ETV Bharat / state

জঙ্গলমহলে ফের বাঘ-আতঙ্ক, মিলল পায়ের ছাপ - বাঘের পায়ের ছাপ

এখনও পর্যন্ত কোনও গবাদি পশু বা মানুষের উপর আক্রমণ না হলেও পায়ের ছাপ বাঘের বলেই আশঙ্কা করছেন বনবিভাগের কর্মীরা ৷ আতঙ্কে রয়েছে বাঁকুড়াবাসীও ৷ শুধু বাঁকুড়া নয়, আজ ঝাড়গ্রামেও পাওয়া যায় পায়ের ছাপ ৷

বাঘ-আতঙ্ক
বাঘ-আতঙ্ক
author img

By

Published : Jan 5, 2020, 11:09 PM IST

বাঁকুড়া, 5 জানুয়ারি : অজানা জন্তুর পায়ের ছাপ ফের বাঘের আতঙ্ক উসকে দিল জঙ্গলমহলের বাসিন্দাদের মনে ৷ প্রায় এক বছর পর নতুন করে জঙ্গলমহলে বাঘের আতঙ্ক দেখা দিয়েছে ৷ গতকাল বাঁকুড়ার ফুলকুসমা রেঞ্জের বারিকুল এলাকায় জঙ্গলের কাছের একটি মাঠে অজানা জন্তুর পায়ের ছাপ দেখতে পান স্থানীয় বাসিন্দারা ৷ ছাপটি দেখে প্রাথমিকভাবে বাঘের পায়ের ছাপ বলেই মনে করেন তাঁরা ৷ খবর দেন বনবিভাগকে ৷ আজ স্থানীয় রেঞ্জের বনকর্মীরা এসে সেই ছাপ দেখে যান ৷ সঙ্গে তথ্যও সংগ্রহ করে নিয়ে যান ৷ ছাপগুলো কোন জন্তুর তা পর্যালোচনা করে দেখছে বনবিভাগ ৷

যদিও এখনও পর্যন্ত কোনও গবাদি পশু বা মানুষের উপর আক্রমণ হয়নি ৷ তবে, এই পায়ের ছাপ নিয়ে এলাকায় ছড়াতে শুরু করেছে গুজব ৷ কোনও রকম ঝুঁকি নিতে নারাজ বনবিভাগও ৷ তাই আগামীকাল থেকেই এলাকায় ট্র্যাপ ক্যামেরা বসানোর কাজ শুরু হবে বলে বনবিভাগ ৷ এই পায়ের ছাপ বাঘের হলেও হতে পারে বলে অনুমান করছেন বনকর্মীরা ৷ বাঁকুড়া দক্ষিণ বনবিভাগের আধিকারিক এই বিষয়ে এখনও নিশ্চিত নন বলে জানিয়েছেন ৷ তবে ক্যামেরা বসানোর কথা জানিয়েছেন তিনি ৷

tiger
2018-তে জঙ্গলমহলে পাওয়া গিয়েছিল একটি পূর্ণবয়স্ক বাঘের দেহ

প্রায় এক বছর আগে একইভাবে পায়ের ছাপ মিলেছিল পশ্চিম মেদিনীপুরের লালগড়ে ৷ পাশাপাশি, বাঁকুড়ার সারেঙ্গাতেও একই সময়ে অজানা জন্তুর পায়ের ছাপ দেখেন এলাকার মানুষ ৷ এরপর বনবিভাগের তরফে লালগড়ের বেশ কিছু জায়গায় বসানো হয় ট্র্যাপ ক্যামেরা ৷ 2018 সালের 4 মার্চ ওই ট্র্যাপ ক্যামেরাতে প্রথম ধরা পড়ে রয়েল বেঙ্গল টাইগারের ছবি ৷ বনবিভাগের তরফে স্বীকার করা হয়েছিল, এলাকায় বাঘ রয়েছে ৷ বাঘটিকে ধরার চেষ্টা ব্যর্থ হয় ৷ এরপর 13 এপ্রিল লালগড়ের কাঁটাপাহাড়িতে একটি পূর্ণবয়স্ক বাঘের মৃতদেহ উদ্ধার হয় ৷ জানা যায়, বাঘটি ওড়িশার সিমিলিপাল অথবা বিহারের দলমা থেকে এই এলাকায় ঢুকে পড়েছিল ৷ আশঙ্কা ছিল, বাঘটি তার সঙ্গিনীকে নিয়ে এলাকায় প্রবেশ করেছে ৷ এক বছর পর ফের জঙ্গলমহলে অজানা জন্তুর পায়ের ছাপ পুনরায় বাঘের আতঙ্ক নিয়ে এল এলাকাবাসীর মনে ৷

