বাঁকুড়া, ৩১ মে: আগামীকাল থেকে ফের খুলছে বাঁকুড়ার বিখ্যাত শতাব্দীপ্রাচীন এক্তেশ্বর শিব মন্দির । লকডাউনের জেরে দুই মাসেরও বেশি সময় ধরে বন্ধ রাখা হয়েছিল এই মন্দির । তবে বিধি নিষেধ বহাল থাকবে । পঞ্চম দফার লকডাউন কার্যকর হচ্ছে শুধুমাত্র কনটেনমেন্ট জ়োনের ক্ষেত্রেই । এদিকে আবার রাজ্য সরকারের তরফে শর্তসাপেক্ষে মন্দির, মসজিদ, গির্জা খোলার অনুমতি মিলেছে । সেই মতোই খোলা হচ্ছে এই শিব মন্দির ।
শুধুমাত্র বাঁকুড়া জেলার নয়, ভিন জেলা এমন কী ভিন রাজ্য থেকেও বহু মানুষ ভিড় জমান বাঁকুড়ার এই এক্তেশ্বর শিব মন্দিরে । ২২ মার্চ জনতা কারফিউ থেকেই বন্ধ রাখা হয়েছিল মন্দির । প্রতিবছর এপ্রিলের শুরুতে এখানে চড়ক পুজো হয় । ২০-২৫ হাজার ভক্তে কামান । অর্থাৎ তাঁরা এক মাস ধরে দিনান্তে একবার খাবার খেয়ে বাড়ির বাইরে রাত কাটিয়ে প্রতিদিন শিব লিঙ্গে জল ঢালেন । ভক্তদের এই রীতি বহু বছর ধরে চলে আসছে । তবে এবছর কোরোনা সংক্রমণ রোধে সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছিল সবকিছুই । শুধুমাত্র নিয়ম রক্ষার জন্য এবছর একজন সেবাইত ভক্তে কামিয়েছিলেন । বন্ধ রাখা হয়েছিল এবছরের চড়ক পুজোও । প্রতি সোমবার বাঁকুড়া তথা সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে কয়েকশো মানুষ এখানে পুজো দিতে আসতেন । এতদিন তা বন্ধ রাখা হয়েছিল । তবে আগামীকাল থেকে আবার মন্দির খুলতে চলেছে ।
মন্দির কমিটির সম্পাদক মাধব দেওঘরিয়া বলেন, "আগামীকাল থেকে আমরা মন্দির খুলছি সরকারি নিয়ম মেনে । আগে ভোর ৪টে থেকে বেলা ২টো পর্যন্ত মন্দির খোলা থাকত । তবে এখন থেকে কিছু নিয়ম পরিবর্তন করা হচ্ছে । সেই নিয়ম মতো এখন সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত খোলা থাকবে মন্দির । সামাজিক দূরত্ব মেনে প্রত্যেককে লাইনে দাঁড়াতে হবে । মাস্ক পরে আসতে হবে মন্দিরে । মন্দির প্রাঙ্গণে ঢোকার দরজায় থাকবেন কমিটির প্রতিনিধি । তিনি প্রত্যেক ভক্তকে হাতে স্যানিটাইজ়ার দেবেন । মন্দির প্রাঙ্গণের আটচালাগুলিতে সামাজিক দূরত্ব বজায় রেখেই পুজো করা হবে । পুজোর পর গর্ভগৃহে একে একে ভক্তরা গিয়ে শিবলিঙ্গে জল ঢালতে পারবেন । একজন বেরোলে অপর একজনকে প্রবেশের অনুমতি দেওয়া হবে । কমিটির স্বেচ্ছাসেবীরাও থাকবেন মন্দির প্রাঙ্গনে । এছাড়াও সুষ্ঠুভাবে যাতে ধর্ম আচরণ পালন করা যায় তার জন্য আমরা স্থানীয় থানায় পুলিশি প্রতিনিধি পাঠানোর জন্য আবেদন জানিয়েছি ।"