ETV Bharat / state

Housewife Unnatural Death in Sonamukhi: সোনামুখীতে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে দুই পরিবারের মধ্যে হাতাহাতি, আহত 6 - সোনামুখীতে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

গৃহবধূর অস্বাভাকি মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা বাঁকুড়ার সোনামুখী ব্লকের রামপুর গ্রামে (Housewife Unnatural Death in Sonamukhi) ৷ দুই পরিবারের মধ্যে বচসা থেকে হাতাহাতির অভিযোগ (Bankura Latest News) ৷ ঘটনায় দু’পক্ষের 6 জন আহত হয়েছেন বলে অভিযোগ (Unnatural Death of Housewife) ৷

Fight Between Two Families Over Burnt Death of Housewife
গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে দুই পরিবারের হাতাহাতি
author img

By

Published : Nov 27, 2021, 10:19 AM IST

সোনামুখী (বাঁকুড়া), 27 নভেম্বর : গৃহবধূর আগুনে পুড়ে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বচসা এবং মারামারির অভিযোগ (Burnt Death of Housewife) ৷ ঘটনায় দু’পক্ষের 6 জন আহত হয়েছেন ৷ শুক্রবার বাঁকুড়ার সোনামুখী ব্লকের রামপুর গ্রামের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় (Burnt Death of Housewife in Bankura) ৷ অভিযোগ, লাঠি ও বাঁশ নিয়ে দু’পক্ষের মধ্যে মারামারি হয় ৷ পরিস্থিতি সামাল দিতে পুলিশে খবর দেয় স্থানীয়রা ৷

পুলিশ সূত্রে খবর, সোনামুখী ব্লকের বোন্দলহাটি গ্রামের শ্রাবণী বাউড়ির সঙ্গে 5 বছর আগে রামপুর গ্রামের বাপি বাউড়ির বিয়ে হয় ৷ তাঁদের আড়াই বছরের একটি সন্তানও আছে ৷ গত কয়েক বছর ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হত বলে জানতে পেরেছে পুলিশ ৷ কিন্তু, শুক্রবার সেই অশান্তি চরমে ওঠে ৷ আর তখনই শ্রাবণী বাউড়ি নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানিয়েছেন বাপির পরিবারের লোকজন (Unnatural Death of Housewife) ৷ স্ত্রীকে আগুনে পুড়তে দেখে বাপি তাঁকে বাঁচাতে যান এবং তিনিও অগ্নিদগ্ধ হন ৷

আরও পড়ুন : Malda Housewife Death : কন্যাসন্তানের জন্ম দেওয়ায় গৃহবধূকে খুনের অভিযোগ মালদায়

স্থানীয়রা বিষয়টি জানতে পেরে দু’জনকে অগ্নিদগ্ধ অবস্থায় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় (Bankura News) ৷ সেখানেই এ দিন ভোররাতে মারা যান শ্রাবণী ৷ এ দিকে মেয়ের মৃত্যুর খবর পেয়ে, শ্রাবণীর বাপের বাড়ির লোকজন রামপুরে তাঁর শ্বশুর বাড়িতে যান ৷ কীভাবে এই ঘটনা ঘটল তা জানতে চান তাঁরা ৷ অভিযোগ সেই প্রশ্ন করতেই বাপির পরিবারের লোকজন তাঁদের দিকে তেড়ে যায় ৷ রীতিমতো হাতাহাতি শুরু করেন তাঁরা ৷ লাঠি, বাঁশ নিয়ে তেড়ে যায় বলেও অভিযোগ ৷ পাল্টা শ্রাবণীর বাপের বাড়ির সদস্যরাও মারামারি করতে শুরু করেন ৷ এমনকি পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পরেও দু’পক্ষের মধ্যে হাতাহাতি হয় ৷

আরও পড়ুন : Murder : বাবাই খুন করেছে মাকে, অভিযোগ পাঁচ বছরের মেয়ের

এই ঘটনায় দু’পক্ষের মোট 6 জন আহত হয়েছেন ৷ আহতদের সোনামুখী গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷ তাঁদের মধ্যে একজনের চোট গুরুতর হওয়ায়, তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় (Bankura Latest News) ৷ পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ৷ তবে, অগ্নিদগ্ধ অবস্থায় বাপি বাউড়ি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷

সোনামুখী (বাঁকুড়া), 27 নভেম্বর : গৃহবধূর আগুনে পুড়ে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বচসা এবং মারামারির অভিযোগ (Burnt Death of Housewife) ৷ ঘটনায় দু’পক্ষের 6 জন আহত হয়েছেন ৷ শুক্রবার বাঁকুড়ার সোনামুখী ব্লকের রামপুর গ্রামের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় (Burnt Death of Housewife in Bankura) ৷ অভিযোগ, লাঠি ও বাঁশ নিয়ে দু’পক্ষের মধ্যে মারামারি হয় ৷ পরিস্থিতি সামাল দিতে পুলিশে খবর দেয় স্থানীয়রা ৷

পুলিশ সূত্রে খবর, সোনামুখী ব্লকের বোন্দলহাটি গ্রামের শ্রাবণী বাউড়ির সঙ্গে 5 বছর আগে রামপুর গ্রামের বাপি বাউড়ির বিয়ে হয় ৷ তাঁদের আড়াই বছরের একটি সন্তানও আছে ৷ গত কয়েক বছর ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হত বলে জানতে পেরেছে পুলিশ ৷ কিন্তু, শুক্রবার সেই অশান্তি চরমে ওঠে ৷ আর তখনই শ্রাবণী বাউড়ি নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানিয়েছেন বাপির পরিবারের লোকজন (Unnatural Death of Housewife) ৷ স্ত্রীকে আগুনে পুড়তে দেখে বাপি তাঁকে বাঁচাতে যান এবং তিনিও অগ্নিদগ্ধ হন ৷

আরও পড়ুন : Malda Housewife Death : কন্যাসন্তানের জন্ম দেওয়ায় গৃহবধূকে খুনের অভিযোগ মালদায়

স্থানীয়রা বিষয়টি জানতে পেরে দু’জনকে অগ্নিদগ্ধ অবস্থায় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় (Bankura News) ৷ সেখানেই এ দিন ভোররাতে মারা যান শ্রাবণী ৷ এ দিকে মেয়ের মৃত্যুর খবর পেয়ে, শ্রাবণীর বাপের বাড়ির লোকজন রামপুরে তাঁর শ্বশুর বাড়িতে যান ৷ কীভাবে এই ঘটনা ঘটল তা জানতে চান তাঁরা ৷ অভিযোগ সেই প্রশ্ন করতেই বাপির পরিবারের লোকজন তাঁদের দিকে তেড়ে যায় ৷ রীতিমতো হাতাহাতি শুরু করেন তাঁরা ৷ লাঠি, বাঁশ নিয়ে তেড়ে যায় বলেও অভিযোগ ৷ পাল্টা শ্রাবণীর বাপের বাড়ির সদস্যরাও মারামারি করতে শুরু করেন ৷ এমনকি পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পরেও দু’পক্ষের মধ্যে হাতাহাতি হয় ৷

আরও পড়ুন : Murder : বাবাই খুন করেছে মাকে, অভিযোগ পাঁচ বছরের মেয়ের

এই ঘটনায় দু’পক্ষের মোট 6 জন আহত হয়েছেন ৷ আহতদের সোনামুখী গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷ তাঁদের মধ্যে একজনের চোট গুরুতর হওয়ায়, তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় (Bankura Latest News) ৷ পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ৷ তবে, অগ্নিদগ্ধ অবস্থায় বাপি বাউড়ি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.