বাঁকুড়া, 8 এপ্রিল : বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে ভয়াবহ আগুন । দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বিভাগ। যদিও পরে ফের সেখানে আগুন লাগে ।
গতকাল দুপুর নাগাদ পাহাড়ের কিছুটা উঁচুতে হঠাৎই ধোঁয়া দেখতে পান স্থানীয়রা । দেখা যায় আগুনের শিখাও । খবর দেওয়া হয় ছাতনা থানায় এবং দমকল বিভাগকে । দমকল এসে দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । বিকেলের দিকে আগুন নিভেও যায় ।
এরপর হঠাৎই মাঝরাতে ফের আগুন দেখা যায় পাহাড়ে । পাহাড়ের সামনের দিকে অর্থাৎ যেখানে জলধারা প্রবাহিত হচ্ছে ঠিক তার উপরে আগুন লাগে । বাতাসের সাহায্যে সেই আগুন ছড়িয়ে পড়ে পাহাড়ের বিস্তীর্ণ এলাকাজুড়ে । ওই পাহাড়ে জঙ্গল রয়েছে, সঙ্গে আছে বিভিন্ন মূল্যবান গাছ । বেশ কিছু জন্তু-জানোয়ারোও দেখা যায় । তাই আগুন লাগার ফলে যথেষ্ট ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে ।
ঘটনাস্থানে পৌঁছায় ছাতনা থানার পুলিশ এবং দমকল বিভাগের কর্মীরা । ভোররাতে আগুন নিয়ন্ত্রণে আসে ।