ETV Bharat / state

নদীগর্ভ ভরাট করে মুখ্যমন্ত্রীর সভা, জেলাশাসকের কাছে অভিযোগ

author img

By

Published : Feb 8, 2020, 12:14 AM IST

গন্ধেশ্বরীর নদীগর্ভ ভরাট করে জনসভা মুখ্যমন্ত্রীর ৷ এতে ক্ষতি হতে পারে নদীর, সমস্যায় পড়তে পারে বাঁকুড়ার মানুষ ৷ এই বিষয়ে বাঁকুড়া গন্ধেশ্বরী বাঁচাও কমিটির তরফে জেলাশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷

filling up Gandheswari riverbed to organise CM meeting, river protection committee protests
নদীগর্ভ ভরাট করে মুখ্যমন্ত্রীর সভা, বিতর্কে মুখ্যমন্ত্রী

বাঁকুড়া, 7ফেব্রুয়ারি : নদীগর্ভ ভরাট করে হবে মুখ্যমন্ত্রীর সভা ৷ এতে গন্ধেশ্বরী নদীর ক্ষতি হতে পারে ৷ এই আশঙ্কা প্রকাশ করে সভার বিরোধিতা করে প্রশাসনের দ্বারস্থ হল বাঁকুড়ার গন্ধেশ্বরী বাঁচাও কমিটি ।


আগামী 11 ই ফেব্রুয়ারি বাঁকুড়া জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেদিন বাঁকুড়া শহরের পাঠকপাড়ার কাছে গন্ধেশ্বরী নদীর তীরে মুখ্যমন্ত্রীর সভা করার কথা রয়েছে । যে কারণে সভাস্থানের পাশাপাশি নদীগর্ভে একটি অস্থায়ী পরিকাঠামো তৈরি করা হচ্ছে কর্মী-সমর্থকদের বসার জন্য । গন্ধেশ্বরী বাঁচাও কমিটির অভিযোগ, এর ফলে নদীগর্ভ ও নদীপাড়ের মধ্যে কোনও ফারাক থাকছে না ৷ যার ফলে আগামী দিনে সমস্যার মুখোমুখি হতে হবে বাঁকুড়ার বাসিন্দাদের । এই বিষয়ে বাঁকুড়া গন্ধেশ্বরী বাঁচাও কমিটির তরফে জেলাশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷ রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এমনকী মুখ্যমন্ত্রীকেও ই-মেইলের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে বলে জানিয়েছে গন্ধেশ্বরী বাঁচাও কমিটি । যদিও কমিটির এই অভিযোগ অস্বীকার করে জেলা তৃণমূলের তরফে বলা হয়েছে, মঞ্চটি করা হচ্ছে ব্যক্তিগত মালিকানার জমির উপর ৷ নদীর বা কারও কোনও সমস্যা হবে না ৷

নদীগর্ভ ভরাট করে মুখ্যমন্ত্রীর সভা, বিতর্ক

বাঁকুড়া, 7ফেব্রুয়ারি : নদীগর্ভ ভরাট করে হবে মুখ্যমন্ত্রীর সভা ৷ এতে গন্ধেশ্বরী নদীর ক্ষতি হতে পারে ৷ এই আশঙ্কা প্রকাশ করে সভার বিরোধিতা করে প্রশাসনের দ্বারস্থ হল বাঁকুড়ার গন্ধেশ্বরী বাঁচাও কমিটি ।


আগামী 11 ই ফেব্রুয়ারি বাঁকুড়া জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেদিন বাঁকুড়া শহরের পাঠকপাড়ার কাছে গন্ধেশ্বরী নদীর তীরে মুখ্যমন্ত্রীর সভা করার কথা রয়েছে । যে কারণে সভাস্থানের পাশাপাশি নদীগর্ভে একটি অস্থায়ী পরিকাঠামো তৈরি করা হচ্ছে কর্মী-সমর্থকদের বসার জন্য । গন্ধেশ্বরী বাঁচাও কমিটির অভিযোগ, এর ফলে নদীগর্ভ ও নদীপাড়ের মধ্যে কোনও ফারাক থাকছে না ৷ যার ফলে আগামী দিনে সমস্যার মুখোমুখি হতে হবে বাঁকুড়ার বাসিন্দাদের । এই বিষয়ে বাঁকুড়া গন্ধেশ্বরী বাঁচাও কমিটির তরফে জেলাশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷ রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এমনকী মুখ্যমন্ত্রীকেও ই-মেইলের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে বলে জানিয়েছে গন্ধেশ্বরী বাঁচাও কমিটি । যদিও কমিটির এই অভিযোগ অস্বীকার করে জেলা তৃণমূলের তরফে বলা হয়েছে, মঞ্চটি করা হচ্ছে ব্যক্তিগত মালিকানার জমির উপর ৷ নদীর বা কারও কোনও সমস্যা হবে না ৷

নদীগর্ভ ভরাট করে মুখ্যমন্ত্রীর সভা, বিতর্ক
Intro:নদীগর্ভে মুখ্যমন্ত্রীর সভার বিরোধিতা করে প্রশাসনের দ্বারস্থ হল বাঁকুড়ার গন্ধেশ্বরী বাঁচাও কমিটি।


Body:আগামী 11 ই ফেব্রুয়ারী জেলা সফরে আসছেন বাঁকুড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বাঁকুড়া শহরের পাঠক পাড়ার কাছে গন্ধেশ্বরী নদীর তীরে মুখ্যমন্ত্রীর একটি রাজনৈতিক সভা করার কথা রয়েছে। যে কারণে সভাস্থলে পাশাপাশি নদীগর্ভে একটি অস্থায়ী পরিকাঠামো তৈরি করা হচ্ছে কর্মী-সমর্থকদের বসার জন্য। গন্ধেশ্বরী বাঁচাও কমিটির অভিযোগ, এর ফলে নদীগর্ভ নদীপাড়ের মধ্যে কোন ফারাক থাকছে না যার ফলে আগামী দিনে সমস্যার মুখোমুখি হতে হবে বাঁকুড়া বাসীকে। এ বিষয়ে বাঁকুড়া গন্ধেশ্বরী বাঁচাও কমিটির তরফ এ জেলা শাসকের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এমনকি মুখ্যমন্ত্রীকে ও ইমেইলের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে বলে জানিয়েছে গন্ধেশ্বরী বাঁচাও কমিটি। যদিও কমিটির এই অভিযোগ অস্বীকার করে জেলা তৃণমূলের তরফে বলা হয়েছে, মঞ্চটি করা হচ্ছে ব্যক্তিগত মালিকানার জমির উপরে এবং কিছু মানুষের জন্য ব্যবস্থা করা হচ্ছে নদীর গা ঘেঁষে সে ক্ষেত্রে নদীর কোন সমস্যা হবে না।


Conclusion: মুখ্যমন্ত্রীর তিনদিনের জেলা সফর শুরু হবে রাজনৈতিক সভার মাধ্যমে পাঠক পাড়া গন্ধেশ্বরী নদীর পাড়ে 11 ই ফেব্রুয়ারি। তবে সভার আগেই বিতরকের মুখে পড়ল সভাস্থল। বাইট: গঙ্গা গোস্বামী, নেতা, গন্ধেশ্বরী বাঁচাও কমিটি বাইট: শুভাশিস বটব্যাল, সভাপতি, বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেস
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.