ETV Bharat / state

Dropbox in BJP Party Office: পৌরভোটে প্রার্থী হতে চান, ড্রপবক্সে আবেদনপত্র ফেলুন, বাঁকুড়ায় বিজেপির অভিনব উদ্যোগ - Dropbox in BJP Party Office

পৌরভোটে প্রার্থী হতে ইচ্ছুকদের জন্য ড্রপবক্স বসছে বাঁকুড়া বিজেপি কার্যালয়ে (Dropbox in BJP Party Office at Bankura) ৷ এর আগে কলকাতাতেও এই ধরনের ড্রপ বক্স বসানো হয়েছিল ৷

Dropbox in BJP Party Office
পৌরভোটে প্রার্থী খুঁজতে ড্রপবক্স বসছে বিজেপি কার্যালয়ে
author img

By

Published : Dec 18, 2021, 5:12 PM IST

বাঁকুড়া, 18 ডিসেম্বর : কলকাতার পৌরভোট পর্ব মিটলেই রাজ্যের বাকি পৌরসভাগুলির নির্বাচন ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ আর এই পৌর নির্বাচনকে সামনে রাখেই ভোটে নিজেদের প্রার্থী বাছাই করতে নয়া উদ্যোগ নিল বাঁকুড়া জেল বিজেপি নেতৃত্ব ৷ শনিবার বাঁকুড়া বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি বিবেকানন্দ পাত্র জানিয়েছেন, রবিবার অর্থাৎ 19 ডিসেম্বর থেকে 2 জানুয়ারি পর্যন্ত বাঁকুড়া জেলা বিজেপি কার্যালয়ে রাখা থাকবে একটি ড্রপবক্স (Dropbox in BJP Party Office at Bankura) ৷ বিজেপি কর্মকর্তা বা সাধারণ মানুষ যাঁরা পৌরভোটে প্রার্থী হতে ইচ্ছুক, তাঁরা ওই ড্রপবক্সে নিজেদের আবেদনপত্র দিয়ে যেতে পারেন ৷ এর আগে কলকাতাতে বিজেপির কার্যালয়েও এই ধরনের ড্রপ বক্স বসানো হয়েছিল

বাঁকুড়া জেলা বিজেপি'র তরফে জানানো হয়েছে, পৌরভোটে প্রার্থী হতে চেয়ে ইতিমধ্যেই 129টি আবেদনপত্র জমা পড়েছে তাদের জেলা কার্যালয়ে ৷ তারমধ্যে 87 জন পুরুষ এবং 42 জন মহিলার নাম আছে ৷ রয়েছেন বেশ কিছু তপশিলি জাতি, উপজাতি গোষ্ঠীর আবেদনকারীও ৷ বিজেপি'র দাবি, এতেই স্পষ্ট মা-বোনেদের সমর্থন তাদের সঙ্গে আছে ৷

আরও পড়ুন : ব্যাঙ্ক বেসরকারিকরণ নিয়ে কেন্দ্রকে বিঁধলেন বিজেপি নেতা রন্তিদেব

বাঁকুড়া বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি বিবেকানন্দ পাত্র এদিন রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকেও কটাক্ষ করেছেন ৷

বাঁকুড়া, 18 ডিসেম্বর : কলকাতার পৌরভোট পর্ব মিটলেই রাজ্যের বাকি পৌরসভাগুলির নির্বাচন ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ আর এই পৌর নির্বাচনকে সামনে রাখেই ভোটে নিজেদের প্রার্থী বাছাই করতে নয়া উদ্যোগ নিল বাঁকুড়া জেল বিজেপি নেতৃত্ব ৷ শনিবার বাঁকুড়া বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি বিবেকানন্দ পাত্র জানিয়েছেন, রবিবার অর্থাৎ 19 ডিসেম্বর থেকে 2 জানুয়ারি পর্যন্ত বাঁকুড়া জেলা বিজেপি কার্যালয়ে রাখা থাকবে একটি ড্রপবক্স (Dropbox in BJP Party Office at Bankura) ৷ বিজেপি কর্মকর্তা বা সাধারণ মানুষ যাঁরা পৌরভোটে প্রার্থী হতে ইচ্ছুক, তাঁরা ওই ড্রপবক্সে নিজেদের আবেদনপত্র দিয়ে যেতে পারেন ৷ এর আগে কলকাতাতে বিজেপির কার্যালয়েও এই ধরনের ড্রপ বক্স বসানো হয়েছিল

বাঁকুড়া জেলা বিজেপি'র তরফে জানানো হয়েছে, পৌরভোটে প্রার্থী হতে চেয়ে ইতিমধ্যেই 129টি আবেদনপত্র জমা পড়েছে তাদের জেলা কার্যালয়ে ৷ তারমধ্যে 87 জন পুরুষ এবং 42 জন মহিলার নাম আছে ৷ রয়েছেন বেশ কিছু তপশিলি জাতি, উপজাতি গোষ্ঠীর আবেদনকারীও ৷ বিজেপি'র দাবি, এতেই স্পষ্ট মা-বোনেদের সমর্থন তাদের সঙ্গে আছে ৷

আরও পড়ুন : ব্যাঙ্ক বেসরকারিকরণ নিয়ে কেন্দ্রকে বিঁধলেন বিজেপি নেতা রন্তিদেব

বাঁকুড়া বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি বিবেকানন্দ পাত্র এদিন রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকেও কটাক্ষ করেছেন ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.