বাঁকুড়া, 4 অগস্ট : বৃষ্টির জেরে ইন্দাসের শান্তাশ্রম খালের উপর দিয়ে বইছে জল ৷ আতঙ্ক নিয়ে পারাপার সাধারণ মানুষদের। একটু বৃষ্টি হলেই যাতায়াতে চরম সমস্যায় পড়তে হয় এলাকার সাধারণ মানুষদের ৷ প্রতিবছরই বর্ষাকালে এই সমস্যার সম্মুখীন হতে হয় তাদের।
এ ছবি বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের শান্তাশ্রমে দেব খালের। স্থানীয় বাসিন্দাদের দাবি , দুদিনের অত্যাধিক বৃষ্টির কারণে খালের ওপর দিয়ে বইছে জল রীতিমতো চরম সমস্যায় পড়তে হচ্ছে স্কুল পড়ুয়া থেকে স্থানীয় মানুষজন সকলকেই।
বিশেষ করে করিশুন্ডা, পাহাড়পুর, গোবিন্দপুর সহ বেশ কয়েকটি গ্রামের মানুষদের শান্তাশ্রম বাজার হাসপাতাল সহ বিভিন্ন প্রশাসনিক অফিসে আসতে গেলে এই দেব খালের উপর দিয়ে আসতে হয় । কিন্তু এই মুহূর্তে খালের উপর দিয়ে বইছে জল ৷ ডুবে গেছে খালের উপর সেতু ৷ ফলে আতঙ্ক নিয়ে তাদের পারাপার করতে হচ্ছে ৷ যে কোনও মুহূর্তে ঘটতে পারে প্রাণহানির মতো দুর্ঘটনা। সবথেকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে স্কুল পড়ুয়াদের।
আরও পড়ুন : করোনাবিধি নিয়ে কঠোর বাঁকুড়া পুলিশ, চলছে নৈশ অভিযান
প্রান্তিক এই গ্রামের মানুষগুলোর এই মুহূর্তে একটাই দাবি স্থানীয় প্রশাসন দ্রুত এই সমস্যার সমাধানের বিষয়ে আগ্রহী হোক যাতে করে আগামী দিনে তাদের আর কোনও সমস্যার সম্মুখীন হতে না হয়। কবে সাধারণ মানুষের এই দাবি দাওয়া পূরণ হয় সেই আশাতেই দিন গুনছে এলাকার সাধারণ মানুষরা ।
অজয় মাঝি নামে এক স্থানীয় বাসিন্দা জানান, একটু বৃষ্টি হলে এই খালের উপর যে ব্রিজ রয়েছে তা ডুবে যায় ৷ ফলে রীতিমতো আতঙ্ক নিয়ে পারাপার করতে হয় আমাদের। সরকারের কাছে আবেদন দ্রুত এই সমস্যার সমাধান করা হোক ।