। এখানে এসে প্রার্থী সৌমিত্র খাঁ এর স্ত্রীকে সঙ্গে নিয়ে মিছিল ও পথসভা করেন তিনি। এখন দেখার 23 শে মে ভোটের ফলাফলে এই প্রচারের প্রভাব কতটা পড়বে।
Last Updated : Apr 28, 2019, 7:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.