ETV Bharat / state

আমাদের কথা দিল্লির দরবারে কেউ তুলে ধরেনি, আক্ষেপ ডোকরা শিল্পীদের - dokra

"বিশ্ব বাংলা আমাদের কাছ থেকে মাল কেনায় আগের চেয়ে পরিস্থিতি খানিকটা বদলেছে। তবে দিল্লির ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে সরাসরি জিনিস কিনলে আর্থিক দিক থেকে আমরা আরও অনেক বেশি লাভবান হতে পারতাম।" আক্ষেপ করলেন বাঁকুড়ার ডোকরা শিল্পীরা।

ডোকরা শিল্পীরা
author img

By

Published : Apr 6, 2019, 2:13 PM IST

Updated : Apr 6, 2019, 2:20 PM IST

বাঁকুড়া, 6 এপ্রিল : "নির্বাচন আসে, আমরা ভোট দিই। আমাদের কথা আজ পর্যন্ত দিল্লির দরবারে কেউ তুলে ধরেনি।" এমনই আক্ষেপ করলেন বাঁকুড়ার ডোকরা শিল্পীরা। তাঁরা বলেন, "আমাদের তৈরি জিনিসের চাহিদা দেশের সর্বত্র। তাই দিল্লির সাথে আমাদের ব্যবসাটা যদি সরাসরি করা যেত তাহলে আমাদের ব্যবসার আরও প্রসার ঘটত।"

বাঁকুড়া শহরের উপকন্ঠে 60 নম্বর জাতীয় সড়কের পাশে বিকনাতে রয়েছে ডোকরা গ্রাম। 75 টি শিল্পী পরিবার নিয়ে তৈরি হয়েছে এই গ্রামটি। 1965 সাল থেকে এই ডোকরা গ্রামের পথ চলা শুরু হয়েছিল। প্রথম দিকে মাত্র 10 জন শিল্পী ডোকরার কাজ করতেন। এরপর যতদিন গেছে ডোকরার বাজার তৈরি হয়েছে। চাহিদা বেড়েছে। আরো অনেক পরিবার যুক্ত হয়েছে এই শিল্পের সঙ্গে।

শিল্পী পুতুল কর্মকার বলেন, "বিশ্ব বাংলা আমাদের কাছ থেকে মাল কেনায় আগের চেয়ে পরিস্থিতি বেশ খানিকটা বদলেছে। আমাদের অর্থনৈতিক উন্নতিও হয়েছে। এই ডোকরা শিল্পীর চাহিদা দেশের সর্বত্র। আমাদের পক্ষে দেশের সব জায়গায় পৌঁছানো সম্ভব হয় না। তাই যদি দিল্লির ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে সরাসরি জিনিস কিনত তাহলে আর্থিক দিক থেকে আমরা আরও অনেক বেশি লাভবান হতে পারতাম।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

শিল্পী বচন কর্মকার বলেন, "বিশ্ব বাংলা আমাদের সাথে জড়িত হয়ে আমরা অনেক কাজ করছি। বাংলার নাটক ডট কমের মতো আরও অনেকে আমাদের সাহায্য করলে আমাদের ব্যবসা আরও বাড়বে। আমরা বয়স্ক ভাতা, শিল্প ভাতা পায় না। আমরা চাই দিল্লির ব্যবসায়ীদের সাথে যেন আমরা সরাসরি ব্যবসা করতে পারি।"

বাঁকুড়া, 6 এপ্রিল : "নির্বাচন আসে, আমরা ভোট দিই। আমাদের কথা আজ পর্যন্ত দিল্লির দরবারে কেউ তুলে ধরেনি।" এমনই আক্ষেপ করলেন বাঁকুড়ার ডোকরা শিল্পীরা। তাঁরা বলেন, "আমাদের তৈরি জিনিসের চাহিদা দেশের সর্বত্র। তাই দিল্লির সাথে আমাদের ব্যবসাটা যদি সরাসরি করা যেত তাহলে আমাদের ব্যবসার আরও প্রসার ঘটত।"

বাঁকুড়া শহরের উপকন্ঠে 60 নম্বর জাতীয় সড়কের পাশে বিকনাতে রয়েছে ডোকরা গ্রাম। 75 টি শিল্পী পরিবার নিয়ে তৈরি হয়েছে এই গ্রামটি। 1965 সাল থেকে এই ডোকরা গ্রামের পথ চলা শুরু হয়েছিল। প্রথম দিকে মাত্র 10 জন শিল্পী ডোকরার কাজ করতেন। এরপর যতদিন গেছে ডোকরার বাজার তৈরি হয়েছে। চাহিদা বেড়েছে। আরো অনেক পরিবার যুক্ত হয়েছে এই শিল্পের সঙ্গে।

শিল্পী পুতুল কর্মকার বলেন, "বিশ্ব বাংলা আমাদের কাছ থেকে মাল কেনায় আগের চেয়ে পরিস্থিতি বেশ খানিকটা বদলেছে। আমাদের অর্থনৈতিক উন্নতিও হয়েছে। এই ডোকরা শিল্পীর চাহিদা দেশের সর্বত্র। আমাদের পক্ষে দেশের সব জায়গায় পৌঁছানো সম্ভব হয় না। তাই যদি দিল্লির ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে সরাসরি জিনিস কিনত তাহলে আর্থিক দিক থেকে আমরা আরও অনেক বেশি লাভবান হতে পারতাম।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

শিল্পী বচন কর্মকার বলেন, "বিশ্ব বাংলা আমাদের সাথে জড়িত হয়ে আমরা অনেক কাজ করছি। বাংলার নাটক ডট কমের মতো আরও অনেকে আমাদের সাহায্য করলে আমাদের ব্যবসা আরও বাড়বে। আমরা বয়স্ক ভাতা, শিল্প ভাতা পায় না। আমরা চাই দিল্লির ব্যবসায়ীদের সাথে যেন আমরা সরাসরি ব্যবসা করতে পারি।"

Last Updated : Apr 6, 2019, 2:20 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.