বাঁকুড়া, 5 জানুয়ারি : অজানা জন্তুর পায়ের ছাপ ফের বাঘের আতঙ্ক উসকে দিল জঙ্গলমহলের বাসিন্দাদের মনে ৷ প্রায় এক বছর পর নতুন করে জঙ্গলমহলে বাঘের আতঙ্ক দেখা দিয়েছে ৷ গতকাল বাঁকুড়ার ফুলকুসমা রেঞ্জের বারিকুল এলাকায় জঙ্গলের কাছের একটি মাঠে অজানা জন্তুর পায়ের ছাপ দেখতে পান স্থানীয় বাসিন্দারা ৷ ছাপটি দেখে প্রাথমিকভাবে বাঘের পায়ের ছাপ বলেই মনে করেন তাঁরা ৷ খবর দেন বনবিভাগকে ৷ আজ স্থানীয় রেঞ্জের বনকর্মীরা এসে সেই ছাপ দেখে যান ৷ সঙ্গে তথ্যও সংগ্রহ করে নিয়ে যান ৷ ছাপগুলো কোন জন্তুর তা পর্যালোচনা করে দেখছে বনবিভাগ ৷

যদিও এখনও পর্যন্ত কোনও গবাদি পশু বা মানুষের উপর আক্রমণ হয়নি ৷ তবে, এই পায়ের ছাপ নিয়ে এলাকায় ছড়াতে শুরু করেছে গুজব ৷ কোনও রকম ঝুঁকি নিতে নারাজ বনবিভাগও ৷ তাই আগামীকাল থেকেই এলাকায় ট্র্যাপ ক্যামেরা বসানোর কাজ শুরু হবে বলে বনবিভাগ ৷ এই পায়ের ছাপ বাঘের হলেও হতে পারে বলে অনুমান করছেন বনকর্মীরা ৷ বাঁকুড়া দক্ষিণ বনবিভাগের আধিকারিক এই বিষয়ে এখনও নিশ্চিত নন বলে জানিয়েছেন ৷ তবে ক্যামেরা বসানোর কথা জানিয়েছেন তিনি ৷

tiger
2018-তে জঙ্গলমহলে পাওয়া গিয়েছিল একটি পূর্ণবয়স্ক বাঘের দেহ

প্রায় এক বছর আগে একইভাবে পায়ের ছাপ মিলেছিল পশ্চিম মেদিনীপুরের লালগড়ে ৷ পাশাপাশি, বাঁকুড়ার সারেঙ্গাতেও একই সময়ে অজানা জন্তুর পায়ের ছাপ দেখেন এলাকার মানুষ ৷ এরপর বনবিভাগের তরফে লালগড়ের বেশ কিছু জায়গায় বসানো হয় ট্র্যাপ ক্যামেরা ৷ 2018 সালের 4 মার্চ ওই ট্র্যাপ ক্যামেরাতে প্রথম ধরা পড়ে রয়েল বেঙ্গল টাইগারের ছবি ৷ বনবিভাগের তরফে স্বীকার করা হয়েছিল, এলাকায় বাঘ রয়েছে ৷ বাঘটিকে ধরার চেষ্টা ব্যর্থ হয় ৷ এরপর 13 এপ্রিল লালগড়ের কাঁটাপাহাড়িতে একটি পূর্ণবয়স্ক বাঘের মৃতদেহ উদ্ধার হয় ৷ জানা যায়, বাঘটি ওড়িশার সিমিলিপাল অথবা বিহারের দলমা থেকে এই এলাকায় ঢুকে পড়েছিল ৷ আশঙ্কা ছিল, বাঘটি তার সঙ্গিনীকে নিয়ে এলাকায় প্রবেশ করেছে ৷ এক বছর পর ফের জঙ্গলমহলে অজানা জন্তুর পায়ের ছাপ পুনরায় বাঘের আতঙ্ক নিয়ে এল এলাকাবাসীর মনে ৷

Intro:Vis bytesBody:VisConclusion:Vis
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.