বাঁকুড়া, 2 মে: হাতে আর মাত্র কয়েক ঘণ্টা ৷ রাত পোহালে ঈদ উৎসবের আনন্দে মেতে উঠবে সংখ্যা সংখ্যালঘু সম্প্রদায় ৷ ঈদ ঘিরে সেজে উঠেছে বাঁকুড়ার দোকানগুলি ৷ ক্রেতা টানতে রং-বেরংয়ের পসরা সাজানো হয়েছে দোকানে৷
মহাজনের থেকে ধারদেনা করে দোকান সাজিয়েছেন অধিকাংশ ব্যবসায়ী ৷ তবে ঈদের বাজার না থাকায় মাথায় হাত তাঁদের (Eid Market Down in Bankura) ৷ স্থানীয় ব্যবসায়ীদের কথায় অনেক আশা নিয়ে দোকানে সামগ্রী তুলেছেন তাঁরা ৷ কিন্তু ক্রেতার দেখা নেই ৷ তাছাড়া করোনার জেরে সাধারণ মানুষের কাছে অর্থ অনেকটাই কমেছে ৷ ক্রেতাদের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত জিনিসপত্র কেনার আগ্রহ খুব একটা নেই ৷ ফল বিক্রিও বেশ কমেছে ৷
এই প্রসঙ্গেই এক ব্যবসায়ী জানান, জিনিসপত্রের দাম অনেকটাই বেড়েছে ৷ আগে যে সিমুই কেজি প্রতি 80 টাকা দরে বিক্রি হত ৷ এই বছর সেই সিমুই একশ’ কুড়ি থেকে ত্রিশ টাকা দরে বিকোচ্ছে ৷ দাম বেড়ে যাওয়ায় ক্রেতারাও জিনিসপত্র কম কিনছেন ৷
আরও পড়ুন: Eid-ul-Fitr 2022: মিলল না চাঁদের দেখা, দেশে মঙ্গলবার খুশির ঈদপরিমামে কিনছেন
জিনিস কিনতে এসে শেখ কবিরুল ইসলাম নামে এক ক্রেতা জানান, হাতে একেবারেই পয়সা নেই ৷ বাড়ির বাচ্চাদের জামাকাপড় কিনে দিতে হবে ৷ তাই বাধ্য হয়ে যতটুকু সম্ভব কেনাকাটা করছি ।