বিষ্ণুপুর, 25 সেপ্টেম্বর : ধর্ষণের শিকার হয়েছিলেন মানসিক ভারসাম্যহীন মহিলা । পুলিশের তৎপরতায় গ্রেপ্তার করা হয় ঘটনায় যুক্ত দু'জনকে । আদালতে তোলা হলে তাদের পুলিশি হেপাজত দেয় বিচারক । অভিযোগ, তারপর থেকেই ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে ধৃতের পরিবার । আজ এই ঘটনায় বাঁকুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেছে ধর্ষিতার পরিবার । বাঁকুড়া সদর থানা এলাকার ঘটনা ।
20 সেপ্টেম্বর (শুক্রবার) বাড়ি থেকে বেরিয়েছিলেন ভারসাম্যহীন ওই মহিলা । অনেক খোঁজাখুঁজির পর দুপুরের দিকে বিকনা এলাকার 60 নম্বর জাতীয় সড়কের কাছে একটি জঙ্গল থেকে ওই মহিলাকে উদ্ধার করেন তাঁর স্বামী । তাঁর অভিযোগ, গণধর্ষণ করা হয়েছে স্ত্রীকে । ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয় । দু'জনকে গ্রেপ্তার করে বাঁকুড়া সদর মহিলা থানার পুলিশ । পরে আরও চারজনকে গ্রেপ্তার করা হয় । তাদের বাঁকুড়া আদালতে তোলা হলে পুলিশি হেপাজতের নির্দেশ দেয় বিচারক ।
নির্যাতিতার স্বামীর অভিযোগ, অভিযুক্তরা গ্রেপ্তার হওয়ার পর থেকেই মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে পরিবার । আজ এই ঘটনায় বাঁকুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন তিনি । ধৃতদের কঠোর শাস্তির দাবিতে তাদের বাড়ির সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা ।